মাঝে মাঝে খুব অবাক লাগে
কেমন এ পৃথিবী,
কেমন পৃথিবীর মানুষ,
যেখানে মানুষ ভালবাসাকে মহৎ মনে করে
সেখানে মানুষ ভালবাসা নিয়ে প্রতারণা করে।
একটু ইতস্তত বোধ করলেও
যত সহজে কেউ কাউকে বলে ভালবাসি
তার থেকেও সহজ উক্তিতে বলে ফেলে
আমি তোমাকে ভুলে গেছি
আমাদের ভালবাসার এখানেই ইতি।
কিন্তু কখনই অনুভব করেনা
অপর পক্ষের বেক্তিটি যে একসময়,
তাকে ভালোবাসতো না
সে এখন শুধুই পায় কষ্ট
আর মনে করে ভালবাসা তার জীবনটাকে
কেন এভাবে করেদিল চিরকালের মত নষ্ট।
—–সীমা সারমিন—–
১২-০৯-২০১৩ ইং
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন
সময়টা বড় অস্থির হয়ে গিয়েছে
অধিকাংশ মানুষের কাছেই ভালোবাসা আজকাল মূল্যহীন ।
তারপরেও কিছু মানুষের মাঝে ভালোবাসার আসল রূপটি থাকে
এবং তাঁরা কষ্টে ভালো থাকেনা ।
আমার স্বপ্ন ও মনের কথা
হয়তবা আছে তবে এতো মানুষের ভীরে এই কিছু মানুষকে কোথায় বা পাওয়া যাবে আর পেয়েও বা কি হবে অধিকাংশ মানুষই তো এমন।
ক'রেখেলা_কাটেবেলা
ভালোবাসা মূকের ভাষা …. সে গোপন পথে বহে …. উচ্চারণে হারায় মাধুর্য্য ….. শেষে মুখ থুবড়ে পড়ে |
আবেগের প্রকাশ ভঙ্গিটা বেশ ভালো |
আমার স্বপ্ন ও মনের কথা
কিন্তু কেন মুখথুবড়ে পড়ে আর মুখথুবড়েই যদি পড়বে তবে কেউ কাউকে ভালবাসা শিখিয়ে এর মাধুর্য কেন নষ্ট করে?
তুমি আমি এক
কখনো কি ভালোবাসার মানুষ কে ভুলা যায় ?? সে যদিও চলে যায় !!
আমার স্বপ্ন ও মনের কথা
যদি ভুলাই না যায় তবে মানুষ কেন বারবার ভুলেগেছি এটাই জোর করে বুঝাতে চায়? আর যে কাউকে মনে প্রাণে ভালবাসে সে কখনই নিজে থেকে চলে যায় না কারন সে জানে যে নিজে থেকে চলে যাওয়া মানে তার হৃদয়কে টেনে হিঁচড়ে বের করে ছুড়ে ফেলে দেওয়া যাতে সে আর নাও বাঁচতে পারে।
নিশিথের নিশাচর
একদম মনের কথা গুলো তুলে ধরেছেন।
তার কারনে আজ আমি সমাজ স্বীকৃত নষ্ট ছেলে।
আমার স্বপ্ন ও মনের কথা
কিছু মানুষের ভালবাসা নিয়ে এই বেপরোয়া খেলার কারনে আজ আমি বড়ই হতাশ।
আদিব আদ্নান
তবুও ভালোবাসাহীনতায় কে বাঁচিতে চায় !
আমার স্বপ্ন ও মনের কথা
ভালবাসা হীনতায় যদি কেউ বাঁচতে না চায় তবে বার বার ভালবাসাকে প্রতারণার নাম কেন দিতে যায়?
মিসু
খুব সুন্দর -{@ (y)
আমার স্বপ্ন ও মনের কথা
সুন্দর কি না জানি না তবে এই কারনে কত মানুষ যে আজ মন কষ্ট রোগে আক্রান্ত তার কোন জরিপ আমাদের কাছে নেই।
খসড়া
যে রাতে মো দুয়ার গুলি ভাঙল ঝড়ে
যানি নাইতো তুমি এলে আমার দ্বারে ______
আমার স্বপ্ন ও মনের কথা
উক্তিটা সুন্দর।জানিনা কাকে উদ্দেশ্য করে আপনার মনে এই ভাবনার সৃষ্টি। যদি তাকে আজো আপনি ভালবাসেন আর সে যদি নিজে থেকে আপনাকে কষ্ট না দিয়ে থাকে তবে দয়া করে তাকে আপনার এই উক্তিটি বলুন এতে আপনার প্রতি তার ভালবাসা অনেক বেড়ে যাবে।
amarkotha
ভালবাসার আলো অনেক দামি । আপনার মনের এই আলোটুকু জ্বালিয়ে রাখুন আজীবন । কেউ কষ্ট দিলে সেটা তার বেরথতা ,আপনার নয় । ভাল থাকুন আন্নন্দে থাকুন।
আমার স্বপ্ন ও মনের কথা
বেরথতা হয়তো নিজের হয় না কিন্তু কারো কাছ থেকে এরূপ কষ্ট পেলে আনন্দে অন্তত থাকা সম্ভব হয় না যদি তাকে অনেক বেশি ভালবাসা যায়।
আফ্রি আয়েশা
ভালোবাসা আজকাল মূল্যহীন 🙁