
তোমার দেয়া কষ্টের বীর্য হৃদয়ের জরায়ুতে-
বিশ্বাসের রক্ত চুষে বেড়ে উঠেছে আপন অস্তিত্বে, নিবিড় মমতায়।
উচ্ছল, কুমারী ঝর্ণার হৃদয়ে পঁচা শামুকের খোলসে আবদ্ধ প্রজাপতির রঙে রাঙানো বিবর্ণ স্বপ্ন;
গিরি নিঃস্রাব ঢেউয়ের ভাঁজে ভাঁজে মিশে যায় কলঙ্কের রক্তিম ধারা।
তুমি হারিয়ে গেছো বসন্তের পরভৃতে, অসময়ের কালবৈশাখী ঝড়ে ভঙ্গুর গ্রন্থি;
কপোলের উন্মুক্ত জমিনে কষ্টের লোনা জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে শীতের শিশির শয্যায়।
ধূসর রাতের ছায়া দীর্ঘ হতে হতে তলিয়ে যায় আঁধারের তলদেশে;
শরীরের খাঁজের সুগন্ধিতে, স্বপ্নেরা হৃদয়ের দমবন্ধ অসুখে খুন হয় রাতের অসিত অঞ্চলে।
সিঁদুরে মেঘ টগবগ করে ছুটে চলে ধূসর-কালোর গহীনে,
ঝপাৎ করে নির্বল চন্দ্রের ফাঁদে হারায় তেজস্বিনী ভানু।
ঝিনুকের মাংসলে নতুন জীবনের আলোড়ন, সমুদ্রে ফেনিল উর্মি বালুর আবক্ষে আশ্রয় খোঁজে।
হৃদয়ের সেফটিপিনে কুঁচকানো আবেগের ভাঁজ আটকে থাকে সযতনে;
তপ্ত রুপালি পর্দার ফানুসে বেদুইন বেঁচে থাকার আকুলতা খুঁজে বেড়ায়।
ছবি-গুগল
রচনাকাল- ৮ই ডিসেম্বর ২০২০
২২টি মন্তব্য
রিমি রুম্মান
হৃদয়ের সেফটিপিনে কুঁচকানো আবেগের ভাঁজ আঁটকে থাকে সযতনে… কী সুন্দর লাইনটি !
নতুন বছর ভরে থাকুক অনাবিল আনন্দে।
সুপর্ণা ফাল্গুনী
আপু অফুরন্ত ধন্যবাদ ও অভিনন্দন 🌹🌹প্রথম হবার জন্য। নতুন বছর আনন্দে, সুখে কাটুক এই প্রত্যাশা রইলো। শুভ নববর্ষ
বোরহানুল ইসলাম লিটন
অসামান্য উপমার গাঁথুনি।
সুন্দর অনুভবের ছোঁয়া পেলাম কবিতায়।
ভীষণ মুগ্ধতা ও ভালোলাগা প্রিয় কবি।
নববর্ষের আগাম শুভেচ্ছা রইল অন্তহীণ।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
আলমগীর সরকার লিটন
চমৎকার এক ভাবনার প্রকাশ তবুও প্রশান্তি বয়ে আনুক কষ্টের বীর্যপাতে তবে কিসের কষ্ট সুখ আর সুখ অনেক শুভেচ্ছা রইল কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণায় ধন্য হয়ে যাই। নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
সুপর্না আপনার লেখার মুগ্ধতায় আমি।
কি কঠিন শব্দেরে করলে লালন
যে গেঁথে যায় মলিন বর্নীল জীবন
যেথায় ব্যথা কষ্ট যাতনা সযতনে পালন
তবুও জীবন বন্ধুর খরস্রোতা বহমান।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া এ আমার পরম পাওয়া। আপনাদের আশীর্বাদ ও শুভকামনায় নিরন্তর সিক্ত হতে চাই। নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। শুভ নববর্ষ
মোঃ মজিবর রহমান
নতুনের কেতন উড়ুক। শুভেচ্ছা রইল
শামীনুল হক হীরা
কতটুকু আবেগ থাকলে এমন লেখা উপহার দেয়া যায় যা ভাষায় বোঝাতে পারবনা প্রিয়।।।জবাব নেই।শুভেচ্ছা আগামীর।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার উৎসাহ মূলক মন্তব্য সর্বদা আবেগী করে দেয়। নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ নববর্ষ
রোকসানা খন্দকার রুকু
প্রথম লাইন থেকে শেষ পর্যন্ত আর্কষণীয়, গুছানো শব্দের বাহার। এমন করে বিশ্বাসের মায়ায় আমরা ভুলভাল সবটা আঁকড়ে ধরি॥
সুন্দর কবিতা দিদিভাই।
শুভ কামনা ও নতুন বছরের শুভেচ্ছা🌹🌹❤️❤️
সুপর্ণা ফাল্গুনী
একরাশ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই আন্তরিক ভাবে 🌹🌹🌹🌹🌹। ভালোবাসা অবিরাম। নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ
আরজু মুক্তা
সেফটিনের মতো হৃদয়ের ভাঁজে থাকে। দারুণ উপমা। দারুণ কবিতা। এতো সুন্দর কেমনে লিখেন?
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
🥰🥰। ভালোবাসা নিবেন অফুরন্ত। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা সাথে থাকে তো তাই সুন্দর হয়ে যায়। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা। সুস্থ ও সুন্দর জীবনের দীর্ঘায়ু কামনা করছি
তৌহিদ
অসম্ভব সুন্দর একটি লেখা পড়লাম। সমাজে নারীরা লোলুপ পুরুষদের কামনা বাসনার পণ্য হিসেবেই ব্যবহৃত হচ্ছে এখনো। অথচ কত স্বপ্ন অদেখাই রয়ে যায় ভাঙ্গা হৃদয়ে।
নতুন বছর নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি। আপনাকেও শুভেচ্ছা দি ভাই।
হ্যাপি নিউ ইয়ার।
সুপর্ণা ফাল্গুনী
🥰🥰। নতুন বছর অনাবিল সুখ, শান্তি, আনন্দ নিয়ে আসুক অফুরন্ত। হ্যাপি নিউ ইয়ার ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন অবিরত শুভ কামনা
ছাইরাছ হেলাল
শীতের পরেই সুগন্ধের বসন্ত, এই তো এলো বলে সেফটিপিন খুলে,
একটু অপেক্ষা মাত্র!
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন অনুপ্রেরণা মূলক মন্তব্য। অনেক দিন পর আপনাকে পেলাম। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
খাদিজাতুল কুবরা
হয়তো ভেতরে ভেতরে সবাই বেদুঈন। বেদুঈন হয়েই বাঁচতে হয়। আবেগগুলোক সেফটিপিনে গেঁথে হৃদয়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখাই বোধ হয় জীবনের সার্থকতা।
খুব সুন্দর কবিতা!
প্রাণ জুড়ানো আবহ সৃষ্টি হয় পাঠে
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্য সর্বদাই মনোমুগ্ধকর, অনুপ্রেরণা দায়ক। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। 🌹🌹 নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
খাদিজাতুল কুবরা
শুভসকাল দিদি ভাই