আমাকে একজন সৃষ্টি করেছেন,
অতপর নানান রূপ দিয়েছেন।
তারপরে লেখা হয়েছে
কতশত গান আর কবিতা।
তুলির ছোঁয়ায় আমাকে ফুটিয়ে তুলেছেন
রবি ঠাকুর কিংবা ভিঞ্চি,
নজরুল দিয়েছেন কৃতিত্বের সমান সমান ভাগ।
রোকেয়া দিয়েছেন শিক্ষার আলো।
পেরিয়ে গেছে কত শত বছর।
এরপর এল সোনার মেয়ে মালালা।
হ্যাঁ,আমি কখনো মালালা,
কখনো রোকেয়া,
কখনো নবাব ফয়জুন্নেসা,
কখনো সুলতান রাজিয়া,
কিংবা মাদার তেরেসা।
কখনো মমতাময়ী মা,
কখনো যোদ্ধারূপী প্রীতিলতা,
কখনো রঙিন সাজে নববধূ,
কখনো বীরাঙ্গনা।
কখনো তোমাদের চোখে
পশু কিংবা পন্য।
কখনো ভগ্নি,কখনো কণ্যা।
আমাদের ত্যাগে আর শ্রমে
তোমাদের জীবন ধন্য।
ভাবছ আমি কে?
প্রথম পরিচয়ে বলব
আমি মানুষ,
দ্বিতীয় পরিচয়
আমি নারী,
আমার শেষ পরিচয়
আমি তোমাদেরি একজন।।
.
#নীরা
০৮.০৩.১৫
ছবি:রবি ঠাকুর
১৪টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
চমৎকার প্রকাশ আপু, আমরা সবাই প্রথমে মানুষ এবং মানষ হয়ে থাকতে চাই।
নীরা সাদীয়া
ঠিক বলেছেন। নারী/পুরুষ এসব পরিচয়ের আড়ালে আমাদের মানুষ পরিচয়টা কোথায় যেন হারিয়ে যায়।
শুন্য শুন্যালয়
মানুষ যখন অন্য গ্রহ থেকে গ্রহ খুঁজে বেড়াচ্ছে অন্য কোন প্রাণের অস্তিত্বে, সেখানে পৃথিবীতে এখনো আমরা মানুষ প্রমাণে পড়ে আছি। দুঃখজনক, তবে একদিন সময় আমাদের নয়, আমরাই সময় পালটে দেব।
খুব সুন্দর নীরা..
নীরা সাদীয়া
এমন একদিন সত্যিই আসবে, সেদিন আর নিজেকে আলাদা করে মানুষ প্রমান করতে হবে না। সেদিনের অপেক্ষায়…..
সাবিনা ইয়াসমিন
দারুন লিখেছো নীরা, আমাদের প্রথম থেকে শেষ পরিচয় একটাই তা হলো মানুষ। সৃষ্টির শ্রেষ্ঠত্ব বন্দনায় শুধু পুরুষ বা নারী নয় মানুষ হয়েই থাকবো আমরা।
ভালোবাসা ও শুভকামনা ❤❤❤❤
নীরা সাদীয়া
সৃষ্টির সেরা জীব মানুষ।
এমন একদিন সত্যিই আসবে, সেদিন আর নিজেকে আলাদা করে মানুষ প্রমান করতে হবে না। সেদিনের অপেক্ষায়…..
সাবিনা ইয়াসমিন
ভালো থেকো ❤❤❤❤
তৌহিদ
সুন্দর লেখা। তবে আক্ষেপ এখনো আমরা ভালোমানুষ প্রমানেই ব্যস্ত। নারীকে নারীর সাথে আর পুরুষকে পুরুষের সাথে উদাহরন দেয়া একদিন বন্ধ হবে নিশ্চয়।
সেদিন আমরা লিখবো নারী চির উন্নতমমশীর কবিতা।
নীরা সাদীয়া
সামনে কিছু আদর্শ ব্যক্তি থাকা দরকার। কিন্তু তার মানে এই নয় যে এটা তুলনা। তাদের মহত কাজ দেখে আমরাও প্রেরনা পাবো। এখানেই আমাদের স্বার্থকতা। শুভ কামনা জানবেন।
জিসান শা ইকরাম
আত্ম পরিচয়ে বলিয়ান হয়ে সামনে এগিয়ে যেও,
নিজের শক্তিতে আস্থা রেখো।
ছোট লেখা,
অনেক ভালো লিখেছো।
শুভ কামনা
নীরা সাদীয়া
দাদা, এটা প্রায় তিন বছর আগের কবিতা। তবে নারী দিবস এলেই এটা শেয়ার করতে ইচ্ছে হয়।
ধন্যবাদ দাদা।
মেহেরী তাজ
বেশ সুন্দর লিখেছো নীরা।
হ্যা আমরা প্রথমে মানুষ। তারপর নারী। তবে আমরা সৃষ্টির একটা গুরুত্বপূর্ন অংশ।
অনেকদিন পর পড়লাম তোমার লেখা।
নীরা সাদীয়া
সঠিক উপলব্ধি করেছো তাজু। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এতদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগছে।
মেহেরী তাজ
ব্লগে ফিরে আমার ও ভালো লাগছে নীরা। ভালো থেকো…