একটি গান ও কিছু অনুভুতি

প্রিন্স মাহমুদ ৮ নভেম্বর ২০১৩, শুক্রবার, ০২:৩২:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

এই নীল মনিহার এই স্বর্ণালী দিনে

তোমায় দিয়ে গেলাম

শুধু মনে রেখো …

দ্বীপ জ্বলা রাত জানি আসবে আবার

কেটে যাবে জীবনের  সকল আধার ..

স্মরণের জানালায় দাড়িয়ে থেকে

শুধু আমায় ডেকো …

 

গানটির কথা মনে আছে কারো ? বাংলাদেশের আধুনিক গানের মাইলফলক এই গান ।

লাকি আখন্দর সুরে হ্যাপি আখন্দ গেয়েছিল এই গান ।

আমি প্রায় ভাবী এমন কিছু লিখব । কিন্তু  লেখা হয়না । গানটা যখনই শুনি মনের ভেতর বিষাদ জড়ো হয় ।

আমার কাউকে বলতে ইচ্ছে হয় …

এই নীল মনিহার এই স্বর্ণালী দিনে  তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো …

এই অনুভুতির জন্ম কোথায় আমি জানিনা …

৬০২জন ৬০২জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ