কিসের বড়াই

বোরহানুল ইসলাম লিটন ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৬:৪৯:৩০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

সব চলে যায় কালের পেটে
কেউ করে না রাজ,
মান খোয়ে জন করছে তবে
কিসের বড়াই আজ!

আজ যে আছে থাকবে না কাল
কিংবা পরের দিন,
সমন এলে পারবে কি কেউ
গুনতে দু’এক তিন!

ধন লোভে বেশ বাড়ছে তবু
শঠ ছলনের দর,
ক্যান যে এলো ধরার বুকে
রাখছে না সে বর।

বিজ্ঞ সেজে ভর দিনমান
করলে হেসে খেল,
থাকবে কি আর ফিরতি কালে
শান্তি সুখের দেল!

তাই বলি রোজ যতই গড়ো
দম্ভী শ্বাসের দ্বার,
মান বিনে কি যায় টিকানো
দুই জনমের সার!!

১১৩৩জন ৯৬৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ