মনে নেই শান্তি
ঘরে বাহিরে সর্বত্রই অশান্তি
শুনলাম শান্তির মায়ের বিয়োগান্ত ঘটেছে
শান্তির বাপ বেচে আছেন কোন মতে
তিন হাটু এক হয়ে নিশ্চুপ অন্ধকারে।
এই…এই এই কই গো
এক কাপ চা দাও না…
নাহ্ বয়স হলে সবার কাছে মনে হয়
মানুষ একটা জড় পদার্থ।
কার কি হলো,
তুমি কি সারা জীবনই জোয়ান থাকবা নাকি
এই নাও চা,চিনি কম
চিনি কম কেনো,আমারতো ডায়াবেটিস নেই।
বাজারতো নিজে করো না বুঝবে কি করে
প্রতিদিনই এটা না হয় ওটা দাম বাড়ছে তো বাড়ছেই
কমার কোন লক্ষণ নেই,
আগামীতে মনে মনেই চা খেতে হবে।
গিন্নী যখন রাগ নিয়ে কথা বলে
তখন তাকে বেশ সুন্দর লাগে
গালে টোল পড়ে চোখঁ যেন হরিণী হরিণী লাগে
আমি নিশ্চুপে অবাক দৃষ্টিতে চেয়ে থাকি….
কি হলো এমন করে চেয়ে আছো কেনো
দেখছি তোমাকে,
এতোটা বছর কি দেখোনি
হুম দেখেছি,তবে এমন মুহুর্ত কমই জুটে কপালে
থাক,
এই বুড়ো বয়সে আর রোমান্টিকতা দেখাতে হবে না
তুমি কি জানো রোমান্টি মোক্ষম সময় কোনটি,শোন
জীবনের শেষ বয়সে,
যখন ছেলে মেয়েরা প্রতিষ্টিত
যার যার জীবনের তাগিদে ভিন্ন স্হানে অবস্হানে
তখন আমরা আবার ফিরে আসি সেই প্রথম জীবনে
যে জীবনে তুমি হীনা আমি নিঃস্ব,
তোমায় এক দন্ড কথা না হলে,
দেখা না হলে মন শিউরে কেদে উঠত
আজ এই শেষ বেলায় সেই মুহুর্তটিই ফিরে আসল।
কত আজীব মানুষের জীবন
ছিলাম ছুড়ি হলাম বুড়ি।
১৬টি মন্তব্য
স্মৃতির নদীগুলো এলোমেলো...
বাহ! বেশ তো!!
বনলতা সেন
জীবন এমনই হয়ত।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে মনির ভাই।
খেয়ালী মেয়ে
এইতো জীবন এভাবেই যাচ্ছে কেটে…আগামীতে মনে মনেই যেমন চা খেতে হবে, শখ আহ্লাদগুলোও থাক না মনে মনেই, জীবনের সাথে তাদেরও সমাপ্তি ঘটবে সময়ে 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে। -{@
খসড়া
চমৎকার হয়েছে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মনের মত কি -{@
আবু জাকারিয়া
১. তিন হাটু বলতে কি বুঝিয়েছেন?
২. “ছিলাম ছুড়ি হলাম বুড়ি।” এখানে বুড়ি হবে নাকি বুড়ো।
যাই হোক অনেক সুন্দর হয়েছে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তিন হাটু বলতে আপনি যদি একটু খেয়াল করে লাঠিতে ভর দিয়ে চলা কোন এক বৃদ্ধকে বসতে দেখলে তার দুহাটুর মাঝ খানে মাথাটাও নুয়ে পড়ে।আর অবশ্যই বুড়ি।ধন্যবাদ আপনাকে -{@
মাহামুদ
লেখায় যে অনুভূতিটা কিন্তু মারাত্বক!
শেষ বেলায় যখন শারীরিক চাহিদা থাকবেনা, অতীতের জোর থাকবেনা সেইসময়কার ভালোবাসাই তো সত্যিকারের ভালোবাসা।
তবে ওইসব বুড়োবুড়ির জন্য আফসোস যাদের পার্টনার তাদের বহু আগেই গত হয় :p 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য -{@
নওশিন মিশু
এইতো জীবন, এভাবেই চলতে থাকবে …. 🙂
সীমান্ত উন্মাদ
হা হা। আমার অনেক ভালোলাগছে। প্লাস এর বন্যা এবং শুভকামনা মনির ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ দাদা -{@
ছাইরাছ হেলাল
সত্যিই আমরা আজব জীব।
ব্লগার সজীব
ভালো লিখেছেন ধন্যবাদ (y)