
করোনা তোমাকে স্যালুট জানাই
কারণ বিশেষ বিশেষ জায়গায় ছাড়া,
খেটে খাওয়া মানুষে যত সব আক্রমন কর;
বিশেষ জায়গায় কবে ধরবা করোনা?
নাকি তুমি আতঙ্কের খেলার পুতুল
যে ভাবে নাচাচ্ছো ঠিক আমরা
নাচচ্ছি অথচ বিশেষ বিশেষ জায়গায়
দিব্য সুস্থ স্ববল আনন্দমুখর ভাবে
বিদ্বেষের গন্ধ ছড়াচ্ছে; নাকি তুমি
করোনা নামের বিশ্ব যুদ্ধের অদৃশ্য গোলাবারুদ
কিংবা ভ্যাইরাস নামের ষড়ন্ত্রকারীর
আগাম মৃত্যুর কুরে কুরে খাওয়ার
জন্যে করোনা নামের চিন্তা।
০১ মাঘ ১৪২৮, ১৫ জানুয়ারি ২২
৮টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
বুঝা মুশকির কবি দা
আসলে করোনা কি!
সুন্দর অনুভবের ব্যক্ততা।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর বলার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
দীপার ডায়েরি
তবে কি করোনাও শোষণকারী সমাজপতিদের মতো
বেছে বেছে খেটে খাওয়া মানুষের বুকের থাবা বসাচ্ছে
আলমগীর সরকার লিটন
জি মনে হচ্ছে তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——-
মনির হোসেন মমি
বহুরূপী করোনার দিক বুঝা মুশকিল।
ভাল লাগল কবি।
আলমগীর সরকার লিটন
জি কবি মমি দা
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
হালিমা আক্তার
করোনা যেন অলিখিত বিশ্ব যুদ্ধ। একদিকে করোনা অপরদিকে সারা বিশ্ব। করোনার মর্জি বোঝা দায়। জানি না এর থেকে কবে মুক্তি ঘটবে। খুব সুন্দর লিখেছেন।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিম আপু
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–