
স্বেচ্ছা-নির্বাসন, অনেকটা শীতার্তের গুহা বাসের মত; অস্বস্তি;
তবুও স্বস্তির আকাশে ওড়ার কসরত/অভিনয় নেই; পদত্যাগের আঞ্চলিক অভিধান খুলে
জোনাকি ধরার বায়নাক্কা নেই; পুড়তে থাকা উলঙ্গ ছাই, ঘাসের কঙ্কাল, অনাবিষ্কৃত উনুনে
ফেলা যাওয়া হাঁড়িকুড়ি, ক্ষয়ে যাওয়া বিষাদ ত্বক, মাকড়ের জালে ঝুলে থালা নির্বান্ধব অভিমান,
ভাঁজ করে রাখা ভালোবাসা-বাসির অপাঙতেয় চিহ্ন, ছাইয়ের স্তূপ,দংশনের গরল,
আলুথালু অহংকারের অকস্মাৎ বৃষ্টি………
এখনকার একাকীর পুনর্মিলনী-উৎসব-কালে শুধুই অর্থহীন, নির্বিকার অভ্যস্ততায়।
গান ও ছবি নেটের।
২০টি মন্তব্য
আরজু মুক্তা
হাইবারনেশনি ভালো। অন্তত কারোও বদনামি তো হলো না। কিছুদিন ভালো পরিবেশ বজায় থাকলো। থাক একাকীত্বের বিলাসিতা।
শুভ বিকেল।
ছাইরাছ হেলাল
আপনি এই গান শুনতে থাকুন।
https://www.youtube.com/watch?v=9JfqpDD6aKo
এ একাকীত্বের বিলাসিতা সবার হয় না, সয় -ও না।
ভাল থাকুন।
আরজু মুক্তা
দ্বিতীয় গানটা ভালো লাগলো।
বিলাসিতা সবার সয় না
ছাইরাছ হেলাল
না সইলেও ইট্টু ট্রাই দিয়ে দেইখখেন!
গান শোনার জন্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
একাকীত্ব যাকে একবার ধরেছে তার আর নিস্তার নেই। একাকীত্ব এখন বিলাসিতায় পরিণত হয়েছে কেউ কেউ এটা নিয়েই মহাখুশি। এটা ঠিক সবার সহ্য হয় না বা সয় ও না এই বিলাসিতা। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
কিন্তু একাকীত্ব আমাদের একটু লাগেই, একাকীত্ব আমাদের একটু থাকেই।ডুবে যাওয়ার, ডুব দেয়ার।
বিলাসিতার বাইরে ও।
শুভেচ্ছা।
তৌহিদুল ইসলাম
সত্যি বলতে অভিমান থেকেই অনেক কিছু থেকে নিজেকে বিরত রেখেছি। একরকম স্বেচ্ছানির্বাসনে বলতে পারেন। যা পারি না সেটা হচ্ছে অভিনয়।
ভালো থাকুন আপনিও ভাইয়া।
ছাইরাছ হেলাল
একাকীত্ব আমাদের একান্তই নিজস্ব, প্রয়োজনীয় ও।
মান অভিমানের বাইরে ও।
ভাল থাকুন।
রেজওয়ানা কবির
তবে যাই বলেন আমার কাছে স্বেচ্ছানির্বাসন মাঝে মাঝে ভালোই লাগে এতে করে নিজের ভিতর পুষে রাখা অভিমানগুলো নিয়ে নিজে নিজে থিসিস করা যায়, নিজেকে বাইরে থেকে খানিকটা আড়াল করা যায় এতে একাকীত্ব উপভোগ করা যায়।
আমিতো আয়োজন করে একাকীত্ব উপভোগ করি যাতে সেইসময় কেউ ডিস্টার্ব না করে।
বায়োন্নাকা মানে কি ভাইয়া???
ছাইরাছ হেলাল
একাকীত্বের সুখ আপনি নিচ্ছেন/পাচ্ছেন। এটি ভাল নিজেকে নিজের মত করে বুঝে নেয়া।
শিশুদের বায়না থাকে, এটা চাই ওটা চাই। এই বায়না থেকেই বায়নাক্কা লিখেছি।
ধন্যবাদ।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
স্বেচ্ছা-নির্বাসন, অনেকটা শীতার্তের গুহা বাসের মত — তবুও মাঝে মধ্যে স্বেচ্ছা নির্বাসনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। ভালো আর সুস্থ থাকবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
নির্বাসন আমাদের একটু লাগেই, বেশ প্রয়োজনীয়।
ভাল থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ ভাইয়া — “নির্বাসন আমাদের একটু লাগেই, বেশ প্রয়োজনীয়”।
শুভ কামনা নিরন্তর।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, ভাল থাকবেন।
হালিমা আক্তার
একাকীত্ব মনে হয় জীবনের একটি অংশ। তাই শীতের গর্তে মাঝে মাঝে ঢুকলে মন্দ হয় না। সবার মাঝে থেকেও যখন একা লাগে। তখন না হয় একাকীত্বের একটুখানি বিলাসিতা করা হল। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
বিলাসি একাকীত্ব আসলে একাকীত্ব না, অনেক ক্ষেত্রেই।
একাকী না হলে নিজেকে খুঁজে পাওয়া সত্যি কঠিন।
ধন্যবাদ, পড়ার জন্য।
সাবিনা ইয়াসমিন
একমাত্র স্বেচ্ছা নির্বাসন-ই সহনীয়, বাকিসব নির্বাসন পরাধীন-বনবাস।
বিলাসী একাকীত্ব সবার জোটে না, তারজন্য প্রশস্ত সময় দরকার।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
বনবাস খুব ভাল অনুষঙ্গ নিজেকে খুঁড়ে দেখার।
বিলাস ভাল কিছু বয়ে আনে না।
ভাল থাকবেন।