কামনার নিবৃত্তি

রুদ্র আমিন ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ০২:২৩:১৬অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

পুরুষেরা কী করে বুঝবে
অতৃপ্ত তৃপ্ততায় কতোটুকু জলের প্রয়োজন,
কতটুকু পোঁড়লে সোনা খাঁটি হয়;
মরুর বুকে কতোটুকু জল ঢেলে দিলে
ক্ষুধার্ত বালু নিশ্চিন্তে প্রহর পাড়ি দিতে পারে..

পুরুষেরা শুধু বুঝে জলের বুদবুদ শব্দের বাহুল্যতা,
জলের সাথে পাহাড়ের বাক যুদ্ধ; কিন্তু
নিরবতাও যে সময়ে অসময়ে সুখের বার্তা বহন করে
সেটাই ভুলে যায় নোনাক্ত পেশীর জোরে।

পুরুষেরা কী করে বুঝবে
ধর্ষণেরও শৈল্পিকতা আছে, অযৌক্তিক যৌক্তিক হয়
যেমন নামপুরুষ, কামপুরুষ সব, সুপুরুষের কাছে নত।

অতঃপর,
দুঃখ অলীক বা কাল্পনিক নয়, কামনা বা তৃষ্ণাই দুঃখের কারণ
কামনার নিবৃত্তি হলেই সকল দুঃখের অবসান ঘটে।

৮৩৫জন ৭৬১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ