জানি ভালো আছো তুমি,
সময় তোমাকে ভালোই রেখেছে।
ভালো রেখেছে কাছের মানুষ।
আমি দূরের মানুষ রয়ে গেলাম দূরে।
পথ ভুলে এসেছিলাম তোমার দ্বারে,
ফিরিয়ে দাওনি আমায় ভুল পথের যাত্রী হিসেবে।
আশ্রয় দিয়েছিলে তোমার হৃদয় নীড়ে,
মূহুর্তের ভালো লাগায় ভালোবাসি বলেই দিলে।
ক্ষণিক মোহ মায়ায় জড়িয়ে নিয়েছিলে বাহুডোরে।
বুঝতে দাওনি কখনো আমায়-
ভালোবাসায় নয় করুণায় বেঁধেছিলে,
পথ ভোলা এই ক্ষণিকের অতিথিরে।
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভালোবাসা নামক অলীক বস্তুর জটিল আবর্ত।
চোখ কেমন?
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
চোখ এখন মোটামুটি ভালো
সুপর্ণা ফাল্গুনী
কবিতাটি পড়ে মনটা খারাপ হয়ে গেল। এভাবেই করুনার ছলে, ভালোবাসার অভিনয় দিয়ে নিঃস্ব করে দেয়। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
ওয়াও ! সুন্দর রোমান্টিক কবিতা।
কেন যে মানুষ প্রতারনা করে ভালবাসার ফাঁদে
পারিনা বুঝতে।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একদম তাই
এগুলো বুঝে আসেই না
আসলে কি আর পড়ি ফাঁদে
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
যা যাবার সে যাবেই আর যে ভালোবাসে সে কোন কারন ছাড়াই এমনিতেই ভালোবাসে।
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
ভালোবাসায় করুনার কোনো স্থান নেই,
বিষণ্নতায় জড়ানো চিঠির আকারে লেখাটি বেশীই ভালো লেগেছে।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
এত বিষন্নতা কেন? ভাল লিখেছেন।
সুরাইয়া পারভীন
মানব মন বড্ড জটিল দাদাভাই
আর অদ্ভুত রহস্যময়ও বটে
কখন যে কি মনে হয়
বোঝা মুস্কিল
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
বুঝতে দাওনি কখনো আমায়-
ভালোবাসায় নয় করুণায় বেঁধেছিলে,
পথ ভোলা এই ক্ষণিকের অতিথিরে।
————করুণায় বাঁধা উচিৎ নয়।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়