ক্ষণিকের অতিথি

সুরাইয়া পারভীন ১৯ মে ২০২০, মঙ্গলবার, ০১:০৭:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

জানি ভালো আছো তুমি,
সময় তোমাকে ভালোই রেখেছে।
ভালো রেখেছে কাছের মানুষ।
আমি দূরের মানুষ রয়ে গেলাম দূরে।
পথ ভুলে এসেছিলাম তোমার দ্বারে,
ফিরিয়ে দাওনি আমায় ভুল পথের যাত্রী হিসেবে।
আশ্রয় দিয়েছিলে তোমার হৃদয় নীড়ে,
মূহুর্তের ভালো লাগায় ভালোবাসি বলেই দিলে।
ক্ষণিক মোহ মায়ায় জড়িয়ে নিয়েছিলে বাহুডোরে।
বুঝতে দাওনি কখনো আমায়-
ভালোবাসায় নয় করুণায় বেঁধেছিলে,
পথ ভোলা এই ক্ষণিকের  অতিথিরে।

৯২১জন ৮৩৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ