আজকাল মাঝরাতে প্রায়ই ঘুম ভেঙে যায়
অন্ধকারে ঝুলে থাকে হাত পা,
আর তখনই মাথার ভেতর লক্ষ কোটি ঝিঁ ঝিঁ পোকার
অসহ্য আর্তনাদ শুরু হয়ে যায়;
‘খট’ শব্দ হয় খাটের তলায়, চমকে তাকাই
শুধুই অন্ধকার !
অন্ধ এক কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাথার উপর,
সারা শরীর জুরে তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে যায়;
আলো জ্বালাই
তবু ঘরের কোথাও খুঁজে পাই না তারে,
কিন্তু শরীরময় আঁচড়ের বিষ নিয়েই
বাকি রাতটুকু যন্ত্রণায় কাটে আমার।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি দেখছি বেড়াল যন্ত্রণায় পড়েছেন ।
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
অনেক ধন্যবাদ ভাই ছাইরাছ হেলাল। হ্যাঁ ভাই, এ বেড়াল যে নড়েচড়ে, কিন্তু চোখে তো দেখি না তারে।
অলিভার
:Pondering:
বিড়ালের মালিক কে, সেটা খুঁজে বের করতে হবে আগে।
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
ধন্যবাদ ভাই অলিভার, বিড়ালটাই তো খুঁজে পেলাম না; মালিককে পাবো কোথা থেকে ? আমাদের প্রযুক্তি কি তাকে খুঁজে আনতে পারে ? অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
প্রহেলিকা
চমৎকার বর্ণনার ছটা কবিতায়, ভাল না লেগে উপায় নেই কোন।
পর পর দুটি কবিতাতেই একটা জিনিস লক্ষ্য করলাম যে একটি নির্দিষ্ট প্লট নিয়ে লেখে যাচ্ছেন যা পড়ার সাথে সাথে দৃশ্যকল্প ছোয়া যায়, পাঠের সাথে সাথে এঁক়ে ফেলা যায় আপন মনেও।
ভক্ত হয়ে গেলাম আপনার কবিতার কবি। শুভ কামনা রইল। -{@
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
অনেক ধন্যবাদ বোন প্রহেলিকা।আমি কৃতার্থ আপনার প্রশংসায়।ভালো থাকবেন।শুভ কামনা আপনার জন্যও।
স্বপ্ন নীলা
দারুন বর্ণনা আপনার কবিতায়। কবিতা কথা কয় — এখানে পাঠককে আর নতুন করে চিন্তা করতে হয় না।
শুভকামনা রইল নিরন্তর —
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
ধন্যবাদ ও অশেষ শুভেচ্ছা বোন স্বপ্ন নীলা।আপনিও ভালো থাকুন, সুখে থাকুন সর্বদা।
বনলতা সেন
আপনি কি ভুতের ভয় দেখাচ্ছেন কবিতার ছলে ?
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
অজস্র ধন্যবাদ বোন বনলতা সেন। না বোন, আমি ভয় দেখাচ্ছি না; ভয় পাচ্ছি।তবে সেটা ভূতের কিনা বলতে পারছি না।ধন্যবাদ, ভালো থাকবেন।
শুন্য শুন্যালয়
ভালো লাগলো কবিতা, মন্দ না।
মনের বেড়ালের আঁচড় সাংঘাতিক হবারই কথা।
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
অনেক ধন্যবাদ শূন্য শূন্যালয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।