আমার সারাটা বেলা, একলা প্রহর ~
ছায়ায় শীতল, রোদ্র মাখা দুপর ~
শান বাঁধানো, শান্ত দীঘির ঘাটে ~
কাব্য খেয়ালে, অলস সময় কাটে ~
হরেক পাখীর ডাকে, কাঠাল শাখে ~
টুনটুনি টা লাফিয়ে বেড়ায়, পাতার ফাঁকে ফাঁকে ~
মগ্ন থাকি, অবাক দেখি, প্রকৃতি যায় ছুঁয়ে ~
বেলা শেষে সূর্য্যি মামা, পশ্চিমে যায় নুয়ে ~
সব ফুরালে ও, ফুরায় না যেনো ~
বুকে জমে, একাকীত্বের হেনো ~
সন্ধ্যা নামে, আঁধার ঢাকে গভীরে ~
নিজেকে হারাই, নিস্তব্দতার নিবিড়ে ~
রাত্রি জাগি, জোছনা মাখি, আশায় বাঁধি বুক ~
একলা প্রহর, ঘুমন্ত শহর, অজানা উৎসুক ~
চাঁদের বুড়ি, স্বপ্ন জাগায়, সবই যেন ধোঁকা ~
মরিচিকার আলো জ্বালে, রাত বিবাগী জোনাক পোকা ~
শুকতারাতে প্রাণ ভরাতে, রয় না কেউ পাশে ~
একলা প্রহর কাটে আমার, বুক ভরা নিঃশ্বাসে ।।
রচনা কাল ঃ ১৯/০৫/২০২০
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
একলা প্রহর কেটে যাক। প্রকৃতির সুন্দর বর্ণনা দিলেন। ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা জানাই
নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন
সুপায়ন বড়ুয়া
“শুকতারাতে প্রাণ ভরাতে, রয় না কেউ পাশে ~
একলা প্রহর কাটে আমার, বুক ভরা নিঃশ্বাসে ।।
করোনা কালে কেউ থাকে না কারও ছায়ার পাশে।
ভাল থাকবেন। শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা,
নিরাপদে থাকুন, সুস্থ থাকুন
ফয়জুল মহী
অতুলনীয় , ভালোই হয়েছে।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
রোদেলা দুপুর, শান্ত দীঘির ঘাট, জোছনায় মাখা রাত! এত কিছু চোখের সামনে থাকলে প্রহর গুলো একা থাকে ক্যামনে!! কত সুন্দর ছন্দের কবিতা লিখেছেন! এমন কবিতা লিখতে পারলে আমি একাই থাকতাম 🙂
কামরুল ইসলাম
এ নিয়েই আছি
তবুও যেন কি চাই মিছেমিছি
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
তৌহিদ
সুন্দর ছন্দময় লেখায় নিজের একাকীত্বের বর্ণনা দিলেন চমৎকারভাবে। নিয়মিত লিখুন ভাই।
শুভকামনা সবসময়।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
রেহানা বীথি
খুব সুন্দর কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
শামীম চৌধুরী
রাত্রি জাগি, জোছনা মাখি, আশায় বাঁধি বুক ~
একলা প্রহর, ঘুমন্ত শহর, অজানা উৎসুক ~
বাহ কবি বাহ। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
হালিম নজরুল
মরিচিকার আলো জ্বালে, রাত বিবাগী জোনাক পোকা
—————–চমৎকার কথা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা