প্রারম্ভিক –
লেখা বানাতে চাও?
উগড়ে ঢেলে দিয়েছি অপরিপুষ্ট অক্ষরগুলো ওই আবর্জনায়। আরে কবিতা খাওয়া অত্তো সোজা নয় হে বাপু!
প্রথমে গরুর মতো জাবর কাটা এবং পরিশেষে হজম। তাছাড়া কবিতার ভেতরে রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ার
যৌথ অনেক প্রচেষ্টা লাগে;
সাথে বেশ কিছু ফাঁপা এবং ফাঁকা বুলি যোগ করে ঐকিক নিয়মে ধারাপাত। শুনেছো কখনো? শোনার কথা নয়।
এ বড়ো আজব জগৎ গো মা। পুরোই পাগলামোর দুনিয়া। বিসর্গ-চন্দ্রবিন্দু শেষের দিকে এসে ব্যঞ্জনবর্ণকে ব্যঞ্জন করে তারপর ফুরায়। কিছু বুঝেছো মাথা-মুন্ডু। আরে বোকা আমি নিজেই তো বুঝিনি। বোঝার কি কোনো প্রয়োজন আছে?
নেই তো!
মধ্যম ভাগ –
এক সম্রাটের গল্প বলি। ব্যাবিলন সাম্রাজ্য ধ্বংস করে, তারপর মুক্তি দিয়েছিলেন মানুষকে। ওই যে দাসবৃত্তি! ধ্বংসের খবর ঠিকই রাখি, কিন্তু সৃষ্টি যে করেছেন সে খবর রাখি কই? কবিতায় সম্রাটের কথা কেন? আরে জানো না? কবিরা কিন্তু পাগল হয়? আর তাই ভালোবাসতে জানে। অকাতরে বিলিয়ে দিতে পারে ভালোবাসা। জাগতিক নিয়মকে পাশ কাটিয়ে একটি ভূবন থাকে তার। লেখা বানানো অত্তো সহজ নয়। সকলে পারেনা।
**তবে সে পারে। উনি কবি, উনি পারেন। উনি কে? উনার পরিচয় জানতে ইচ্ছে করছে বুঝি? আর তাঁকে নিয়েই কেন লেখা?
একটি সকাল-সন্ধ্যার গল্প বলি। আমার যখন সকাল তখন নানার সন্ধ্যা। আজ বিকেলে ম্যাসেজ করলাম ও নানা কি করো? নানা বললো “লিখি”। বেশ রাগ করে বললাম এতো রাতে লেখো? বললো “ব্লগে লেখাটা দিয়েই ঘুমাতে যাবো। রাগ করিস না।” লেখার কথা বললে আমি বড়ো দূর্বল হয়ে পড়ি। কেউ যদি আমার মনের মতো করে লেখে আমি তার ভক্ত হয়ে যাই। নানাকে বললাম লেখা দিয়েই কিন্তু ঘুমিও। বললো “আচ্ছা নাত্নী”। যাক আবার ডিউটিতে যাচ্ছি রাস্তায় হঠাৎ নানার ম্যাসেজ “ও নাত্নী লেখা দিয়েছি, যা দেখ।” বললাম ক্লায়েন্টে পৌঁছে গেছি। কথা দিলাম ঘুম থেকে উঠে মন্তব্যও দেখতে পাবে। নানা শুভরাত্রি জানিয়ে শুয়ে পড়লো। যাক কাজ থেকে ফিরছি হেঁটে হেঁটে। নানার লেখাটা পড়লাম। আজকাল আবার ব্যস্ত হয়ে পড়েছি। ব্লগে যাওয়াই হচ্ছেনা। পড়ার পর মনটা ভালো হয়ে গেলো। আজ যে আমারও বন্ধুর জন্মদিন। ভুলেই বসেছিলাম তার কথা। নানা আবারও আমায় সাহায্য করলো। আমার বন্ধুটি আবার এ দেশের নয়। পারস্য সম্রাটের নামে নাম। যদিও উনাকে আমি কবিভাই বলেই ডাকি। অনেক মজা করি, দুষ্টুমীও কম না। তবে খুব সত্যি এর চেয়ে অনেক বেশী সম্মান করি উনাকে। যাক কবে জানি বললাম, জানেন কবিভাই আপনার নামের ইংরেজী উচ্চারণে একজন সম্রাটের নাম আসে কিন্ত। পারস্য মানে ইরানের সম্রাট সাইরাস। সবই জানেন, কিন্তু ভাব নিলেন এমন যেনো জানেনই না!
কবিভাইকে দেখেছি সামহোয়্যারইন ব্লগে। মন্তব্য করতেন, তখন মন্তব্যে ধন্যবাদই শুধু। কি যে লেখা, ভয় পেতাম খুব। যেমন লেখাকে, তেমনি মানুষটাকেও। ঠিক ভয় না, আসলে ব্লগটাকে তখনও বাড়ীর উঠোন মনে হয়নি। যেই সোনেলায় এলাম, বেশ মিশতে শুরু করলাম। মন্তব্য, প্রতি-মন্তব্য মনে হলো এই তো আমার ঘর। আনন্দ-উচ্ছ্বলতা মানুষকে অনেক কাছে টেনে নেয়। আমার জন্মদিনে আবদার করলাম আমায় নিয়ে লিখতেই হবে। উফ মন্তব্যে পাগল করে দিয়েছিলাম। বাধ্য হয়ে লিখেছিলেন। কিন্তু আজ যে উনার জন্মদিন একটিবারও বলেননি তাঁকে নিয়ে লিখতে। আসলে কি লিখবো? উনার জন্যে কবিতা? সাহস নেই। গান গাইবো? মা গো সেও তো গলা বসে আছে। কি করবো তাহলে?
সমাপ্তি পর্বের সূচনা –
~আনন্দের বর্ষায় ভিঁজে ভিঁজে কি কবিতা লেখা যায়? কবিতার জন্যে শোক লাগে। কোথায় পাবো শোক?
#তাহলে হেমন্তে লেখা হোক! নবান্ন, সোনালী ধান, কৃষকের আনন্দ।
~আবহাওয়ার কি ঠিক-ঠিকানা আছে আর? এই মেঘ, এই রোদ্দুর, এই বৃষ্টি।
#বাহ, তাহলে কবিতা লেখা হবে না?
~তা কি বলেছি আমি? অবশ্যই হবে। আচ্ছা হঠাৎ হেমন্তই কেন! ;?
#মেঘের কারুকাজ আকাশে এ সময়েই যে। আপনি তো কবি, জানেন না বুঝি?
~কে বলেছে আমি কবি?
#আমি বললাম। যদিও আমি খুবই সাধারণ।
~আপনি সাধারণ! আপনি তো মহাপন্ডিত।
#আচ্ছা ঠিক আছে। তাহলে হেমন্ত নিয়েই কবিতা হোক। আমি যখন মহাপন্ডিত।
~মহাপন্ডিতদের কথায় কিছু লিখিনা।
#তাহলে যান আপনাকে শুভেচ্ছাও জানাবো না।
~কিসের শুভেচ্ছা?
#আজব ভুলে গেছেন? ধ্যত্তেরি এভাবে ভুলে যেতে হয়! আপনার জন্মদিন আজ। বুঝেছেন?
কবিভাই শুভ জন্মদিন। মাথা-মুন্ডু যা এলো লিখে ফেললাম। আপনার মতো লিখতে এ জীবনেও পারবো না। অনেক আনন্দ করুন। আজ আপনার দিন।
https://www.youtube.com/watch?v=7X0IO8RnruQ
৫২টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
শুভ জন্মদিন হেলাল ভাইয়া।
কে বলেছে জন্মদিনের শুভেচ্ছায় অসাধারণ কবিতা থাকতে হবে!
এই যে এমন লেখাটি কিন্তু খুবই সাধারণ হয়ে অসাধারণ।
দারুণ ভাললাগা।
লেখিকা নীলা’দিকেই ইচ্ছে করছে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেই এমন করে লিখে রাখার জন্য (3 -{@
নীলাঞ্জনা নীলা
নীতেশদা সামনের বছর আমায় শুভেচ্ছাসহ গিফট না দিলে কিন্তু খবর আছে। :@
নীতেশ বড়ুয়া
তার আগে জবাব দিন কেন চুপ ছিলেন এতোদিন :@ :@ :@ :@
নীলাঞ্জনা নীলা
আরে আমার রাগ করা এখন আমাকেই দেখাচ্ছেন? কত্তো বড়ো সাহস!!! :@ :@ :@ :@ :@ :@
যেখানেই থাকি আপনার কি? সাহস থাকলে আসুন ঝগড়ায়। \|/ :D)
নীতেশ বড়ুয়া
আপনার রাগ করার কথা মানে??? যা ইচ্ছে তাই বলবেন এতোদিন পরে এসে???
নীলাঞ্জনা নীলা
ইস এটা আমার ঘর? যা মন চায়, তাই বলবার অধিকার আছে। এছাড়া সোনেলা গণতান্ত্রিক ব্লগ। আগে বলুন গিফট দেবেন নাকি না? তা নইলে…… :@
:D) :D) :D) :D)
নীতেশ বড়ুয়া
এঁহহহ!! এটাও আমার ঘর, অকা?
আপনার অধিকার থাকতে পারে তবে কি আমার নেই নাকি??? :@
গণতান্ত্রিক ব্লগে গণতান্ত্রিক গিফট ব্যবস্থা চালু আছে :D) :D) :D) :D) :D)
নীলাঞ্জনা নীলা
গণতান্ত্রিক ব্লগে গণতান্ত্রিক গিফট? :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
মেহেরী তাজ
সাইরাস নামের কোন সম্রাট আছে তা কিন্তু জানতাম না আপু।
তবে আমরা সবাই রাজার দেশে যে একটা সম্রাট আছে সে কিন্তু জানি।
শুভ জন্মদিন ভাইয়া। -{@
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু আমি যখন অনার্সে পড়েছিলাম তখন গ্রীক সাহিত্য নিয়ে পড়তে হয়েছিলো, সেই সাথে পারস্য সাহিত্যও। তখন জেনেছিলাম। কবিভাইয়ের নাম ইংরেজীতে সাইরাস হয়। তাই লিখলাম। 😀
জিসান শা ইকরাম
তোর বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা -{@
ভালো থাকুক তোদের বন্ধুতা -{@
জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট এভাবেই দিতে হয় রে
পোষ্ট দিয়ে দেখিয়ে দিলি তুই
তুই পোষ্ট দিবি আগে বুঝলে আমি দিতাম না 🙂
নীলাঞ্জনা নীলা
নানা এটা কি বললে! তোমার পোষ্ট দেখেই তো লিখলাম।আর লেখাটি তো কাটাকাটি। কবিভাই আমার জন্মদিনে লিখেছিলেন, আমিও উনাকে একটা চমক দেয়ার চেষ্টা করলাম।
অরুনি মায়া
সব বুঝলাম কিন্তু সেই সম্রাট গেলেন কোথায়,,,,,,,
কেক খাওয়ানোর ভয়ে পালিয়েছেন। 🙁
আপু তুমি কেঁদ না,,,,,,
নীলাঞ্জনা নীলা
আসলেই তো কেক না খাইয়েই পোষ্ট দিলেন গিফটের। কি কিপ্টুস রে বাবা।
অরুনি আপু চলো যাই উনার বাড়ী। \|/
অরুনি মায়া
কেক শেষ পার্টি শেষ পোলাও মাংস শেষ এখন কি করতে যাব। এখন গেলে আমাদের দুইজন রে দিয়ে এঁটো করা থাল বাটি ধোয়াবে।
তুমি ই বল আপু যাওয়াটা কি ঠিক হবে? 🙁
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D) :D) :D)
আপু গো এটা তো ভাবিনি। বাঁচলাম। মাগো। চলো পালাই \|/ \|/
অরুনি মায়া
হা হা হা চল আপু পালাই,,,, :D)
নীলাঞ্জনা নীলা
চলোওওওওওওওওওও \|/ \|/
আবু খায়ের আনিছ
পদার্থ, রসায়ন,গণিত,ব্যাকরণ সব দিয়েই শুরু করেছিলেন,শেষটা সাহ্যিতে।
যার জন্মদিন, কবি ভাই (ছাইরাছ হেলাল) উনাকে যে দেখছি না গতকাল থেকে। জন্মদিনের শুভেচ্ছা রইল।
আপু এইটা কি ফুল? আগে দেখেছি বলে মনে হয় না।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাই বার্থডে বয় পলায়ন করিয়াছেন। যাহাতে কেক না খাওয়াইতে হয় 😀
আবু খায়ের আনিছ
হা হা হা
ছাইরাছ হেলাল
আসলে বন্ধু বলেই বন্ধুর মত গোল গোল চোখে তাকিয়ে অনেক কিছুই দেখে।
তাঁর দেখাকেও সম্মান জানিয়েই বলছি, একটু যেন বেশি বেশিই হলো। হোক, সত্যি বলছি মন্দ লাগছে না।
আপনাকে এখানের কবিগুরু স্বভাবেই জানি, মানিও তাই লেখ নিয়ে কী বলব ভবে পাচ্ছি না।
এ শব্দজাল আপনাকেই মানায়।
ধন্যবাদ দিতে পারবো না ভাই।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ চাই না। কেক চাই। সকলেই অপেক্ষায়। আর বন্ধু হবো আপনার! মাগো রে মাথার চুল গেছে, এখন কি দাঁতও হারাবো? এতোদিন তবু বাংলায় লেখা কবিতা ছিলো, পড়তে পারতাম না বুঝলেও। এখন তো দেখি সংস্কৃত না আরোও কি কি এনেছেন।
যাক গিফট পেয়েছেন সে তো দেখছি। পাঠালো টা কে? কোনো মেয়ে পাঠাবে না সিওর। রং প্রজাতির কেউ নয়তো? :D) 😀 :p
স্বপ্ন
শুভ জন্মদিন প্রিয় ছাইরাছ হেলাল ভাইয়া -{@ সোনেলায় লগইন হয়ে মন ভালো হয়ে গেলো আজ।প্রিয় ব্লগারের জন্মদিন আজ।বন্ধুর জন্মদিনে এমন পোষ্ট দেয়ায় আপনাকে ধন্যবাদ নীলাদি।
নীলাঞ্জনা নীলা
স্বপ্ন ভাইয়া আপনাদের সকলের মন্তব্যে পোষ্টটি আলো ছড়িয়েছে। -{@
সীমান্ত উন্মাদ
হেলাল মামা জন্মদিনে আবারো শুভেচ্ছা জানালাম। আর জন্মদিনের উপহার হিসেবে এমন পোষ্ট পাওয়া, এর চেয়ে দারুন উপহার আর কি হতে পারে।
বেঁচে বর্তে থাকুক আপনাদের বন্ধুত্ব অনন্তকালের রথযাত্রাও, শুভকামনা দুই জনের জন্যই।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া তোমার জন্মদিন কবে? তারিখটা দেবে?
সীমান্ত উন্মাদ
আপু তুমি আমার ফেইসবুক আইডিতে একটা মেসেজ দাও আমি তোমাকে দিয়ে দিব। কেন দিব না, তুমিতো আমার আপু। আর যদি ওখানে মেসেজ দিতে না চাইলে এখানে বলো দিয়ে দিব এখানেই। -{@
সীমান্ত উন্মাদ
এইটা আমার ফেইসবুক আইডিঃ https://www.facebook.com/simantounmad
এটাতে যে জন্ম দিনের ডেইট দেওয়া আছে তা আমার না বাংলাদেশের জন্মদিনের। আসলটা আমি তোমাকে ইনবস্কে দিয়ে দিব। 🙂 😀 -{@
নীলাঞ্জনা নীলা
ভাইয়া সময় আসুক, দেখো তখন কি পাও। 😀 -{@
রিমি রুম্মান
শুভ জন্মদিন সম্রাট ভাই। জন্মদিন উপলক্ষে লেখা… ছুঁয়ে গেলো। শুভকামনা নীলা দি । -{@
নীলাঞ্জনা নীলা
বাহ এই না হলে রিমি আপু!
মন্তব্য নেচে উঠলো। -{@
লীলাবতী
আমি কেন এসব খবর আগে পাইনা?আমাকে কেউ একটু জানালেনও না 🙁 আমারও ইচ্ছে করে জন্মদিনের পোষ্ট দিতে 🙁
আমি কেন বঞ্চিত থাকি?এত ভালো পোষ্ট দিতে পারতাম না আমি,কিছু তো একটা পারতাম 🙁
শুভ শুভ শুভ জন্মদিন ছাইরাছ হেলাল ভাইয়া -{@
নীলাপু সুপার পোষ্ট কি একে বলে? -{@
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদি সুপার পোষ্ট, কি যে বলেন না!
আচ্ছা এখন আপনার জন্মদিন কবে সেটা বলুন। জানাতে ভুলবেন না -{@
অনিকেত নন্দিনী
আজ ব্লগে না এলে তো জানতামই না কবি সাহেবের জন্মদিন! আজকাল খুব কম আসা হচ্ছে। সংসার, সন্তান আর কাজের ফাঁকে একটু বেশিই আটকে গেছি বলে আজকাল কবি সাহেবের কবিতা পড়ার সুযোগ হয়না তেমন। কবি সাহেবের রমণীরা কে কেমন আছে তাও জানিনা। রাইয়ের পর কি আরো কেউ এসেছে নীলাদি?
কবি সাহেব আরো অনেক অনেক ভালো থাকুন, নিত্যনতুন রমণীরত্ন নিয়ে কাব্য করতে থাকুন আর আমাদের মাঝে এমনি করেই মুগ্ধতা ছড়িয়ে রাখুন এই প্রত্যাশা রইলো আজকের দিনে।
শুভ জন্মদিন কবি সাহেব। -{@ -{@ -{@
নীলাঞ্জনা নীলা
নন্দিনীদি জানিনা তো রাইয়ের পরে আর কি কেউ এসেছে নাকি! কবিভাইয়ের খবর তো আলাদা করে পাইনা। যদি পাই, অবশ্যই জানাবো। 🙂
শুন্য শুন্যালয়
বিসর্গ-চন্দ্রবিন্দু শেষের দিকে এসে ব্যঞ্জনবর্ণকে ব্যঞ্জন করে তারপর ফুরায়… কবিতাও তাহলে রান্নাবান্না! ঐ আপু এইজন্যেই তো এত্তো কঠিন লাগে। কি করে বাক্য আসে তোমার মাথায় এতো!
মাথামুণ্ডু যা আসে তাই দিয়েই সবচাইতে সুন্দর কিছু হয়, অইযে যেমন ক্যাজুয়াল ফটো সবচাইতে সুন্দর।
তোমার শুভেচ্ছা লেখা তোমার মতোই হয়েছে আপু। ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেলেছি, তবু আবার জানালাম, শুভ জন্মদিন ভাইয়া।
জিসান ভাইয়া, আর তোমার মতো এতো সুন্দর শুভেচ্ছা আমি দিতেই পারতাম না। -{@ (3
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু তুমি আর কবি ভাই অনেক ভালো বন্ধু, আমি জানি। নানার সাথে অনেক গল্প হয় আমার। ব্লগে যখন অনিয়মিত ছিলাম নানার কাছে তোমাদের সবার অনেক অনেক গল্প শুনতাম। একটা কথা মানি আমি, পুরোনো বন্ধু সবসময় ডায়ামন্ড, আর নতূন যারা তারা হাওয়ার মতো চঞ্চল। নানাকে বলেছিলাম নানা আমি কি পোষ্ট দিয়েছি, সামনের বছর আবার নাও দিতে পারি। কিন্তু তুমি দিয়ে এসেছো সবসময়। দিয়ে যাবেও। বন্ধুত্ত্ব একেই বলে। আপু তুমি আর কবিভাইয়ের বন্ধুত্ত্বের কাছে আমি ফিকে, ম্লান। আজীবন তোমাদের এই বন্ধুত্ত্ব-টান যেনো থাকে। কখনো যেনো ধুসর না হয়। -{@ (3
শুন্য শুন্যালয়
ও নীলাপু, আমার মাথাই খারাপ, কাটখোট্টা লেখুড়ে টাইপ লোকের সাথে আমি বন্ধুত্ব করিনা। এরা বড় স্বার্থপর আর কঞ্জুস হয়, কবি ভাইয়ের মত। সব পুরনো একসময় নতুন ছিল। বন্ধুত্ব সবসময়ই ডায়মন্ড। আমি অনেক সৌভাগ্যবান সোনেলায় তোমাদের পেয়েছি। চারপাশে ঘিরে আছো তোমরা, অনুভব করি কেউ কেউ আমার জন্য অপেক্ষা করছে। একা লাগেনা কখনো। তুমিও আমার খুব ভালো একজন বন্ধু। থাকবে তো পাশে?
নীলাঞ্জনা নীলা
আপু এতো অভিমান কেন কবি ভাইয়ের উপর তোমার? অবশ্য সে তোমাদের ব্যাপার বাপু। আমি ওসবে নেই। আমার ভাগ পেলেই হলো। 😀
শুন্য আপুকে -{@ (3
থাকবো। সময় যদি আমায় না রাখে, জেনে রেখো মনের ভেতর থাকবে।
শুন্য শুন্যালয়
কবিভাই রে একটু চেতানোর চেষ্টা করি, কিন্তু এত ভালু, চেতেইনা, খামাখা টাইম নষ্ট। 🙁 তোমরা সবাই ভালো, পুরনো কথা। তবে তুমি যে বোকা এইটা নতুন ধরা দিচ্ছে। তোমার উপর অভিমান আমার। এফবিতে রিকুয়েস্ট পাঠিয়েছিলাম আজ থেকে বছর ২ আগে, ফিরিয়ে দিয়েছ। অভিমানে আর দিইনি। তখন তো চিনতে না, এখনো কি চেনোনা?
লাভু আপু। (3 -{@
নীলাঞ্জনা নীলা
ওরে আপু, তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম? তাহলে ঠিক আছে শাস্তি দাও। আমি সে ব্যবস্থা করছি। প্রতিশোধ নিও। ফ্রেন্ড রিক্যুয়েষ্ট পাঠিয়েছি। -{@ (3
ইমন
আমার পক্ষ থেকেও জন্মদিনের শুভেচ্ছা 🙂
নীলাঞ্জনা নীলা
ইমন ধন্যবাদ দিচ্ছি কবিভাইয়ের পক্ষ থেকে। -{@
ব্লগার সজীব
শুভেচ্ছা পুর্ন লেখাটি পড়লাম তিনবার।এত ভালো শুভেচ্ছা পোষ্ট হয়! শুভ জন্মদিন ছাইরাছ হেলাল ভাইয়া।
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া আপনার জন্মদিন কবে? গিফট পাঠাবো। 😀
অরুণিমা
শুভ জন্মদিন হেলাল দা -{@ -{@ জন্মদিনের কেক তো পেলাম না দিদি।
নীলাঞ্জনা নীলা
দিদি সে কি আমিও পেয়েছি? মারাত্মক কিপ্টুস কবিভাই। পোষ্ট দেয়ার পর মন্তব্য করেই পালিয়েছেন। 😀
ছাইরাছ হেলাল
দুঃখিত, অনেক দেরি তে লিখলাম। আসলে লিখতে বাধ্য হালাম।
আসলে সবাই এত বেশি আন্তরিকতা দেখিয়েছে, তার প্রাপ্য মর্যাদা পূর্ণ উত্তর দেয়ার যোগ্যতা বহন করি না।
তাই নিরবে সবাইকে সবার কাছে কৃতজ্ঞতা জানালাম।
সত্যিই আমি আনন্দিত অভিভূত।
আপনাকে ধন্যবাদ দেয়ার সাহস পাচ্ছি না।
নীলাঞ্জনা নীলা
ভাগ্য ভালো অক্টোবরের মধ্যেই এলেন। তাতেই হবে। নভেম্বরে এলে সামনের বছরের জন্য আবার তুলে রেখে দিতাম। 😀 :D)
ধন্যবাদ দেয়ার সাহস পাচ্ছেন না মানে? আমি কি রাক্ষসী নাকি শাকচুন্নী! ভয়ঙ্কর কিছু? ;?
এখুনি ধন্যবাদ দিন। নইলে… :@ থাক বললাম না।
ছাইরাছ হেলাল
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এতো ভয়ংকর ঘটনা।
নীলাঞ্জনা নীলা
কিসের ভয়ঙ্কর শুনি?
আচ্ছা আজকাল আপনাকে দেখিনা। হাওয়া হাওয়া হয়ে আছেন, ঘটনা কি? ;?