এটি কোন ওয়েস্টার্ন মুভির স্থির চিত্র নয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের প্রকাশ্যে ফাঁসী। সর্বস্তরের জনগনের সামনে এই অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নারী বলে সামান্য সহানুভূতি এদের প্রতি দেখানো হয়নি। খুবই সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মধ্যে বিশেষ আদালত এদের শাস্তি প্রদান করেন। এরপর ফাঁসীতে ঝুলিয়ে দেয়া। এই নারীরা একটি কন্সেন্ট্রেশন ক্যাম্পের গার্ড ছিল।

বিশেষ আদালতে যুদ্ধাপরাধী নারীদের বিচার হচ্ছে।


আজ যারা মানবতা দেখাচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে চিৎকার করছে, তারা নিজেদের উপর অপরাধের সময়ে মানবাধিকার দেখেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী মানুষ হত্যা করেছে বলে যুদ্ধাপরাধীদের বিচার এভাবে করা হয়েছে। আর আমাদের দেশে ১৯৭১ সনে পাকিস্থানী সৈন্য এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর,আলসামস রা কি কুকুর মেরেছিলো যে তাদের বিচারে মানবাধিকার লঙ্ঘন হবে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধী বিচারে যে বিশেষ আদালত গঠন করা হয়েছিলো, সেই আদালতের আইন সংগ্রহ করে, তার আলোকে আমাদের দেশের যুদ্ধাপরাধীদের বিচার করা হোক।

সুত্রঃ
১। The Backstories of the Female SS Camp Guards

২। Female Nazi war criminals.

৩। Stutthof concentration camp

৪। Biskupia Gorka executions – 14 – Barkmann, Paradies, Becker, Klaff, Steinhoff (left to right)

৬২২জন ৬২২জন

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ