অস্থির ভাবনায়___
অতিবাহিত হল অনেকগুলো দিন
দক্ষতার সাথে চিত্রায়িত সব ধ্বংসযজ্ঞ
অল্পতেই খুশী নিরীহ নিরপরাধ জনগন,
ঘরের বাইরে আসে দায়ে, ক্ষুদার দায়
কেউ ফিরেনা, কেউবা ফিরে যায়
দু’মুঠো অন্নের সন্ধানে আসা মানুষজন।
খুঁজে ফিরি___
জ্বলে পুড়ে অঙ্গার হওয়া মানুষটি
আমারই ভাই, বোন কিংবা কোন আত্মীয় কি_?
নাহ্, স্বস্তির নিঃশ্বাস ফেলি স্বার্থপর আমি
ক্ষণস্থায়ী শান্ত হয় অশান্ত অস্থির মনটি।
পরক্ষনেই___
একরাশ শূন্যতার জোয়ারে ভাসি
ক্রোধের আগুনে জ্বলি, গোঙাই
সবাই যে আমারই বোন কিংবা ভাই
অশ্রু জলে ডুবে ব্যথায় কোঁকড়াই
কালের সাক্ষী নিরপরাধ বৃক্ষের কথাও ভাবি
মানচিত্রের অন্য প্রান্তের এই আমি।
১২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
অস্থির একটা সময় পার করছি আমরা সবাই ..
সব ঠিক হয়ে যাবে, প্রতিদিন এই আশাটুকু নিয়েই আছি..
রিমি রুম্মান
সব ঠিক হয়ে যাক, আমার দেশের মানুষগুলো ভাল থাকুক।
তন্দ্রা
অনেক সাধনার পর পেলাম স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যখন,
একদিন ফুর ফুরে মেজাজে স্বাস নিতে পারব ইনশাল্লালা।
রিমি রুম্মান
আমি আশাবাদী… ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
খুব সুন্দর লিখেছেন
প্রতিটি বিবেকবান মানুষ এমনই ভাবেন ।
শুভকামনা —
রিমি রুম্মান
ধন্যবাদ ভাইয়া, ভাল থাকুন সবসময়।
স্বপ্ন
ভালো লিখেছেন (y)
রিমি রুম্মান
ভাল থাকবেন। -{@
নীলকন্ঠ জয়
অসাধারণ লেখনি।
অস্থির সময় পার করে আমরা সত্যিকারের স্বস্তির নিঃশ্বাস ফেলবো একদিন নিশ্চয়ই।।
রিমি রুম্মান
উৎসাহিত হই এমন মন্তব্যে … পাশে থাকার জন্য -{@
মা মাটি দেশ
you are over me (y) fine
রিমি রুম্মান
-{@