একজন আমায় বলেছিল সে বাজিতে হারলে তার সেলফের প্রায় ৭৫০ টা বই সব আমার। সে বাজি হেরেছে। তবু বই গুলা দেয় নাই। এখন বলে ইবুক কালেকশন দিবে।
একজন বলেছিল সে আমায় আইসক্রিম খাওয়ানোর আগে শীত নামবে না। শীত নেমে গেছে তবু সে আমায় আইসক্রিম খাওয়ায় নাই।
কে যেন কবে বলেছিল চাওমিন খাওয়াবে। সেই আশায় বসে আছি। চাওমিন আর খাওয়া হলো না।
কেউ একজন বলেছিল আমার এবারের জন্মদিনে মিশির আলি সমগ্র কিনে দিবে। জন্মদিন কি জন্মমাস ও চলে গেলো কিনে দিলো না।
কে জেনো বলেছিল ট্রেনে করে অনেক দূরের রাস্তা পারি দিবে এক সাথে। মনে হয় ভুলে গেছে।
কেউ একজন বলেছিল ফার্স্টক্লাস পাইলে কি জেনো সারপ্রাইজ গিফট দিবে। দেয় নি।
কে যেন বলেছিল ফাইনাল পরীক্ষার আগে কোথাও না কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসবে,মাইন্ড ফ্রেশ করার জন্য। পরীক্ষা চলে আসলো। ঘুরে আসা আর হলো না।
কেউ কথা রাখে না…….
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
একদম ঠিক কথা বলেছেন, কেউ কথা রাখে না।
এবার আপনি শুরু করে দেখতে পারেন কথা না রাখা।
সাফল্য শতভাগ নিশ্চিত।
মেহেরী তাজ
পরামর্শের জন্য ধন্যবাদ। আমিও কথা না রাখার চেষ্টা করি তাহলে :p
কৃন্তনিকা
হুম… কেউ কথা রাখে না…
আপনিও রাখা বাদ দেন :p :p :p
মেহেরী তাজ
আমিও কথা রাখা বাদ দিলাম আজ থেকে 😀
জিসান শা ইকরাম
কেউ কথা রাখবেনা, এটিই নিয়ম
কথা রাখার জন্য কেউ কাউকে কথা দেয়না।
আমি কিন্তু আবার আপনাকে কোন কথা দেইনি।
ভালো লেগেছে একান্ত অনুভুতি।
মেহেরী তাজ
উত্তরাঞ্চলে আসার কথা দিয়েছেন। রাখবেন না?
হৃদয়ের স্পন্দন
যাই হোক আপনি কথা রাখেন তো?
মেহেরী তাজ
আমি রাখি। এখন থেকে রাখবো না, যেহেতু কেউ রাখেনা 😀
মামুন
কেউ না কেউ কথা রাখে। পজিটিভ মনোভাব নিয়ে খুজে দেখা দরকার।
সুন্দর লিখেছেন।
মেহেরী তাজ
রাখেনা তো কেউ, পজেটিভ নেগেটিভ দুই মনোভাবেই খুঁজে এই পোষ্ট।
সাইদ মিলটন
হ লুকজন খুব খ্রাপ 😀
মেহেরী তাজ
খুবই খারাপ,কথা রাখেনা।
মরুভূমির জলদস্যু
আমার গুলাওতো মনে পড়া শুরু হচ্ছে দাদা।
মেহেরী তাজ
যাদেরকে দিয়েছেন, কথা রাখুন তাহলে।
লীলাবতী
কেউ কথা রাখেনা আজকাল। কতজনকে কথা দেয়,এত জনের সাথে কথা রাখা সম্ভব না আসলে 🙂
মেহেরী তাজ
:D) ঠিক ঠিক আপু। দেখা গেলো একই সময়ে একই কথা অনেককে দিয়েছে। কারটা রাখুবে? :p
খেয়ালী মেয়ে
কেউ কথা রাখে না–
কেউ কথা রাখেনি–
কেউ কথা রাখবে না—এই “কেউ”টাকে যদি একবার কাছে পেতাম তাহলে তারে ভর্তা বানিয়ে কাঁচা মরিচ দিয়ে চিবাই চিবাই খাইতাম :@
মেহেরী তাজ
ভর্তা বানালে আমাকেও একটু দিয়েন আপু :p
শুন্য শুন্যালয়
যেসব কথা রাখা হইছে তা নিয়া কোনদিন কেউ কিছু লেখেনা, তাই কেউ কথা রাখেনা।
মেহেরী তাজ
কথা তো কেউ রাখেইনি আপু,লিখবো কি? 🙁
ব্লগার সজীব
ওস্তাদ আমিই একমাত্র কথা রাখি। হুকুম করেন কি করতে হবে?
মেহেরী তাজ
আরো বেশি বেশি পোষ্ট দাও বৎস 😀
নওশিন মিশু
যদি কথা দেই তাহলে কিন্তু সেই কথাটা আমি রাখি ….. 🙂
মেহেরী তাজ
আপনার কাছ থেকে তাহলে কথা নিতে হবে আমার আপু 🙂