শহরে তখনও বৃষ্টির রেশ কাটেনি- তবুও আকাশ তাঁর
নীলের সবকটি উপমা অনুভব করে যাচ্ছে দূর অস্পর্শে।
মাটির কাছাকাছি তুমি আজ প্রান্তিক উপমার নীল কৃষাণী;
উৎপাদিত উপমা নায্য চোখের মূল্য পায় না- এখন
নিরব অনশনে আদান প্রদান বন্ধ হয়ে গেছে
নাকি স্বল্প মধ্যস্বত্বভোগী প্রযুক্তির একঘেঁয়েমির খরতাপে।
এক মধ্যবিত্ত ভোক্তা ন্যায্য চোখে আজো উপমার খোঁজে ;
গ্রাম্য বিলুপ্ত ফেরিওয়ালারা মতো বিনিময় প্রথায়
এক উঠোন দুপুর ঘেরা স্নানের শেষে
হুক না লাগাতে পারা উপমা- সেদিন স্নেহ চোখে আঁটকে দিবে।
৪৫ ডিগ্রি সেলসিয়াস তপ্ত দাবদাহ
নাকের ডগায় নোনাজলে দৃষ্টিনন্দন উপমা
ভোক্তার চাহিদাসিক্ত আঙুলে- সেদিন চোখে চোখে মুছে নিবে।
আর কোনো মধ্যস্বত্বভোগী প্রযুক্তির একঘেঁয়েমি প্রভাবে নয়;
একদিন কথায় কথায় সবাই জানবে- সেই কালীগঞ্জে
প্রেমিকা বাঁচলে প্রেমিক বাঁচে; আমার নীল কৃষাণীর গল্প রটে।
নেত্রকোণা, ময়মনসিংহ।
৭টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
৪৫ ডিগ্রি সেলসিয়াস তপ্ত দাবদাহ
নাকের ডগায় নোনাজলে দৃষ্টিনন্দন উপমা
ভোক্তার চাহিদাসিক্ত আঙুলে- সেদিন চোখে চোখে মুছে নিবে।
বাহ্
বেশ ভালো লেখনী ভাই।
নীল কৃষাণির গল্প রটুক।
প্রেম আসুক নীল কৃষাণির মাঠে।
মনির হোসেন মমি
একদিন কথায় কথায় সবাই জানবে- সেই কালীগঞ্জে
প্রেমিকা বাঁচলে প্রেমিক বাঁচে; আমার নীল কৃষাণীর গল্প রটে।
চমৎকার আশা।
রাফি আরাফাত
৪৫ ডিগ্রি সেলসিয়াস তপ্ত দাবদাহ
নাকের ডগায় নোনাজলে দৃষ্টিনন্দন উপমা
ভোক্তার চাহিদাসিক্ত আঙুলে- সেদিন চোখে চোখে মুছে নিবে।
আর কোনো মধ্যস্বত্বভোগী প্রযুক্তির একঘেঁয়েমি প্রভাবে নয়;
অসাধারণ ভাই। ভালো লেগেছে। ভালো থাকবেন
জিসান শা ইকরাম
কবিতাটি আবার পড়তে হবে,
কিছুটা কঠিন লাগছে।
ইঞ্জা
কবিতা এমনিতেই বুঝিনা কিন্তু আপনার লেখাটি হৃদয়ে খচ করে বিধলো।
শিরিন হক
বেশ ভালো লিখেছেন।কিছু বলবার নেই আর।
সাবিনা ইয়াসমিন
মধ্যবিত্ত ভোক্তার অদৃষ্টে নীল কৃষাণী থাকলে মধ্যস্বত্বভোগীর কিছুই করার নেই। সকল জল্পনা কল্পনার অবসানে জয় হবে নীল কৃষাণীর ভালোবাসা। শুধু কালীগঞ্জ কেন? পবিত্র প্রেমের গল্প ছড়িয়ে পরে সমস্ত লোকালয়ে।
ভালো লিখেছেন নাজমুল। শুভ কামনা 🌹🌹