পুরুষেরা কী করে বুঝবে
অতৃপ্ত তৃপ্ততায় কতোটুকু জলের প্রয়োজন,
কতটুকু পোঁড়লে সোনা খাঁটি হয়;
মরুর বুকে কতোটুকু জল ঢেলে দিলে
ক্ষুধার্ত বালু নিশ্চিন্তে প্রহর পাড়ি দিতে পারে..
পুরুষেরা শুধু বুঝে জলের বুদবুদ শব্দের বাহুল্যতা,
জলের সাথে পাহাড়ের বাক যুদ্ধ; কিন্তু
নিরবতাও যে সময়ে অসময়ে সুখের বার্তা বহন করে
সেটাই ভুলে যায় নোনাক্ত পেশীর জোরে।
পুরুষেরা কী করে বুঝবে
ধর্ষণেরও শৈল্পিকতা আছে, অযৌক্তিক যৌক্তিক হয়
যেমন নামপুরুষ, কামপুরুষ সব, সুপুরুষের কাছে নত।
অতঃপর,
দুঃখ অলীক বা কাল্পনিক নয়, কামনা বা তৃষ্ণাই দুঃখের কারণ
কামনার নিবৃত্তি হলেই সকল দুঃখের অবসান ঘটে।
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নিবৃত্তি আমাদের চাই-ই
দুঃখের অবসানে!
দারুন লেখেন আপনি।
রুদ্র আমিন
ঠিক তাই
মনির হোসেন মমি
দারুণ কবিতা
সব কিছুরই চাহিদা থাকে শুধু রূপ ভিন্ন ভিন্ন।কষ্টের অবসানে সব কিছুইতে নিবৃত্তির বেশ প্রয়োজন।
রুদ্র আমিন
আপনাদের ভালো লাগাই যে আমার অনুপ্রেরণা
রেহানা বীথি
ভালো লাগলো কবিতা
রুদ্র আমিন
শুধু ভালো লিখলে হবে না, সমালোচনাও করতে হবে কিন্তু। শুভ জন্মাবার্ষিকী।
জিসান শা ইকরাম
নীরবতাও অনেক সময় সুখ বয়ে নিয়ে আসে,
তৃপ্ত বা অতৃপ্ততা আসলে আপেক্ষিক,
ব্যক্তি ভেদে তা ভিন্ন হয়।
নিরন্তর শুভ কামনা।
রুদ্র আমিন
ঠিক বলেছেন ভাইজান।
সাবিনা ইয়াসমিন
কামনার নিবৃত্তি করতে পারে কজন? যে পারে সে হয় মহামানব। মহামানব হতে সবাই পারেনা বিধায় এত কান্না-হাহাকার।
ভালো লাগলো পড়ে।
শুভ কামনা 🌹🌹
রুদ্র আমিন
সবাই পারে না আবার কেউ পারে না তা নয় কিন্তু, চেষ্টায় থাকলে অন্তত কিছুটা হলেও নিবারণ হবে।
আরজু মুক্তা
হায় পুরুষ!! দেবতা হতে গিয়ে অসুর হয়েছে। কামনা, লোভ লালসা তিন রতি। কে ফেলে পা বাড়াবে?
মোঃ মজিবর রহমান
জানোয়ার পুরুস খুসির বা সুখের জন্যই করেনা। তারা তার চরিত্রএর বহিপ্রকাশ ঘটায়। এমন জাবির মানিক ১০০ করল। আর পি এম আর মামা ভিসির আনন্দ বাড়ল। কারন শাস্তি না দিয়ে প্রমশন হল।
রুদ্র আমিন
তাই নাকি, বেশ……. তারা তো এমনিই হবে।
রেজওয়ান
অসাধারণ✌