অদ্য সকালে যথারীতি অফিসে আগমনের উদ্দেশে কল্যানপুর হতে বাসে উঠে বসি, রাস্তায় কালজ্যাম মানুষ অতিষ্ঠ। যথাস্থান হতে শ্যামলি হয়ে রোকেয়া স্বরনির লিংক রোডে এসেই আরেক মহাজ্যাম। একটু একটু করে গাড়ী এগোয় আর এগোয়।
পরিকল্পনা মন্ত্রনালয়ের নিকট লেগুনা থেকে অসুস্থ এক ব্যাক্তিকে নামিয়ে দেওয়া হল। ব্যাক্তি ফুটপথে পড়ে গেলেন মনে আঘাত লাগলো। আমি যে বাসে অবস্থান করছি, ড্রাইভারকে বললাম পানি নায় ? উনি বলল কি হবে, আমি বললাম ঐব্যাক্তিকে দেওয়ার জন্য। তিনি মিনিট খানেক পর হেল্পারকে বললেন ঐ লোকটিকে তুলে নিয়ে আয়, মহাখালিতে যখন যাবে নামিয়ে দেব। নিয়ে আসার পুরবেই আমার সিটে পাশে অবস্থানরত ভাইকে বললাম আমি দাঁড়িয়ে যাচ্ছি উনাকে বসিয়ে দিই। পাশের সিটের তিনিও দাঁড়িয়ে থাকল। আমি শরিরে হাত দিয়ে বললাম চোখ বুঝে বসেন ঠিক হয়ে যাবে। আর ড্রাইভারকে বললাম পাশের সি এন জি ড্রাইভারের নিকট পানি আছে কিনা দেখেন? পানি মিলল না।
ড্রাইভার সাহেব হেল্পারকে বলল এই দেখত সামনের লেগুনাতে পানি আছে কি? পানি মিলল। বোতলের মুখটি খুলে অসুস্থ লোকটিকে দিলাম পানি খেয়ে কিছুটা সুস্থবোধ হল। হেল্পারের নিকট ঐব্যাক্তির মোবাইল ছিল আমি বললাম কল লিস্টে একটি কোল দেন। হেল্পার বলল আপনি দেন। দিলাম। দিয়ে উনার ভাতিজা থাকে পোস্তকোলায় সে বলল এক্টী সি এন জিতে তুলে দেন।
এতক্ষণে ভালই সুস্থবোধ করায় তিনি বলল আমি আয়েশা মেমোরিয়ালে টেস্ট করাব, তারপর যাব। হেল্পার বলল ভাই আপনি উনাকে হাসপাতালে পোছে দিন। এখানেই আমি দায়ীত্ব একটু পালন করলাম। তাঁর জেলা মাদারিপুর। আর ভাইতজার নাম ইস্রাফিল। এইটুকুই জানা হল।
মানুষের পাশে থাকতে অর্থ লাগেনা। মন লাগে আর সেই মনটা ড্রাইভারের ছিল তাই তিনি মহৎ।
১৭টি মন্তব্য
নিহারীকা জান্নাত
মানবিক সৌহার্দ্যবোধ দিন দিন কমে যাচ্ছে। একজন অসুস্থ্য মানুষের জন্য আপনারা যা করলেন তা অসাধারণ। আল্লাহ আপনার মংগল করুন।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সকলের মঙ্গল করুন।
সবার মন উদার হোক মানবতা সবার হৃদয়ে।
শাহানা আক্তার
এইটুকুন মানবিকতাই আজকাল কেউ দেখায়না…ভালো লাগলো লেখাটি পড়ে।
মোঃ মজিবর রহমান
চলন্ত পথে বা যে কেউ যেকোন সময় অসুস্থ হতে পারি এটুকু ভেবেও অসহায়ের পাশে থাকা সবার উচিত বলে মনে করি।
আবু খায়ের আনিছ
মানবিকতা অর্থ,সম্পদ দিয়ে হয় না, মন দিয়ে হয়। ভালো লাগল, উৎসাহ আর প্রেরনা পেলাম।
মোঃ মজিবর রহমান
যে যেখানেই থাকুক মানুষের পাশে থাকুক এই কামনা।
নীলাঞ্জনা নীলা
“জীবে প্রেম করে যেইজন,
সেইজন সেবিছে ঈশ্বর।”—–মজিবর ভাই এই উপকারের জন্য দেখবেন আপনার অনেক বিপদ কেটে গেছে।
মোঃ মজিবর রহমান
সৃষ্টিকর্তারে পেতে নিজেকে সমর্পণ করা উচিত তাঁর নিকট। আপু।
ধন্যবাদ আপু, দোয়া করবেন জাতে সকল বিপদে আপদে মানুষের পাশে থাকার তোইফিক দেন আল্লাহ।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই আপনি অনেক ভালো একজন মানুষ।
ঈশ্বর সবসময় আপনার মঙ্গল করুক।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ফেবুকেই পড়েছি।সত্যিই স্যালুট ড্রাইভারকে।
মোঃ মজিবর রহমান
লাল স্যালুট ড্রাইভারকে।
মৌনতা রিতু
ড্রাইভাররের মনে এই বোধটি জাগিয়ে দেওয়ার জন্য আপনাকে স্যেলুট ভাই। সত্যি এখনো মানবতা অবশ্যই বেঁচে আছে আর তাই পৃথিবীর শৃঙ্খল এখনো ঠিক আছে।
ড্রাইভারের প্রতিও রইল শুভকামনা।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন। বেশি না দুই একজন এগিয়ে আসলে জনসমরথন পাবেন। পরে একজন বলেই ফেলল ড্রাইভারকে যে আপনার মানবিক কে ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আসলে চলার পথে আমরা ঠিক আপনার মত একটু মানবিক হতে পারি
তাহলে আমার অনেক দূর এগুবো নিঃসন্দেহে।
অবশ্যই ধন্যবাদ আপনাকে,
মোঃ মজিবর রহমান
যার যার অবস্থান থেকে মানবতা জাগরত হলে মানুষ জেগে উঠবেই।
আপনাকে ধন্যবাদ।
জিসান শা ইকরাম
মন আছে কতজনের আমাদের মাঝে?
মনের দিক থেকে সবচেয়ে বড় ভিক্ষুক আমরা।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
মনের দিক থেকে সবচেয়ে বড় ভিক্ষুক আমরা।
মনে ধরেছে কথাটী।