কেমন ভালবাসা

সীমা সারমিন ১২ সেপ্টেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৯:৪৬:৫১অপরাহ্ন বিবিধ ১৭ মন্তব্য

মাঝে মাঝে খুব অবাক লাগে
কেমন এ পৃথিবী,
কেমন পৃথিবীর মানুষ,
যেখানে মানুষ ভালবাসাকে মহৎ মনে করে
সেখানে মানুষ ভালবাসা নিয়ে প্রতারণা করে।

একটু ইতস্তত বোধ করলেও
যত সহজে কেউ কাউকে বলে ভালবাসি
তার থেকেও সহজ উক্তিতে বলে ফেলে
আমি তোমাকে ভুলে গেছি
আমাদের ভালবাসার এখানেই ইতি।

কিন্তু কখনই অনুভব করেনা
অপর পক্ষের বেক্তিটি যে একসময়,
তাকে ভালোবাসতো না
সে এখন শুধুই পায় কষ্ট
আর মনে করে ভালবাসা তার জীবনটাকে
কেন এভাবে করেদিল চিরকালের মত নষ্ট।
—–সীমা সারমিন—–
১২-০৯-২০১৩ ইং

২০৬৯জন ২০৬৯জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ