কথকতা::::

বন্যা লিপি ২৭ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:৫৫:৪৩অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

স্বচ্ছ কাঁচের বোতলে ছিপি আটকে রেখেছি কিছু চিন্তা নামক বীজ।

কিছু সাদা কাগজের বুকে, কালো অক্ষরের রোজ নামচা………

কিছু ভালো মানুষীপনা, দেখেছি যত ঘাপটি মেরে থাকা কদর্যপনা, যখন তখন বেয়ারাপনায় ঔদ্ধ্যত্য প্রকাশের হম্বি তম্বি……

আস্ফালনে চেঁচিয়ে জানান দিতে উদগ্রীব উন্মূখ!!!

হাতে ধরে অপেক্ষায় আছি প্রহরের পর প্রহর…… নিশ্চল পাথরের মতো জগদ্দল হয়ে।

আকাশচুম্বি বাড়বাড়ন্তপনায় আপত্তি থেকে যায়। আকন্ঠ বিতৃষ্ণায়, সফলতা চোখ মেললেই অবধারিত নিঃক্ষেপিত………!!!!

সহ্যের আরেক নাম ভালোমানুষিপনা নয়,

বোঝার মতো বোধ এর অভাব মাত্র———

বোধ আর ব্যাধী—-,অভাব আর নিরাময় হীনতা —-পারস্পরিক সহোদর হলেই জঞ্জাল।।

বদ অভ্যাস গুলো অভ্যাসে হাঁটাহাঁটি করে নিরন্তর!!

জঞ্জালের আবরনে লুকানো কাব্যের মূল্যায়ন, বড়ই হতদরিদ্র—–।

কিছু জমা রেখেছি পুরোনো কালো বর্ন সাদা কাগজের —-

সময় এলেই ভাসাবো জনসমুদ্রে…….।

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ