কথোপকথন-০৩

রুমন আশরাফ ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:০৭:০১অপরাহ্ন রম্য ২৩ মন্তব্য

– ভাই ফেইসবুকে এতো বেশী লেখেন ক্যান?
– কই আমিতো লেখি না। টাইপ করি। টাইপ কইরা পোস্ট করি।
– ঐ একই কথা।
– কথা এক হইলো ক্যামনে? লেখতে গেলে তো কাগজ কলম লাগে। আর এখানে করতে হয় টাইপ।
– আচ্ছা বুঝলাম। তা আপনার এসব আজাইরা পোস্ট কে পড়ে?
– এই যে আপনে পড়েন।
– আমি পড়ি এইডা আপনেরে কে কইলো?
– কেউ কয় নাই কিন্তু আমি জানি। না পড়লে তো আর এসব ব্যাপারে জিগাইতেন না। পড়েন বইলাই তো “আজাইরা” বিশেষণটা দিতে পারলেন।
– আপনেরে নক করাটাই ভুল হইছে। আপনের সাথে কথা বলাটাই অবান্তর।
– কথা বলতাছেন কই? চ্যাটিং করতাছেন। তবে আপনে চাইলে আমি আপনে ভয়েস কিংবা ভিডিও কলে কথা কইতে পারি।
– আমার এতো শখ নাই ভয়েস কিংবা ভিডিও কলে কথা বলার।
– আমারও শখ নাই এমনে টাইপ কইরা চ্যাট করার।
– তাইলে আপনে ভাগেন।
– নক করলেন আপনে। আমি ভাগমু ক্যান? আপনে ভাগেন। আমিতো আমার মতো আমার জায়গায় আছিলাম। আপনে নক কইরা আইছেন আমার কাছে। ভাগলে আপনে ভাগেন।
– গেলাম। আর কোনদিন আপনেরে নক করমু না।
– কোনোদিন নক না করলে কোনোরাতে নক দিতে পারেন ইচ্ছা করলে। আমি রাইতেই বেশী ফ্রি থাকি।

(অতঃপর তিনি প্রস্থান করিলেন। আমিও আমার মতো নিজের ওয়ালে চিকা মারিতে থাকিলাম।)

১০২৬জন ৯১৬জন

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ