লাল সবুজে শকুনের বস বাস
সূরে কি হবে পার কলংকের ইতিহাস
ক্ষমতার দাপটে স্বাধীনতা অন্ধকারে
স্বাধীন কামীরা আজ শকুনদের ভ্রাতৃত্ত্ব ভাবে।
জন্মান্তরে ভাবিনি কভূ
কাচের ফ্রেমে বাধাঁ হবে আমাদের স্বাধীনতা
দোষীত বীজের বিষাক্ত ছোবলে
মা আমার কাদঁবেন জন্মের জন্মান্তরে।
কিসের মোহে রক্তে ভিজেঁ ছিল বোনের বদন
কিসের তরে লক্ষ প্রানের আত্ত্ব ত্যাগ
স্বাধীনতা! তুমি বড়ই অকৃজ্ঞ
দূরে ঠেলে বীরদের রাজাকারদের করলে আপন।
জন্মের তেতাল্লিশটি বছর পেড়িয়েছে
কৃতজ্ঞতার স্বীকারে নেই কমতি ভাষনে
বাস্তবতায় নির্যাতীত অনাহারে সূর্য্য সৈনিক
পক্ষান্তরে, সোনার পালঙ্কে রাখি যতনে নর-পশু স্বাধীনতার বণিক।
জাতি গত বিবেদে ধর্মের ধর্মান্ধতায় ছুয়েঁ যায়
স্বাধীনতা সার্বোভৌমত্ত্ব এখানে মৃত প্রায়,
লক্ষ প্রানের রক্তে ভেজাঁ স্বাধীনতায়
নব্য শকুনেরা রাজ্য চালায়।
সেই উত্তাল মাস সেই হৃদয় গাথাঁ ভাষনের মহান পুরুষ
বঙ্গ বন্ধু বাঙ্গালী জাতির পিতা,
যুদ্ধে ক্ষয়ে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রের উন্নয়নে রূপকার
শহীদ জিয়া,
কালের আর্বতে ভক্ষনে মর্ত্য ছিলাম,এই আমরাই!
তার পর!
লাশের বিনিময়ে গণতন্ত্র কামী জনতার বিজয়,সাধের গণতন্ত্র!
তা এখন, রাজনিতীর নোংরামীতে গভীর অন্ধকারে হারাতে বসা
আর কয়টি লাশের অপেক্ষায়?।
উপ মহাদেশের ইতিহাসে পশুদের সীমাহীন অত্যাচারে
জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশ
এখন কি নামে দিব তোমায় হৃদয়ে স্হান
বাংলাদেশ নাকি বঙ্গ-পাকিস্হান।
১৪টি মন্তব্য
হৃদয়ের স্পন্দন
এখন কি নামে দিব তোমায়হৃদয়ে স্হান
বাংলাদেশ নাকি বঙ্গ-পাকিস্হান।
অসাধারন লেগেছে আমার কাছে
আরো চাই এমন লেখা কবিতায় দেশপ্রেম, প্রতিটা বাঙ্গালির হৃদয়ে দেশপ্রেম জেগে উঠুক
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
প্রিয় মনির ভাই,
কাকে উপহাস করব, স্বাধীনতা নামে শব্দকে নাকি মুক্তি যুধের আদর্শের সাথে যারা প্রতারনা করছে তাদের।
আজ যারা মুক্তিযুদ্দের আদর্শ নিয়ে এত রাজনীতি করছেন তারা কি আদও মুক্তিযুদ্দের আদর্শ প্রতিষ্ঠা করতে রাজি, না এটা নিয়ে রাজনীতি করতে বেশি উদগ্রীব।
আজ আমরা তাদের কত বেহায়া মত
মোঃ মজিবর রহমান
আজ আমরা তাদের কত বেহায়া মত সাপোর্ট দেব?
আপনার আমার নিরাপত্তা দেবে?
এদের কন আদর্শ আছে।
বঙ্গবন্ধু করে আর কতদিন চিল্লাব?
তারা ৭১ রে খারাপ কিন্তু তাদের বর্তমানের আদর্শে এরা পরাভূত।
অতিত অতিত কত আর ?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধৈর্য্য ধরেন সব হবে।
মোঃ মজিবর রহমান
পাশে আছী ভাঈয়া।
ছাইরাছ হেলাল
সতেজ বাংলাদেশ স্বপ্ন দেখি।
মেহেরী তাজ
সব কিছুরই ভালো খারাপ আছে। আমরা আমাদের খারাপ টা পার করে নিচ্ছি। এর পর ঠিক ভালো টা আসবে।
” সোনার বাংলা স্বাধীন বাংলা “।
ব্লগার সজীব
খুবই ভালো লিখেছেন মনির ভাই। আবেগে বুকটা কেপে উঠলো ।
অলিভার
স্বাধীনতা! তুমি বড়ই অকৃতজ্ঞ
দূরে ঠেলে বীরদের রাজাকারদের করলে আপন
বর্তমানে দাড়িয়ে এই কথাটাই সত্যিই। কিন্তু ধীরে ধীরে সকলের মুখোশ খুলতে শুরু করেছে। অদূর ভবিষ্যতে হয়তো এরা ঠিকই নিশ্চিহ্ন হবে। কিন্তু এদের চেতনার বীজ যেভাবে বপন করে গেছে তাকে নির্মূল করতে হবে শেকড় সহকারে।
তারপরই কেবল পাবো স্বাধীন বাংলাদেশ। আর তার আগে আমরা এখনো স্বাধীন নই।
শুন্য শুন্যালয়
evergreen মুভির মতো মনে হয় মাঝে মাঝে ৪৩ টা বছর একটা মেশিনে ঢুকে আছি। যা ছিলাম তাই-ই আছি। স্বাধিনতা আর হতাশায় আর বিবেধ নেই।
লীলাবতী
শকুনের থাবার নীচে বাংলাদেশ এর ছবি, কবিতা দুটোই ভালো লেগেছে মনির ভাইয়া।
ঘুমন্ত আমি
লাশের বিনিময়ে গণতন্ত্র কামী জনতার বিজয়,সাধের গণতন্ত্র!
তা এখন, রাজনিতীর নোংরামীতে গভীর অন্ধকারে হারাতে বসা
আর কয়টি লাশের অপেক্ষায়। এই কথাগুলো বেশি ভালো লেগেছে
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে । -{@