শঙ্খ কিছু একটা বোঝাতে চাইছে অবন্তিকে,
অবন্তি কিছুই বুঝতে পারছে না…
মাঝে মাঝে শঙ্খকে তার খুব অচেনা মনে হয়,
যেন একটা সচ্ছ দেয়াল আলাদা করে রেখেছে তাকে,
চাইলেও সে দেয়াল সে সরাতে পারেনা…
ইচ্ছে হলেও এখন শঙ্খকে ছুঁয়ে দেখতে পারবে না অবন্তি…
শঙ্খের কথাগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে,
শঙ্খও কেমন যেন ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে…
খুব কষ্ট হয় অবন্তির, খুব…
হতে পারে শঙ্খ চায় না অবন্তি কথাটা বুঝতে পারুক!!
হতে পারে কিছু জিনিস বুঝতে না পারাটাই অবন্তির জন্য ভাল!!
বুঝলে হয়ত কষ্ট পাবে…
মনে হয় শঙ্খ ফিরে যেতে চায় নীল সমুদ্রে…
১৬টি মন্তব্য
আমার স্বপ্ন ও মনের কথা
ভালো লাগল । 🙂
দিলরুবা মুন
🙂
রকিব লিখন
ফিরার আশাবাদে শেষ কবিতা।। শঙ্খ ফিরে আসুক
অবন্তির জীবনে,
বুকের জমিনে,
অন্তরের গহীনে……………….. (y)
দিলরুবা মুন
কিছু মানুষ ফিরে আসার জন্য চলে যায় না… 🙁
শুন্য শুন্যালয়
হুম কেউ যদি না চায় তাকে কেউ বুঝুক, কেউ যদি চায় নিজেই দুরে থাকুক…অবন্তির সাধ্য কি শংখকে ধরে রাখুক …
দিলরুবা মুন
🙁
আদিব আদ্নান
শঙ্খ যন্ত্রনার সমুদ্রে যদি যেতেই চায় যাক না সে অমন চুলোয় ।
দিলরুবা মুন
হুম ;?
খসড়া
সব পাখি কি নীড়ে ফিরে?
দিলরুবা মুন
;(
জিসান শা ইকরাম
খসড়া বলেছেনঃ সব পাখি কি নীড়ে ফিরে?
দিলরুবা মুন
দেখলুম 🙁
লীলাবতী
পড়ে মুগ্ধ হলাম আপু । -{@ (3
দিলরুবা মুন
(-3 -{@
ছাইরাছ হেলাল
কিছু বোঝা আর কিছু না বোঝা নিয়েই চলুক শঙ্খ আর অবন্তি ।
দিলরুবা মুন
কিছু বোঝা আর কিছু না বোঝা নিয়ে (y)