
অচেনা আবেগের সমুদ্রে ভাসছি অবিরত,
কষ্টের বিশাল ঢেউয়ে মন মিশে একাকার।
স্মৃতিগুলোও আজ নীল তিমির পেটে,
হাঙ্গরের গ্রাসে স্বপ্নগুলোও ভেঙ্গে চুরমার।
দুঃখের পাহাড়ে হয়তো ঠেকে যাবে দেহ!
কোথায় আছে সেই এক বিন্দু ভালবাসা?
যার রশ্মির ঝলকে নীরব হয়ে যাবে সব,
ফিরে পাব চেনা সেই পুরোনো রূপ।
৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার কবিতা। আপনার কাঙ্খিত ভালোবাসা ধরা দিক শুভকামনা রইলো অফুরন্ত।
আরজু মুক্তা
সেই ভালোবাসার বড় অভাব
কামাল উদ্দিন
মানুষের মাঝে খাটি হীরা পাওয়াটা সত্যিই কঠিন, আপনি তো নামে হীরা আশা করছি কামেও……..শুভ কামনা সব সময়।
রেজওয়ানা কবির
শীঘ্রই খুজে পান আপনার সেই ভালোবাসা এই কামনায়।
মনির হোসেন মমি
এতো ছোট কবিতায় খুজেঁ পাবেনতো ভাইয়া।পেলে জানাবেন।ভাগ চাইব।