এলো মেলো জীবন

মনির হোসেন মমি ১৬ জুলাই ২০১৪, বুধবার, ১০:২৬:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১২ মন্তব্য

এলো মেলো জীবন আমার
গভীর রাত জাগা দু’নয়নে ভাসে
ভোরের শিশিঁরে ন্যায় উজ্জ্বল স্বপ্নগুলো
দিনের আলোর রস্মিতে হয় ভস্মিভূত।

জম্মিনি আমি মূখে সোনার চামচ নিয়ে
যেন পিতৃ গৃহে না চাইতেই হবে স্বপ্নপূরণ
মাটির ভক্ষনে আগাছার ন্যায় বেড়ে উঠা
এ জীবন শুণ্যতার মরুভূমি।

এলো মেলো জীবন আমার
পরিবারে সদস্য সংখ্যায় আমিই প্রথম
বাঙ্গালী সমাজ সংসারে খেটে খেটে যার মরন
সবই দিলাম উজার করে তবুও যেন আমিই অপরাধী।

মা বলো ভাই বলো
বন্ধু বলো সহধর্মীনি বলো
কেউ নেই আমার অসহায়ত্ত্বের পাশে
বিধাতাও যেন বিমূখ হন বিপদে নেই কেউ সাথে।

এলো মেলো জীবন আমার
যখন কাটেনি শৈশব-কৈশরের অনুভূতি
তখনও আমি কর্মের দুয়ারে কড়া নাড়ি
শিক্ষার আলোও পড়েনি অতো সহজে।

সংগ্রামী শিক্ষায় অর্জন
কেবল কিছু কাগজের টুকরোর সনদ
যা এ সমাজের কর্মে অভিজ্ঞ শিকলে অকেজু
অর্থ-মামার জোরে কর্মের বাজারে আমি বড় অসহায়।

ছবি:মমি

১০৩৫জন ১০৩১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ