ইচ্ছে করে , খুবই ইচ্ছে করে –হেঁটে যাব গোর খোদকের এঁদো জীর্ণ শীর্ণ কুঁড়ের পাশ ঘেঁষে নিঃশব্দে নিভৃতে ভয়ে ভয়ে গুটিসুটি মেরে ঘার বেঁকিয়ে একটু উঁকি ঝুঁকিও দিতে , ডেকে একটু গপ্প করতেও ইচ্ছে করে , কিন্তু অজানা উসখুস সাথে প্রচণ্ড ভয় । কী জানি …ঘোলাটে লাল চোখে তরমুজ বিচি দাঁত কিড়মিড়িয়ে হেলে-দুলে ধুপধাপ পা ফেলে এগিয়ে এসে ভয় পাইয়ে দেয় কীনা , বা শুভ্র দাড়িতে হাত রেখে সাদা আলখেল্লায় মৃদু হেসে এগিয়ে আসে কীনা কে জানে । তবে একদিন ওর কাছে যাব সব বিপত্তি অবহেলায় ঠেলে ফেলে ।
খুব জানতে ইচ্ছে করে – শুনেছ কি —–হেসে খুন হওয়া মৃতের হাসি বা শ্মশানের মিছিলে করোটির উল্লাস ধ্বনি বা মৃতের পাঁজর ভেঙ্গে গুমরে ওঠা নীরবে সরব কান্না । কী বলে ?—-অখন্ড সুনসান স্তব্ধ নিরব নীরবতায় একটি অবুঝ অবোধ প্রতিবন্ধী শিশু বা কিশোরী কিম্বা একহারা যুবক বা যুবতী, অশীতিপর বৃদ্ধ বা পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা বা বিষ পানে আত্মহনন-কারী যুবতী বা পণ্যা নারী বা বীরাঙ্গনারা কী বলে তোমার কানে কানে একান্তে, অথবা নিজের গোর খুঁড়তে গিয়ে নিজের কথা কী শুনতে পাও ?
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
অসাধারন হয়েছে ।
গোর খোদকের কাছে গিয়ে জানতে চাওয়ার ধারনাটা নতুন লাগলো।
‘ খুব জানতে ইচ্ছে করে – শুনেছ কি —–হেসে খুন হওয়া মৃতের হাসি বা শ্মশানের মিছিলে করোটির উল্লাস ধ্বনি বা মৃতের পাঁজর ভেঙ্গে গুমরে ওঠা নীরবে সরব কান্না । কী বলে ?—-অখন্ড সুনসান স্তব্ধ নিরব নীরবতায় একটি অবুঝ অবোধ প্রতিবন্ধী শিশু বা কিশোরী কিম্বা একহারা যুবক বা যুবতী, অশীতিপর বৃদ্ধ বা পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা বা বিষ পানে আত্মহনন-কারী যুবতী বা পণ্যা নারী বা বীরাঙ্গনারা কী বলে তোমার কানে কানে একান্তে, অথবা নিজের গোর খুঁড়তে গিয়ে নিজের কথা কী শুনতে পাও ? ‘ – প্রান ছুয়ে গেলো ।
ছাইরাছ হেলাল
আসলে ‘ওর’ কাছে আমাদের যেতেই হয় , তাই ভাব করার চেষ্টা মাত্র ।
লীলাবতী
একান্ত অনুভুতির বিষয় বস্তুতে মুগ্ধ হলাম।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ । সততার সাথে লেখার চেষ্টা মাত্র ।
শিশির কনা
অভিনব চিন্তা , নিয়মিত যেন এমনি লেখা পাই।
ছাইরাছ হেলাল
অভিনব কীনা জানিনে তবে ভাবনা অবশ্যই ।
হ্যা, চেষ্টা করব নিয়মিত প্রকাশের । অনেক অনেক বড় এ লেখাটি এমন করে
যতটা দেয়া সম্ভব দেব ।
আপনাকে ধন্যবাদ ।
বনলতা সেন
এমন একান্ত অনুভতি যেন প্রতিদিন পাই আমরা ।
ছাইরাছ হেলাল
অবশ্যই চেষ্টা থাকবে আন্তরিক ভাবে ।
যাযাবর
আপনি বরাবরই ভালো লিখেন , কিন্তু মাঝে মাঝে হারিয়ে যান ।
ছাইরাছ হেলাল
আমি কোন লেখক নই , ভাল মন্দ নিয়ে না ভেবেই লিখি যখন যা মনে আসে ।
আমি কিন্তু এখন নিয়মিত ।
"বাইরনিক শুভ্র"
অসম্ভব ভালো লাগল ।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে ।
আদিব আদ্নান
একটি আপাত ভীতিকর বিষয় উপস্থাপনার জন্য কতটা হৃদয় স্পর্শকারী হতে পারে
এ লেখাটি তার একটি উদাহরণ হতে পারে ।অভিনব ।
ছাইরাছ হেলাল
একটু বেশি বলা হয়ে গেছে বলে মনে হচ্ছে যে………
অরুনি মায়া
অদ্ভুত,আপনিও লিখেছিলেন !
এ যে আমার কবর প্রহরীর কথা স্মরণ করিয়ে দিল |
আমিও যে লিখেছি এমন |
ছাইরাছ হেলাল
একটু আগে ও পরে, এই যা।