কিছু প্রচলিত ভুল বানান

চাটিগাঁ থেকে বাহার ১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ০৮:২০:৩২অপরাহ্ন সাহিত্য ১৮ মন্তব্য

বিভিন্ন পত্রপত্রিকা, সংগঠন, প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম, পরিবহণ, ব্যানার-পোস্টার ও চাকরির বিজ্ঞপ্তিতে লেখালেখিতে যেসব বানান বেশি ভুল ব্যবহার হচ্ছে

শুদ্ধরূপ  —  অশুদ্ধরূপ

অ্যাডভোকেট→ এডভোকেট

অ্যান্ড → →→ এণ্ড

অ্যাম্বুলেন্স→→এম্বুলেন্স

অ্যালবাম→→এলবাম

অ্যাসিস্ট্যান্ট→→→এসিসটেন্ট

আকাঙ্ক্ষা→→→আকাংখা

আগস্ট→→→আগষ্ট
আলহাজ→→→আলহাজ্ব

ইতোমধ্যে→→→ইতিমধ্যে
ইতঃপূর্বে→→→ইতিপূর্বে
ইনস্টিটিউট→→ইনষ্টিটিউট

উপর্যুক্ত/উপরিউক্ত→→উপরোক্ত

উল্লিখিত→→→উল্লেখিত

এতদ্দ্বারা→→→এতদ্বারা

কাঙ্ক্ষিত→→→কাংখিত

কোনো→→→কোন

কোম্পানি→→→কোম্পানী

কর্নার→→→কর্ণার

কর্নেল→→→কর্ণেল

গভর্নর→→→গভর্ণর

চাকরি→→→চাকুরী

চাকরিজীবী→→চাকুরীজীবি (-জীবী—আইনজীবী, পেশাজীবী)

চিফ→→→চীফ

চত্বর→→→চত্ত্বর

জানুয়ারি→→→জানুয়ারী

জরুরি→→→জরুরী

ট্রেজারি→→→ট্রেজারী

যেকোনো→→→যে কোন/যেকোন

টেরিটরি→→→টেরিটরী

দেওয়া→→→দেয়া

দুর্ঘটনা→→→দূর্ঘটনা

দুর্যোগ→→→দূর্যোগ

দুর্নীতি→→→দূর্নীতি

নিখুঁত→→→নিখুত

নিখোঁজ→→→নিখোজ

নির্ভুল→→→নির্ভূল

নেওয়া→→→নেয়া

নোটারি→→→নোটারী

নমিনি→→→নমিনী

প্রত্যয়নপত্র→→প্রত্যয়ন পত্র (পত্র একসঙ্গে হবে—চিঠিপত্র, সংবাদপত্র)

পাস→→→পাশ (Pass)

পিস→→→পিচ/পিছ (Piece)

পচা→→→পঁচা

পোস্টার→→→পোষ্টার

পোস্ট→→→পোষ্ট

পুনর্মিলন→→→পূর্ণমিলন/পূনর্মিলন

ফ্যাক্টরি→→→ফ্যাক্টরী

ফার্নিচার→→→ফার্ণিচার

ফার্মেসি→→→ফার্মেসী

ফেব্রুয়ারি→→→ফেব্রুয়ারী

ফটোস্ট্যাট→→ফটোষ্ট্যাট

ফাঁক→→ফাক

ব্যাটারি→→ব্যাটারী

বিপজ্জনক→→বিপদজনক

বিরিয়ানি→→বিরাণী (Biryaniبریانی/)

ভুল→→ভূল

মার্কশিট→→মার্কশীট (Sheet/Shit—সব শিট ই-কার হবে)

মাস্টার→→মাষ্টার

মেশিনারি→→মেশিনারী

মডার্ন→→মডার্ণ

মুহূর্ত→→মুহুর্ত/মহুর্ত
রঙিন→→রঙ্গিন/রঙ্গীন

রিকশা→→রিক্সা

রেজিস্ট্রি→→রেজিষ্ট্রি

রেনেসাঁ→→রেনেসা

রেস্টুরেন্ট→→রেষ্টুরেন্ট

রেস্তোরাঁ→→রেস্তোরা

লাইব্রেরি-লাইব্রেরী

লটারি→→লটারী

শ্রদ্ধাঞ্জলি→→শ্রদ্ধাঞ্জলী

শূন্য→→শুন্য/শূণ্য

শনাক্ত→→সনাক্ত

শর্তাবলি→→শর্তাবলী (আবলি দ্বারা গঠিত শব্দ—ব্যাখ্যাবলি, রচনাবলি)

শহিদ→→শহীদ

স্কলারশিপ→→স্কলারশীপ (Ship/Sheep)

স্ট্যাম্প→→ষ্ট্যাম্প

স্টার→→ষ্টার

স্টেশনারি→→ষ্টেশনারী

স্টোর→→ষ্টোর

সাক্ষ্য→→স্বাক্ষ্য

সাক্ষী→→স্বাক্ষী

সেক্রেটারি→→সেক্রেটারী

সুধী→→সূধী

সমিল→→ছমিল (করাতকল)

সর্বাঙ্গীণ→→সর্বাঙ্গীন

সরকারি→→সরকারী

সরণি→→স্বরণী/স্মরণী

হর্ন→→হর্ণ

এছাড়া কোলন ( : ) ও ডট ( . )-এর স্থলে বিসর্গ (ঃ) ব্যবহার বেশ লক্ষণীয়। আমাদের অবশ্যই জানা উচিত বিসর্গ (ঃ) কোনো যতিচিহ্ন নয়—এটি একটি বর্ণ। বর্ণ হিসেবে এর ব্যবহার করতে হবে। যেমন— আঃ (আহ্), উঃ (উহ্), ওঃ (ওহ্), ছিঃ (ছিহ্), বাঃ (বাহ্), হাঃ (হাহ্), দুঃখ। পদের শেষে বিসর্গ ব্যবহার হবে না। যেমন— আইনত, ন্যায়ত। বিসর্গের স্থলে কোলন ব্যবহার করা যাবে না। যেমন— দু:খ (দুঃখ), আ: (আঃ)। সংক্ষিপ্ত শব্দে ডট (.) ব্যবহার হবে। যেমন— ড. (ডক্টর), ডা. (ডাক্তার), মি. (মিস্টার), লি. (লিমিটেড)।

#বানানগুলো আসলে আমি নিজে চর্চা করার জন্যই এখানে পোস্ট করেছি। লিখতে পড়তে হয়তো কিছুটা চর্চা হবে।

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ