ক্লান্ত পা

ছাইরাছ হেলাল ২ ডিসেম্বর ২০১৮, রবিবার, ০৮:৫২:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

প্রসাধিত-সাজ-আকাশ-দিগন্তে
দল বেঁধে উরে যাওয়া/একাকী পাখির ডানা থেকে
একটি রঙিন পালক আচানক খসে যেতে দেখছি,
বিস্ময়-আবেগে, তন্ময় হয়ে; ভেসে যেতে যেতে
বিচ্ছিন্ন নগণ্য অপাংক্তেয় আঙ্গিকে ফেলে গেল
এইমাত্র এক পশলা তরতাজা অবহেলা।

সৈকত বালিয়াড়ির ছুঁই-ছুঁই পানিতে
পা-ভিজিয়ে হেঁটেছি বহুকাল অ-ক্লান্তিতে,
প্রগাঢ় পানি-ছোঁয়া-শীতলতায় উষ্ণ হয়েছি;
ভাটির টানে সৈকত ক্রম-বিস্তৃত হয়েছে
পায়ের গভীর ক্লান্তি মেলে হেঁটে যাওয়া হয়নি।

৫১৭জন ৫১৭জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ