কে গো
ঐ দক্ষিন দুয়ারে
দক্ষিনা হাওয়ায় উড়ায়েছ শাড়ির আঁচল
তবে কি তুমি
দিয়েছ ভরে
ভালোবেসে মোর হৃদয় অতল
করেছ আলো
মোর দুয়ারে
কে তুমি, কোন রূপরানী
ছড়ায়ে দিয়েছ
স্বর্গ শোভা
কে তুমি, কোন সুহাসিনী
এসেছ অবেলা
মোর দুয়ারে
কে তুমি, সুমন্দ ভাষিনী
আসিলে ছাড়িয়া
নন্দন কানন
কে তুমি, হে নন্দিনী
???
৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
সবাই রূপবতী দের নিয়ে লেখে, আমাদের কি হবে গো ;(
মানিক পাগলা
সৌন্দর্য্য আপেক্ষিক। এক জনের কাছে যা সুন্দর তা আরেক জনের কাছে অসুন্দর হতে পারে। আপনি নিজেকে যাই মনে করুন না কেন, কারো না কারো চোখে আপনিও রূপবতী। আমি নিশ্চিত। এটা সৃষ্টির রহস্য। আমি যাকে নিয়ে লিখেছি সে আমার চোখে রূপবতী হলেও অন্য কারো চোখে হয়তো বা রূপবতী নয়। আপনার ক্ষেত্রেও ঠিক তাই। মন খারাপ করার কিছু নাই। আপনি যার চোখে রূপবতী সেই চোখ দুটো খুঁজে বের করেন। সেই মানুষটিকে বোঝার চেষ্টা করেন।
ধন্যবাদ শুন্যালয় -{@
প্রহেলিকা
সুন্দর লিখেছেন কবি। শুভেচ্ছা জানবেন। -{@
মানিক পাগলা
ধন্যবাদ প্রহেলিকা 🙂
হতভাগ্য কবি
চমৎকার কবি ! এই দারুন লিখা লিখে আপনি পাগল হলে আমি বারাক ওবামা। 😀 😀 শুভকামনা।
মানিক পাগলা
হে হে হে 🙂
ধন্যবাদ হতভাগা
জিসান শা ইকরাম
মানিক পাগলা ভালো লিখে সব সময় 🙂
মানিক পাগলা
ধন্যবাদ জিশান ভাই 🙂