এই নীল মনিহার এই স্বর্ণালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো …
দ্বীপ জ্বলা রাত জানি আসবে আবার
কেটে যাবে জীবনের সকল আধার ..
স্মরণের জানালায় দাড়িয়ে থেকে
শুধু আমায় ডেকো …
গানটির কথা মনে আছে কারো ? বাংলাদেশের আধুনিক গানের মাইলফলক এই গান ।
লাকি আখন্দর সুরে হ্যাপি আখন্দ গেয়েছিল এই গান ।
আমি প্রায় ভাবী এমন কিছু লিখব । কিন্তু লেখা হয়না । গানটা যখনই শুনি মনের ভেতর বিষাদ জড়ো হয় ।
আমার কাউকে বলতে ইচ্ছে হয় …
এই নীল মনিহার এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো …
এই অনুভুতির জন্ম কোথায় আমি জানিনা …
৭টি মন্তব্য
আদিব আদ্নান
একটি অত্যন্ত প্রিয় গানের কথা মনে করালেন ।
শুন্য শুন্যালয়
প্রতিদিন ই শুনি এই গান… অনেক প্রিয় স্মৃতি আছে এই গান জুড়ে… প্রিয় লাইন ‘স্মরণের জানালায় দাড়িয়ে থেকে শুধু আমায় ডেকো ‘…
খসড়া
আমায় ডেকোনা ফেরানো যাবে না কিংবা
প্রতিটি সন্ধ্যা আমার কাটে তোমারই প্রতিক্ষায়।
কে কম কিসে?
জিসান শা ইকরাম
হ্যা মনে আছে আমার খুব
সুখ স্মৃতি জমা হয়ে আছে এই গানটি নিয়ে
বন্ধুদের সাথে সারা রাত জেগেও এই একটি গান গেয়েছি গিটারের তালে তালে ।
মনে পরে গেলো পোস্ট দেখে । -{@
মিথুন
অনেক অনেক প্রিয় একটি গান. ধন্যবাদ ভাইয়া -{@
নীহারিকা
BTV টে দেখাতো খুব। অনেক দেখেছি। খুব ভাললাগা একটি গান।
মা মাটি দেশ
লাকি আকনদ আমারও প্রিয়।