এক নীল কৃষাণীর গল্প

নাজমুল হুদা ২৭ জুলাই ২০১৯, শনিবার, ০৯:৫০:২৬পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

শহরে তখনও বৃষ্টির রেশ কাটেনি- তবুও আকাশ তাঁর
নীলের সবকটি উপমা অনুভব করে যাচ্ছে দূর অস্পর্শে।

মাটির কাছাকাছি তুমি আজ প্রান্তিক উপমার নীল কৃষাণী;

উৎপাদিত উপমা নায্য চোখের মূল্য পায় না- এখন
নিরব অনশনে আদান প্রদান বন্ধ হয়ে গেছে
নাকি স্বল্প মধ্যস্বত্বভোগী প্রযুক্তির একঘেঁয়েমির খরতাপে।

এক মধ্যবিত্ত ভোক্তা ন্যায্য চোখে আজো উপমার খোঁজে ;

গ্রাম্য বিলুপ্ত ফেরিওয়ালারা মতো বিনিময় প্রথায়
এক উঠোন দুপুর ঘেরা স্নানের শেষে
হুক না লাগাতে পারা উপমা- সেদিন স্নেহ চোখে আঁটকে দিবে।

৪৫ ডিগ্রি সেলসিয়াস তপ্ত দাবদাহ
নাকের ডগায় নোনাজলে দৃষ্টিনন্দন উপমা
ভোক্তার চাহিদাসিক্ত আঙুলে- সেদিন চোখে চোখে মুছে নিবে।

আর কোনো মধ্যস্বত্বভোগী প্রযুক্তির একঘেঁয়েমি প্রভাবে নয়;

একদিন কথায় কথায় সবাই জানবে- সেই কালীগঞ্জে
প্রেমিকা বাঁচলে প্রেমিক বাঁচে; আমার নীল কৃষাণীর গল্প রটে।

নেত্রকোণা, ময়মনসিংহ।

১জন ১জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ