পাগলার এক বন্ধুর বাসায় দাওয়াত ছিল ঢাকার বাইরে। পাগলা ব্যাস্ততার কারনে যেতে পারে নাই। দাওয়াতের দিন সকালে সেই বন্ধু পাগলারে ফোন দিছে। পাগলা ও তার বন্ধুর মাঝে কথপোকথনঃ
পাগলাঃ হ্যালো
বন্ধুঃ কিরে কই
পাগলাঃ বাসায়
বন্ধুঃ আসলি না
পাগলাঃ নারে দোস্ত, গত কাল অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাসায় ফিরছি। তাই আসতে পারলাম না, সরি দোস্ত
বন্ধুঃ আমি জানতাম এমনই হবে, আমাদের তো আর বেশি টাকা-পয়সা নাই, আমরা ষ্ট্যাটাস মেন্টেইন করতে পারিনা। তুই আমার প্রোগ্রামে আসবি কেমনে। ঠিক আছে
পাগলাঃ … … (বাক রুদ্ধ)
(পাগলা স্পীকার হয়ে গেল)
১২টি মন্তব্য
খসড়া
পাগ্লা কি পাগ্লাগারদের চৌকিদার? 🙂
মানিক পাগলা
না ভাই পাগলা চৌকিদার না, পাগলার শিফটিং ডিউটি থাকে।
মা মাটি দেশ
:Yes-Sir:
মানিক পাগলা
:p
মোঃ মজিবর রহমান
হাওয়ায় মন দুলায়ে পাগ্লামী ভালই লাগে হাসুন
মানিক পাগলা
হ্যা ভাই পাগলামী ভালই লাগে। তাই তো আমি স্ব-ঘোষিত পাগলা। 😛
শুন্য শুন্যালয়
কি আর করার, এতো যেনতেন পাগলা নয় …বন্ধুরা আপন হলে একটু বেশিই এক্সপেক্ট করে।।
মানিক পাগলা
হুম সেটাই তো বিপদ।
জিসান শা ইকরাম
কি আর করা , ব্যাপারনা ।
মানিক পাগলা
হুম কিছুই করার নাই।
প্রহেলিকা
না না ভাবনার কিছু নেই এমন সবাই বলে আসলে।
মানিক পাগলা
হুম, হয়তো সুযোগ পেলে আমিও কাউকে বলবো।