
অদ্ভুত জীবনের সাক্ষী হয়ে তুমি আজো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছো।
বহতা নদীর মতো তুমি বয়ে চলো অবিরাম;
তবুও ভারবাহী স্মৃতির আঙিনায় বারবার ফিরে আসো।
প্রাচীন গ্রণ্থের মতো কখনো পড়ে থাকো বুক সেলফে।
সেখানের ধুলোবালি মুছে কখনো তোমাকে তুলে ধরি
তোমাকে পড়তে চাই জানতে চাই সৃষ্টিরহস্যে।
বহুযুগ পার হয়ে যায় ;পেরিয়ে যায় নিত্যদিনের যাপিত জীবন তুমি হেঁটে যাও আলোর মশাল নিয়ে।
আমরা তোমাকেই রচি নিত্যতায়।
চর্যার রাজপথে তুমি মহিয়ান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
জীবনের কাছে মানুষের কাছে সবুজের কাছে উন্মুক্ত হয়ে
নিজেকে সঁপেছিলে কালোরাত্রির উপাত্যকায়;
তোমার আকাশ কেঁদেছিল সেদিন কেঁদেছিল আবাল, বৃদ্ধ, বনিতার বুক।
নিকষিত তুমি আমার শ্রেষ্ঠ মানব!
পরিব্রাজকের মত তোমাকে হন্যে হয়ে খুঁজি
আমার বাংলায়।
তুমি আসো নাকো আকাশের সিঁড়ি বেয়ে সবুজ গালিচায়।
হতভাগা পাখির ডানায় শক্তির সঞ্চার ঘটাতে।
কত ঋণ থেকে যায় হাজার বছর পরে।
কী করে তোমাকে করতে পারি অস্বীকার?
হে আমার শ্রেষ্ঠ বাঙালি
শেখ মুজিবুর রহমান
২৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
বঙ্গবন্ধুকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলী।
নিয়মিত লেখুন ব্লগে,
শুভ কামনা।
শিরিন হক
ধন্যহলাম সুহৃদ।
বিনম্র শ্রদ্ধা জাতির জনকের প্রতি
সুপায়ন বড়ুয়া
“কত ঋণ থেকে যায় হাজার বছর পরে।
কী করে তোমাকে করতে পারি অস্বীকার?
হে আমার শ্রেষ্ঠ বাঙালি
শেখ মুজিবুর রহমান”
অনেক ভালো লাগলো।
মুজিব তুমি চেতনায় অবিনশ্বর
থাক অমলিন।
শত বৎসর পরে আজ
ঘুচিব রক্ত ঋন।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
শিরিন হক
ধন্যহলাম মন্তব্যে
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু,
আমরা ও লিখি সবে
যদি লিখেন দু কলম
কৃতাত্ব হই তবে।
শুভ সকাল।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
শিরিন হক
শুভ কামনা
তৌহিদ
চমৎকার লিখেছেন আপু।
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান নেতার প্রতি। মুজিববর্ষ সফল হোক এটাই কাম্য।
ভালো থাকবেন।
শিরিন হক
ধন্যহলাম সুহৃদ চমৎকার মন্তব্যে।
বিনম্র শ্রদ্ধা জাতির জনকের প্রতি
ফয়জুল মহী
শ্রদ্ধাসহকারে ভালোবাসা নিবেদন ।
শিরিন হক
বিনম্র শ্রদ্ধা মহান নেতার প্রতি
আলমগীর সরকার লিটন
অনেক মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল কবি আপু
শিরিন হক
বিনম্র শ্রদ্ধা মহান নেতার প্রতি
নিতাই বাবু
জাতির জনকের শততম জন্মবার্ষিকীতে পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বলছি, শুভ জন্মদিন, শুভ জন্মদিন।
শিরিন হক
বিনম্র শ্রদ্ধা মহান নেতার প্রতি
হালিম নজরুল
বহুযুগ পার হয়ে যায় ;পেরিয়ে যায় নিত্যদিনের যাপিত জীবন তুমি হেঁটে যাও আলোর মশাল নিয়ে।
আমরা তোমাকেই রচি নিত্যতায়।
চর্যার রাজপথে তুমি মহিয়ান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
———–চমৎকার
শিরিন হক
বিনম্র শ্রদ্ধা মহান নেতার প্রতি
প্রদীপ চক্রবর্তী
চমৎকার কাব্যকথন দিদি।
মহানায়কের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
শিরিন হক
বিনম্র শ্রদ্ধা
আরজু মুক্তা
সশ্রদ্ধ সালাম,জাতির পিতা
শিরিন হক
বিনম্র শ্রদ্ধা
সঞ্জয় মালাকার
অসাধারণ লেখা,
জাতির পিতার শততম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান নেতার প্রতি।
শুভ কামনা।
শিরিন হক
ধন্যবাদ আপনাকে বিনম্র শ্রদ্ধা