পর্ব ১
তোমার নাম দিলাম শঙ্খ,
কেন সে কথা না হয় নাইবা বলি, আরও অনেক কথা বলার আছে বাকি…
শঙ্খ তুমি কি জানো তোমায় ভালবাসি?
হুম, ভালবাসি !
তোমার আঁকাবাঁকা খরগোশ দাঁতের ফাঁকে ঝুলে থাকা হাসিটাকে ভালবাসি…
বিরক্তিতে কপালে কুঁচকে থাকা রাগটাকে ভালবসি…
তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানোর ভঙ্গিটা ভালবাসি…
আবেগ লুকিয়ে রাখা চোখগুলোকে ভালবাসি
সিগেরেটে পুড়িয়ে ফেলা ঠোঁটটাকে ভালবাসি…
ওই রঙচটা বিবর্ণ-উদাসীন জীবনটা ভালবাসি…
এলোমেলো পা ফেলে চলা সাধাসিধে জীবনযাপন ভালবাসি…
তোমার অগোছালো স্বপ্নগুলোকে ভালবাসি…
অনেকটুকু হাসি-ঠাট্টার আড়ালে রাখা গম্ভীরতাকে ভালবাসি…
আমার একটু অসুস্থতায় তোমার অনেকটুকু অস্বস্থিকে ভালবাসি…
সময়ে অসময়ে জ্বালাতে ভালবাসি…
আমার পাগলামিগুলো প্রশ্রয় দেয়া ভালোবাসাটাকে ভালবাসি…
শিশুর মত সুযোগ পেলেই ঘর থেকে বেরিয়ে যাওয়ায় পরম মমতায় ভুলিয়ে ভালিয়ে ঘরে পৌঁছে দেয়ার জন্য ধরে রাখা হাতটাকে ভালবাসি…
হাতে হাত ধরে তোমার পায়ের চিহ্ন দেখে দেখে পথচলাকে ভালবাসি…
তোমার সব ভালোগুলোকে ভালবাসি, সব মন্দগুলোকে ভালবাসি…
তোমার ভালোবাসাকে ভালবাসি, তোমাকে ভালবাসি…
এ যদি ভালোবাসা না হয়, তবে ভালোবাসা কি? একটু বলবে???
__________________________তোমার অবন্তি
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম ।
এত ভালোবাসা দেখে শংখ ও ভালোবাসবে নিশ্চিত । -{@ (y)
দিলরুবা মুন
😀
লীলাবতী
অবন্তির ভালোবাসা দেখে মুগ্ধ হলাম । সুন্দর , কোমল ।
দিলরুবা মুন
ধন্যবাদ, দোয়া করবেন…
বনলতা সেন
খুব সুন্দর জ্বব জ্ববে ভালোবাসার কথা ।
ভালো নয় এমন ভালোবাসা ।
চালু থাকুক লেখা ।
দিলরুবা মুন
ভালবাসায় ভালমন্দের হিসেব কি আর চলে? 🙂
ধন্যবাদ 🙂
ক'রেখেলা_কাটেবেলা
ভালোবাসা এক অনুচ্চারিত আলোকিত অনুভূতি | গোপনে অশ্রু ঝরিয়ে, বুক কাঁপিয়ে চিত্তে আলোড়ন তুলে এর যাওয়া-আসা |
শভেচ্ছা রইল |
দিলরুবা মুন
আপনাকেও শুভেচ্ছা 🙂
খসড়া
সেনোলায় সুস্বাগতম।
দিলরুবা মুন
লেখার সুযোগ করে দেয়ার জন্য সোনেলাকে ধন্যবাদ 🙂
ছাইরাছ হেলাল
এখানে আপনি স্বাগত ।
বেশ আবেগময় সুন্দর লেখা ।
দিলরুবা মুন
ধন্যবাদ ^_^
অন্তরা মিতু
বেস্ট অফ দ্যা বেস্ট – “হাতে হাত ধরে তোমার পায়ের চিহ্ন দেখে দেখে পথচলাকে ভালবাসি…”…
হায় রে আমার যদি প্রেমে পড়ার বয়সটা এখনো থাকতো… এই রকম একটা লেখা দিলেই বাজিমাৎ … 🙂 🙂 🙂
দিলরুবা মুন
ভালবাসায় বয়স লাগেনা, আমি নিজেই তো বুড়ী 😛
নিশিথের নিশাচর
জয় হোক ভালোবাসার।
বেঁচে থাকুক ভালোবাসার অটুট বন্ধনে।
বাকি পর্ব গুলো পড়তে চাই।
দিলরুবা মুন
অবশ্যই 🙂
ব্লগার সজীব
এমন ভালোবাসার আবেগকে শ্রদ্ধা জানাই (y) (y)
দিলরুবা মুন
আবেগ সবারই থাকে, কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না…
কম ভালবেসেও বেশী বেশী দেখিয়ে মন জয় করে ফেলে, আর বুক ভরা ভালোবাসা নিয়ে বোকা ছেলেটা চুপচাপ চোখের জল ফেলে…
আমার ভাগ্য ভালো, আমি লিখতে পারি 🙂