এইতো জীবন!

মনির হোসেন মমি ২৮ জানুয়ারি ২০১৫, বুধবার, ০৬:৪৬:৪৭অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

মনে নেই শান্তি
ঘরে বাহিরে সর্বত্রই অশান্তি
শুনলাম শান্তির মায়ের বিয়োগান্ত ঘটেছে
শান্তির বাপ বেচে আছেন কোন মতে
তিন হাটু এক হয়ে নিশ্চুপ অন্ধকারে।

এই…এই এই কই গো
এক কাপ চা দাও না…
নাহ্ বয়স হলে সবার কাছে মনে হয়
মানুষ একটা জড় পদার্থ।

কার কি হলো,
তুমি কি সারা জীবনই জোয়ান থাকবা নাকি
এই নাও চা,চিনি কম
চিনি কম কেনো,আমারতো ডায়াবেটিস নেই।

বাজারতো নিজে করো না বুঝবে কি করে
প্রতিদিনই এটা না হয় ওটা দাম বাড়ছে তো বাড়ছেই
কমার কোন লক্ষণ নেই,
আগামীতে মনে মনেই চা খেতে হবে।

গিন্নী যখন রাগ নিয়ে কথা বলে
তখন তাকে বেশ সুন্দর লাগে
গালে টোল পড়ে চোখঁ যেন হরিণী হরিণী লাগে
আমি নিশ্চুপে অবাক দৃষ্টিতে চেয়ে থাকি….
কি হলো এমন করে চেয়ে আছো কেনো

দেখছি তোমাকে,
এতোটা বছর কি দেখোনি
হুম দেখেছি,তবে এমন মুহুর্ত কমই জুটে কপালে
থাক,
এই বুড়ো বয়সে আর রোমান্টিকতা দেখাতে হবে না

তুমি কি জানো রোমান্টি মোক্ষম সময় কোনটি,শোন
জীবনের শেষ বয়সে,
যখন ছেলে মেয়েরা প্রতিষ্টিত
যার যার জীবনের তাগিদে ভিন্ন স্হানে অবস্হানে
তখন আমরা আবার ফিরে আসি সেই প্রথম জীবনে
যে জীবনে তুমি হীনা আমি নিঃস্ব,
তোমায় এক দন্ড কথা না হলে,
দেখা না হলে মন শিউরে কেদে উঠত
আজ এই শেষ বেলায় সেই মুহুর্তটিই ফিরে আসল।

কত আজীব মানুষের জীবন
ছিলাম ছুড়ি হলাম বুড়ি।

৪৭৪জন ৪৭৪জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ