
বাজ-পড়া তালগাছ ঠায় দাঁড়িয়ে, স্থাণু,
সাধ ছিল, ছিল স্বপ্ন, বিশ্রাম-পথিক ছিল,
ছিল বাবুইদের ঘরদোর;
এখন শুধুই মৃত্যুর তারিখ খোদিত হয়ে আছে,
জন্ম! কেউ জানে না, জানি না, জানবে-ও না;
ভেকধারী কেউ বলতেই পারে,
জানি কিন্তু বলবো না!!
ছিঁড়ে যাওয়া বোতাম কেউ খোঁজে-না,
জেগে থাকা রাতে-চোখ কেউ দেখে-না
সেখানে লুকিয়ে থাকে/আছে অজস্র-দীর্ঘ-রাত,
অদৃশ্যের শূন্যস্থান শূন্যে-ই নির্বাসিত,
অদৃশ্যের আয়নার মত।
বাজ খাওয়া তাল গাছ,এই তো এখানে,
ঐ তো ঐখানে, ছিল-ও, সে-তো কোন এক কালে;
এখানে ওখানে সেখানে।
ছবি নেটের।
১৬টি মন্তব্য
আরজু মুক্তা
মৃত্যু এখন কড়া নাড়ে দুয়ারে। পালাবার উপায় নাই।অমোঘ নিষ্টুর বিধান।
ছাইরাছ হেলাল
উহ্, আসলে সব কিছুই হারিয়ে যায়, কেউ কিছু মনে রাখে না,
এটি বলতে চেয়েছি।
পড়ায় মন……………???????
ধন্যবাদ।
পপি তালুকদার
“ছিঁড়ে যাওয়া বোতাম কেউ খোঁজে -না”
এযেন চরম সত্য কথা। যার প্রয়োজন ফুরিয়ে যায় তা আমরা খোঁজ রাখিনা।কারো অনিদ্রার কারন খোঁজ রাখা টা আমাদের কাছে অহেতুক।
শুভ রাত্রি।
ছাইরাছ হেলাল
সময় হৃদয়হীন ভাবে সব কিছু হজম করে ফেলে, খুঁজলেও জানা যায় না,
তখন উত্তর এখানে ওখানে সেখানে।
আপনি সব সময় মন দিয়েই পড়েন।
ধন্যবাদ।
হালিমা আক্তার
আজ আর প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কারো খোঁজ রাখেনা।
জীবন হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক। শুভকামনা ,ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
একদম ঠিক বলেছেন, বিস্মৃতি ই সত্য, আর কিছু না।
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
তাল গাছের ছবি দেখলে আমি ইমোশনাল হয়ে পড়ি। আর সব যাইহোক একটা তালগাছের মালিক হতে আমি শত শত গাছ কেটে ফেলতে রাজী।
কেন এমন চাই? কেন তালগাছ-ই আমার চাই?
জানি, কিন্তু বলবো না
ছাইরাছ হেলাল
তালগাছের আড়াই হাত থাকে, তারপর ও তাল রস খুব উপাদেও, তাল পিঠাও।
উঁচা বস্তু আমাদের সবার আগ্রহ, কচুগাছ কাটুন অসুবিধা নেই।
হ্যা, সব বলা ও ঠিক-না, সব সময়।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
এখানে রাত ফুরোলে সন্ধ্যা নামে
এখানে দিন ফুরোনোর গল্প গেঁথে থাকে রাতের দেয়ালে,
জেগে থাকা লোলুপ দৃষ্টি আমুল বিদ্ধ হয় রাত্রির বুক চিরে,
অন্ধকার, গাঢ় অন্ধকার গিলে খায় আধাঁরের ফাঁকিজুঁকি,
কৃষ্ণ গহবরের পেট ফুঁড়ে ফুঁসে উঠে লাম্পট্যর ফণা
অদৃশ্য হতে হতে হাতড়ে খোঁজে নিশ্চিত শিকার,
এখানের সময়টা এখানেই বিভাজিত
তার ফেরা হয় না কোথাও,
রাত্রির লকাপে বন্দী হয় আঁধারের যাত্রী …।
ছাইরাছ হেলাল
কোথার মন্তব্য কোথায় দেয়!! জানি কিন্তু বলবো না।
তবে ক্লান্তি বলে কথা রোজ রোজ কাঁহাতক আর পারা যায়।
যদিও আর-ও কম করে হলেও কুড়ি দেড়েক লেখা আসতে পারে!!
গরম এড়িয়ে চলুন, ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
ছিঁড়ে যাওয়া বোতাম কেউ খোঁজে-না,
জেগে থাকা রাতে-চোখ কেউ দেখে-না
সেখানে লুকিয়ে থাকে/আছে অজস্র-দীর্ঘ-রাত,
অদৃশ্যের শূন্যস্থান শূন্যে-ই নির্বাসিত,
অদৃশ্যের আয়নার মত।
সবকিছুতে মনে হয় যেন অদৃশ্যের হাতছানি থেকে থাকে! কেবল প্রয়োজনে প্রিয়জন! কিন্তু প্রয়োজন শেষে কেউ নেই।
.
যথার্থ বহিঃপ্রকাশ, দাদা।
ছাইরাছ হেলাল
সময় ফিরে তাকানোর জন্য দাঁড়ায় না।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
যখন কেউ চলে যায়, কোন কিছু হারিয়ে যায় আমরা দুদিন তারজন্য আক্ষেপ করি, কষ্ট পাই তারপর আবার স্বাভাবিক ভাবেই চলতে থাকি। এটাই মনুষ্য ধর্ম তানা হলে মানুষ বাঁচতে পারতো না ভুলে যেতে না পারলে। মনের ক্ষতটায় যতই প্রলেপ পরুক কষ্ট রয়েই যায় গহীন কোণে।
ভালো থাকুন সুস্থ থাকুন অফুরন্ত শুভকামনা
ছাইরাছ হেলাল
একটি ক্ষত আমাদের বয়ে বেড়াতেই হয় গহীনে।
আপনি ভাল থাকুন, সাবধানেও থাকুন।
তৌহিদুল ইসলাম
তালগাছের উপমায় যেন নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমাদের আশেপাশে থাকা সকলের পরম যত্ন প্রয়োজন। মানুষ মাত্রেই ভালোবাসা চায় একটুখানি যত্ন চায়। দিনশেষে আমাদের হা হুতাশ করতে হয় এর জন্যই।
শুভকামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
দিন শেষের হিশেব বড়ই কঠিন, শুধুই একাকীত্ব নিঃশব্দের।
পড়ার জন্য ধন্যবাদ, ভাল থাকবেন ভাই।