
প্রবল দাপুটে শীত, সুস্থ-শান্ত হয়ে
গৃহস্থালি নিপুণতায় জাঁকিয়ে বসেছে,
বসবে আরও আরও;
হৃৎপিণ্ডে জড়িয়ে থাকা স্ফীত উত্তুরে হিমালয়-হিম
হা হা হি হি স্বরে উথাল-পাতাল শিহরণে অনায়াস উৎসবে;
মেলে ধরা আধো রৌদ্রের পুরনো শয্যা ছুঁড়ে ফ্যালে
উদ্দামতার রুদ্ধদ্বারে;
আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে/যাচ্ছে
এস্কিমোদের দেশে,
শুইয়ে দেবে/রাখবে বরফ ঘরে ফারের কোটে জড়িয়ে,
শীত-শরীরের ইন্দ্রজালে, সুনিপুণ কৌশলে ;
নিঃসঙ্গ নিঃসঙ্গ ভাব নিয়ে ভাবি,
এক ঝটকায় হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে গেলে কেমন হয়!
অথবা চাইতে পারি, এক মুঠো আগুনে-উষ্ণতা
নিভৃত-বুকে পুষে রেখেছে অনেক-অনেক কাল;
৩০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক হীম- শীতল শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
আপনাকেও হীমি শুভেচ্ছা, এই মধ্য সকালে।
তৌহিদ
যেভাবে শীত এলো হঠাৎ করে তাতে লেপ কম্বলের তলে নিজেকে এস্কিমোইই মনে হচ্ছে মহারাজ। আপনার কি অবস্থা?
দিনে গরম রাতে শীত?
ছাইরাছ হেলাল
এদিকটায় ও শীত হুট করেই জেঁকে বসেছে, তবে তেমন কঠিন কিছু না।
দিনেও ঠাণ্ডা বাতাস আছে।
লেপ/কম্বল উষ্ণতা নিয়ে নিরাপদ-নিরাপত্তায় থাকুন!
সঞ্জয় মালাকার
অনেক অনেক হিমেল শীত, শীতের শুভেচছা দাদা।
ছাইরাছ হেলাল
আপনাকেও শীতি শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা সন্ধ্যা কালীন শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা।
ইসিয়াক
হিমশীতল শুভেচ্ছা রইলো ভাইয়া ।
শুভসকাল
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
নুরহোসেন
শীত শুভেচ্ছা!
বেড়াতে এসে শীতের জোরে বিপাকে পড়েছি-
কবিতায় আরো বেড়ে গেলো
এখন কাঁপছি।
ছাইরাছ হেলাল
ব্যাপার না, আগুন লন!
নুরহোসেন
তামাকের আগুনে শীত যায় না,
ইটের ভাটার দরকার;
দুঃখের ব্যাপার আশেপাশে কোন ইটের ভাটা নেই।
ছাইরাছ হেলাল
ইটভাটার আগুন দেখেছেন!
ভয় পাবেন শিউর।
কামাল উদ্দিন
এস্কিমোরা বরফ ঠান্ডা ঘরে থেকেই ঠান্ডা থেকে বাঁচে সত্যিই অবাক লাগে। শীতের সময়ে শীত হলেই ভালো লাগে………শীত কবিতায় ভালোলাগা।
ছাইরাছ হেলাল
চুলো নিয়ে থাকেন মনে হয়!
এই দিন দিন না। শীত ভালই লাগে।
আল্লাহই জানে এস্কিমোরা কেমনে বাঁচে!
কামাল উদ্দিন
চুলো নিয়ে কতটা সময় থাকা যায় ভাই, পেটের ধান্ধায় তো বের হতেই হয়। তবু শীত বৃষ্টি এসবকে আমি উপভোগ করি। গরমটা বড্ড খারাপ লাগে।
ছাইরাছ হেলাল
তা অবশ্য ঠিক, আসুক শীত আসুক বৃষ্টি।
সুরাইয়া পারভিন
এতো দিন শুধু শীত ছিলো
এবার গুষ্টি শুদ্ধ এসেছে গো। আঙ্গুল গুলো জমিয়ে গেছে,,, কমেন্ট লিখতে পারছি না
চমৎকার উপস্থাপন
ছাইরাছ হেলাল
ধুপ করে জাঁকিয়ে বসেছে! লিখতে আপনাকে হবেই, আমরা পড়ছি তো নিয়ম করে।
অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
এক ঝটকায় হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়াই ভালো,
উষ্ণতা যে সে দেবে এমন কোনো নিশ্চয়তা নেই,
দূরে থাকাই নিরাপদ।
ছাইরাছ হেলাল
দূরে আর থাকতে পারছি কৈ! ঝটকা মারা খুব কঠিন কাজ।
উষ্ণতার স্বাদ কে না পেতে চায়! যদিও তা পাওয়া যায়-ই না।
মোঃ মজিবর রহমান
এস্কিমদের কঠিন সময় পার করছে। আল্লাহ তাদের সহায় হও
ছাইরাছ হেলাল
অবশ্যই আল্লাহ সহায়।
সাবিনা ইয়াসমিন
আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে/যাচ্ছে
এস্কিমোদের দেশে,
শুইয়ে দেবে/রাখবে বরফ ঘরে ফারের কোটে জড়িয়ে,
শীত-শরীরের ইন্দ্রজালে, সুনিপুণ কৌশলে ;…..
এই লাইনগুলো আমাকে অন্য এক ভাবনার জগতে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে জোর কেউ আমায় সত্যিই নিয়ে যেতে চাচ্ছে চিরকালিন এক হীম গুহায়। আমার ইচ্ছা/ অনিচ্ছার তোয়াক্কা না করে, শুইয়ে দিবে বরফের বিছানায়, আমি চাইলেও সে আমাকে নিস্তার দিবে না। মৃত্যুর চাইতে শীতল হাত কি অন্য কিছুর থাকে মহারাজ? সেই হাত যাকে ধরে, সেকি আসলেই নিজেকে ছাড়াতে পারে? জানি না কেন লেখাটি পড়ে আমার এসবই মনে হচ্ছে। মনেহয় শীত আমাকে ভালোভাবেই কাবু করতে পেরেছে। 🙇🙇
ছাইরাছ হেলাল
এ জন্য, হ্যা, এ জন্য-ই আপনাকে কবিতা-জ্বি বলি।
এ মন্তব্যের উত্তর দিতে তো পোস্ট দিতে হবে, এখন সে লেখায় যেতে চাচ্ছি না।
দেখি, গিফট খুঁজি!
শাহরিন
হে ভাই, এবার মাফ করেন। এমনিতেই ঠান্ডা আর উনি আরো ঠান্ডার কবিতা লেখা শুরু করেছেন।
ছাইরাছ হেলাল
আমার কী দুষ!
আপনি ঠান্ডাকে একটু ভাল করে বকে দিলেই তো সব ল্যাঠা চুকে যায়! জলদি!
আরজু মুক্তা
এই হিম ঠাণ্ডায় রাস্তার ছেলেগুলোর কথা ভাবি। ওরা কীভাবে থাকে?
ছাইরাছ হেলাল
প্রকৃতির বিপক্ষে কিছুই করা নেই তাদের,
শুধু আমাদের সহানুভূতিটুকু শুধু দরকার।