এসো আমাদের গাঁ
ভরে দিবো আদরঁ-সোহাগে
খেতে দেবো লাল গরম চা।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
নিয়ে যাবো দূর তেপান্তর
ঝিঁলের জলে ভেসে তুলে নেবো শাপলা শালুখ যা।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
দু’জনে দু’বাহু বাড়িয়ে রেল লাইন ধরে
হেটে যাবো গা ধূলিয়ে যেথায় মন ছুটে যায়।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
নিজেকে জানতে ধূলি আর কাদা মাটি দেহে
রাখালিয়া কৃষকের বাংলার চিরচেনা শষ্য উৎপাদনের ভীরে।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
শীতের হরেক রকম গরম পিঠায়
বসন্তের বাসন্তী রাঙ্গায় বৈশাখী ঝড়ো হাওয়ায়।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
কঠিন পাথূরে শহরের কঠিন মনটাকে
বর্ষায় বৃষ্টিতে একটু শীতল করা।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
হেমন্তের হৈমন্তী বধূর অক্লান্ত পরিশ্রমে ফসলে,
ঘরে ঘরে নবান্নের উৎসবের ছোয়াঁ।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
বিশ্ববাসী কয় অতিথি আপ্যায়নে ব্যাস্ত
গ্রামের দূরন্ত কিশোর,বৃদ্ধটি।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
মাটির মমতায় মায়ের স্নেহে বাবার আদরে
করিব সমাদর মন যাহা চায়।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
তোমার জন্য রেখে দিবো পাগলা বাবা মাজারের
উৎসবের পবিত্র তবারক খানা।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
আকা বাকা মেঠো পথ ধরে নিয়ে যাবো তোমায়
রাতের যাত্রা কিংবা পালা গানের আড্ডায়।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
মসজিদ মন্দির কিংবা গির্জায় ধর্মের বিবেদে নয়,
মানুষের ভালবাসায় হই
ধর্মীয় উৎসবে একাকার।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
কুমাড় পাড়ায় হরেক রকম মাটির পশরায়
কি নিবীর ভালবাসায় মন ছুটে বেড়ায়।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
মন যখন বিসন্ন রয় চলে এসো ভরে দেবো মন
রাখালিয়ার বাশুরীর সূরে,
লালন কিংবা পল্লী আর ভাটিয়ালী গানে গানে।
যখন ইচ্ছে হয়
এসো আমাদের গাঁ
তুলির টানে একেঁ দিবো তোমার হৃদয়ে
বাংলার বৈচিত্রময় অজো পাড়া-গাঁ।
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি এখনও শেকড়ের টান অনুভব করছেন দেখে ভাল লাগে ।
মা মাটি দেশ
শেকড় ছাড়া গাছ বাচতে পারে না ভাইয়া তেমনি মানুষ।ধন্যবাদ -{@ (y) আমাদের প্রথম পরিচয় আমরা কৃষক আর পল্লী মায়ের সন্তান।
আমীন পরবাসী
আমি যাব তোমাদের গাঁয় ,
যাব পাদুকাহীন নগ্ন পাঁয়
মেঠো পথে হাঁটব ভোর বেলায়,
বাশুরীর সুরে মাতব খেলায়।
\|/ \|/
মা মাটি দেশ
অবশ্যই সূ-স্বাগত -{@ (y) গ্রামীন পরিবেশ এক ভিন্ন জগৎ -{@
আফ্রি আয়েশা
এতো আন্তরিক আমন্ত্রণ আর চমৎকার বর্ননা গাঁয়ের , যেতে ইচ্ছে করছে 🙂
মা মাটি দেশ
গ্রামের মেঠো পথে হাওয়ায় চলার আনন্দই অন্যরকম অবশ্য আমার গ্রাম আর এখন নেই হয়ে গেছে আধা শহর। -{@ (y)
শুন্য শুন্যালয়
লোভ তো ভালোই দেখাচ্ছেন ভাইয়া, যদি ইচ্ছে হলেই যাওয়া যেতো 🙁
মা মাটি দেশ
সমস্যা নেই আমরা বাঙ্গালী অতিথী আপ্যায়নে বিশ্বে নাম আছে এসে পড়ুন সব আপনার ইচ্ছে। -{@ (y)
আদিব আদ্নান
আপনার নিকের স্বার্থকতা খুঁজে পাচ্ছি লেখাটিতে ।
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া আমি সব সময় কথা বলি মা মাটি দেশকে নিয়ে কারন এখানেই আমাদের অস্হিত্ত্ব। -{@
বনলতা সেন
মাটি সংলগ্নতা দেখে ভাল লাগল ।
মা মাটি দেশ
মাটি দিয়ে গড়া মোরা মাটিতেই মিশি তাই মাটির কথা বলি -{@ (y) ধন্যবাদ।
খসড়া
এস হে বন্ধু এসো হে আমার ফুল কাননে
আমি গাঁথিব মালা যতনে তোমার জন্য।
মা মাটি দেশ
ধন্যবাদ আমি গাথিবঁ মালা যতনে -{@ (y)
নীহারিকা
দাওয়াত পেলাম, চলে আসবো যে কোন দিন 🙂
মা মাটি দেশ
অবশ্যই ওয়েলকাম -{@ (y)
লীলাবতী
অনেক অনেক ভালো লিখেছেন ভাইয়া ।
তৌহিদ
আমার বাসায় নেমন্তন্ন রইলো ভাই।