মনিরা ,তুই স্কুলে যাবি না?
মা,আইজ ত স্কুল বন্ধ।
কেন ? কি হয়েছে ?
মা,আইজ স্কুলে অনুষ্ঠান হইবো। আইজ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন।
হায়,হায় ,তুই আগে কবি না , তোর নানায় কই ? আইজ আবার কোন অলক্ষুনে কান্ড করে। গতবার একবার জেলে গেছিলো।যা মা তাড়াতাড়ি খুইজা নিয়া আয় মা।
মনিরা নানারে খুঁজতে বাহির হয়।সে জানে নানারে কই পাওয়া যাইবো।দোকানের সামনে এসে দেখে অনেক লোক ভীড় করে দাড়িয়ে আছে। সে ভীড় ঠেলে ভিতরে ঢুকতে গিয়ে দেখে ,কয়েকজন তার নানাকে ধরে রেখেছে। তার নানার সামনে একটা লোক পড়ে আছে। লোকটার মাথা থেকে গলগল করে রক্ত পড়ছে।
মনিরা আর দাঁড়াতে পারে না। দৌড়াতে দৌড়াতে এসে মাকে বলে। তার মা বের হবে এমন সময় দেখে কয়েকজন লোক তার বাবাকে নিয়ে এসেছে।
( যেই মানুষটার কথা বললাম তার নাম রইছ মিয়া , গ্রামের মানুষ তাকে ডাকতো রইছ পাগলা। এই বীর মুক্তিযোদ্ধার সব ঠিক ছিলো ,শুধু একটা জিনিস বাদে, শেখ পরিবারের নামে কোনো খারাপ কথা শুনতে পারতেন না। তার এলাকার মানুষ তাকে বাঘের মতো ভয় পেতো।
এই সেই মুক্তিযোদ্ধা যিনি সাত সহযোগীকে নিয়ে ১৯৯৭তে নোয়াখালির ১৪রাজাকারের বাড়িতে আগুন দিয়েছিলেন। সে মামলায় এক বছর তিন মাস জেলে ছিলেন। রইছ মিয়া আজ পাঁছ বছর হলো মারা গেছেন। কিন্তু আজো তার বাড়ির পাশের দোকানগুলোতে মানুষ শেখ পরিবারের নামে কিছু বলতে চাইলে ফিসফিসিয়ে বলে। যদি রইছ মিয়া শুনে যায়!! )
১৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাতে এমন নির্ভেজাল দেশ প্রেমিক খুঁজে পাওয়া কষ্টকর ।
লিখুন নিয়মিত ।
হোমায়রা জাহান হিমু
ধন্যবাদ। কালকে নেট প্রবলেমের কারনে উত্তর দিতে পারিনি। তার জন্য দুঃখিত।
মা মাটি দেশ
খুব বাস্তব ভিত্তিক একটি লেখা। -{@ (y)
বনলতা সেন
সত্যি এ রকম হয় ভাবতেই ভাল লাগে ।
হোমায়রা জাহান হিমু
সবাইকে তো আমরা জানতে পারি না।আমাদের দেশে এইরকম হাজারো মুজীবপ্রেমিক আছেন।কতোজনকে চিনি আমরা?
প্রজন্ম ৭১
যে নেতা একটি দেশ দিলেন, আর তাকেই মেতে ফেলেছি আমরা। এমন মুজিব ভক্ত সারা দেশে আছেন অনেক। জানিনা আমরা।
ভালো লিখেছেন আপু।
হোমায়রা জাহান হিমু
ধন্নবাদ,ইনশাল্লাহ নিয়মিতই পাবেনঃহেলাল
সিনথিয়া খোন্দকার
অনেক ভাল লাগলো।
হোমায়রা জাহান হিমু
ধন্যবাদ।
হোমায়রা জাহান হিমু
ধন্যবাদ। কালকে নেট প্রবলেমের কারনে উত্তর দিতে পারিনি।
খসড়া
যদি রাত পোহালেই শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই
যদি রাজপথে আজও মিছিল হত
বঙ্গবন্ধুর মুক্তি চাই
তবে বিশ্ব পেত এক মহান নেতা
আমরা পেতাম ফিরে জাতির পিতা
হোমায়রা জাহান হিমু
আফসোস!বাঙ্গালী তার ভুলের মাসুল হিসেবে সারাজীবন এই গান গাইবে,কিন্তু সে মানুষটিকে আর পাবে না।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম আপনাকে -{@
অভিনন্দন এবং শ্রদ্ধা অচেনা সেই মানুষটির প্রতি ।
আমাদের প্রতিটি বাংগালীর তাঁর মতই হওয়া উচিৎ ছিল ।
মোঃ মজিবর রহমান
এমন মুজিবপ্রেমিক্কে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্বা রইলো।
তবে এখন অনেক আছে এরকম ব্যাক্তি।
আল্লাহ তাকে বেহেস্তে রাখুক। আমিন।
শুন্য শুন্যালয়
অনেক শ্রদ্ধা এমন লোকের জন্য.. -{@