কি নাম দেবো স্ব-দেশ তোমায়

মনির হোসেন মমি ২৯ অক্টোবর ২০১৪, বুধবার, ১১:৪৬:৪৪পূর্বাহ্ন কবিতা, সমসাময়িক ১৪ মন্তব্য

লাল সবুজে শকুনের বস বাস
সূরে কি হবে পার কলংকের ইতিহাস
ক্ষমতার দাপটে স্বাধীনতা অন্ধকারে
স্বাধীন কামীরা আজ শকুনদের ভ্রাতৃত্ত্ব ভাবে।

জন্মান্তরে ভাবিনি কভূ
কাচের ফ্রেমে বাধাঁ হবে আমাদের স্বাধীনতা
দোষীত বীজের বিষাক্ত ছোবলে
মা আমার কাদঁবেন জন্মের জন্মান্তরে।

কিসের মোহে রক্তে ভিজেঁ ছিল বোনের বদন
কিসের তরে লক্ষ প্রানের আত্ত্ব ত্যাগ
স্বাধীনতা! তুমি বড়ই অকৃজ্ঞ
দূরে ঠেলে বীরদের রাজাকারদের করলে আপন।

জন্মের তেতাল্লিশটি বছর পেড়িয়েছে
কৃতজ্ঞতার স্বীকারে নেই কমতি ভাষনে
বাস্তবতায় নির্যাতীত অনাহারে সূর্য্য সৈনিক
পক্ষান্তরে, সোনার পালঙ্কে রাখি যতনে নর-পশু স্বাধীনতার বণিক।

জাতি গত বিবেদে ধর্মের ধর্মান্ধতায় ছুয়েঁ যায়
স্বাধীনতা সার্বোভৌমত্ত্ব এখানে মৃত প্রায়,
লক্ষ প্রানের রক্তে ভেজাঁ স্বাধীনতায়
নব্য শকুনেরা রাজ্য চালায়।

সেই উত্তাল মাস সেই হৃদয় গাথাঁ ভাষনের মহান পুরুষ
বঙ্গ বন্ধু বাঙ্গালী জাতির পিতা,
যুদ্ধে ক্ষয়ে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রের উন্নয়নে রূপকার
শহীদ জিয়া,
কালের আর্বতে ভক্ষনে মর্ত্য ছিলাম,এই আমরাই!
তার পর!
লাশের বিনিময়ে গণতন্ত্র কামী জনতার বিজয়,সাধের গণতন্ত্র!
তা এখন, রাজনিতীর নোংরামীতে গভীর অন্ধকারে হারাতে বসা
আর কয়টি লাশের অপেক্ষায়?।

উপ মহাদেশের ইতিহাসে পশুদের সীমাহীন অত্যাচারে
জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশ
এখন কি নামে দিব তোমায় হৃদয়ে স্হান
বাংলাদেশ নাকি বঙ্গ-পাকিস্হান।

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ