বিদীর্ণ অমানিশা রাত্রি ক্লান্ত ঘুমে আচ্ছন্ন দুটি আঁখি,
বাতানুকূল গৃহে কবিতা লেখে বিরহী।
পালামৌ ভ্রমণে বনলতা অতন্দ্র প্রহরী,
শয্যাপাশে এলিয়ে থাকা বালিশে মাথাগোঁজে সেনানী।
শতাব্দীর প্রাচীর বেয়ে ঘুমঘোরে আচ্ছন্ন বিটপী,
অভিসারের শেষে কান্নায় ভেঙ্গে পড়ে আঁখি বারি।
কাকডাকা ভোরের অভিপ্রায়ে প্রহর গুনে বনলতা,
যামিনী শেষে পত্ররন্ধ্রে ছিটিয়ে আছে শিশিরের জলকণা।
নিজ কাব্যরসে বনলতা খোঁজে মুগ্ধতা,
মেঘের বরিষণে মন্ত্রমুগ্ধ শ্রোতা।
দেবালয়ের মর্মভেদীতে উড়ছে নিশানা,
অলক্ষ্যে তাহা দেখে মোহিত হয় বনলতা।
কাননে কাননে কত ঘিরিত পুষ্প চন্দন,
সবুজ শ্যামল সমারোহে মোহিত প্রাসাদ প্রাঙ্গন।
স্নিগ্ধ বৃষ্টিতে ভেজা প্রাচীরের অজস্র বিটপী,
অভিসারের শেষে বনলতা দ্বাদশী।
কাকডাকা ভোরে পাখির কলরবে,
মুগ্ধতা বয় আজ বনলতার আঁখিপাতে।
২৫টি মন্তব্য
পর্তুলিকা
প্রতিক্ষার ভোর বনলতার আঁখিতে মুগ্ধতা নিয়ে আসায় ভালো লাগছে। অভিসার সুন্দর ভাবেই সমাপ্ত হলো।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার, অনবদ্য লেখনী। দাদা দারুন উপভোগ করলাম। এতো সুন্দর সুন্দর শব্দ ভান্ডার বনলতা তো মুগ্ধ হবেই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দিদি।
শুভেচ্ছা নিবেন।
ফয়জুল মহী
সুন্দর একটা লেখা
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা।
সুরাইয়া পারভীন
এমনি করেই যুগ যুগ ধরে
অশ্রুসিক্ত আঁখি পাতে মুগ্ধতা নিয়ে
বনলতারা বেঁচে থাকে।
দারুণ শব্দ চয়ন
চমৎকার উপস্থাপন
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভুতির ছুঁয়া কবি দা
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অনবদ্য। চমৎকার প্রকাশ — কাকডাকা ভোরে পাখির কলরবে,
মুগ্ধতা বয় আজ বনলতার আঁখিপাতে। — শুভ কামনা রইলো দাদা ।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
সাবিনা ইয়াসমিন
তোমার শব্দ ভান্ডার আর তার প্রয়োগ সব সময়েই মুগ্ধ করার মতো। চমৎকার লিখেছো প্রদীপ।
আরও লিখো, তোমার লেখনীর সম্মৃদ্ধতা কামনা করি,
🌹🌹
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
সাধুবাদ জানাই, দিদি।
সুরাইয়া নার্গিস
বাহ্ দারুন লিখছেন ছোট ভাইয়া।
চমৎকার লিখুনী, পড়ে বারবরের মতো মুগ্ধ হলাম।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি।
ছাইরাছ হেলাল
দ্বাদসীতেই বনলতার পূর্ণ পরিস্ফুটন এসেছে কবিতাটিতে।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
নিতাই বাবু
কঠিন শব্দের গাঁথুনিতে চমৎকার উপভোগ্য এক কবিতা। কবিতায় শব্দরসে আপনার বনলতা স্বার্থক হয়েছে, দাদা। শুভকামনা থাকলো।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
তৌহিদ
বনলতা বুকে পাথর চেপে সত্যিই কষ্টে আছে দেখছি। সকল কষ্ট দূর হোক এটাই কাম্য। দারুণ লিখেছেন দাদা।
শুভকামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
একদম,
সাধুবাদ,দাদা।
আরজু মুক্তা
চমৎকার লেখনিতে মুগ্ধতা রেখে গেলাম
প্রদীপ চক্রবর্তী
একদম,
সাধুবাদ,দাদা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি।