শঙ্খ কিছু একটা বোঝাতে চাইছে অবন্তিকে,
অবন্তি কিছুই বুঝতে পারছে না…
মাঝে মাঝে শঙ্খকে তার খুব অচেনা মনে হয়,
যেন একটা সচ্ছ দেয়াল আলাদা করে রেখেছে তাকে,
চাইলেও সে দেয়াল সে সরাতে পারেনা…
ইচ্ছে হলেও এখন শঙ্খকে ছুঁয়ে দেখতে পারবে না অবন্তি…
শঙ্খের কথাগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে,
শঙ্খও কেমন যেন ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে…
খুব কষ্ট হয় অবন্তির, খুব…

হতে পারে শঙ্খ চায় না অবন্তি কথাটা বুঝতে পারুক!!
হতে পারে কিছু জিনিস বুঝতে না পারাটাই অবন্তির জন্য ভাল!!
বুঝলে হয়ত কষ্ট পাবে…
মনে হয় শঙ্খ ফিরে যেতে চায় নীল সমুদ্রে…

১০১৪জন ১০১২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ