উষ্টা খাওয়ার আগেঃ
চাইনা কিছুই তোমায় ছাড়া
তোমার আছে জানা,
তোমায় পেলে ধন্য জীবন
হবে ষোল আনা।
এমন কথা বলতে প্রেমে-
উষ্টা খাওয়ার আগে,
ভোগে জীবন ধন্য নয় তো
ধন্য জীবন ত্যাগে।
উষ্টা খাওয়ার পরেঃ
তোমায় পেয়ে পাইনি কিছুই
দেউলিয়া হতে বাকি,
সোনার জীবন আঙ্গার হলো
দুঃখ কোথায় রাখি।
এমন কথা প্রায় শোনা যায়
উষ্টা খাওয়ার পরে,
তোমায় পেয়ে নষ্ট জীবন
স্পষ্ট কষ্টে মরে।
জবরুল আলম সুমন
সিলেট।
২৪শে মে ২০১১ খৃষ্টাব্দ।
১৮টি মন্তব্য
লীলাবতী
তো আপনি কী উষ্টা খাইতে আগ্রহী নন? কবিতা পড়ে হাস্তেই আছি।
জবরুল আলম সুমন
এমন উষ্টা কে না খাইতে চায়? কবি বলেছেনঃ শতবার উষ্টার আঘাত খেয়ে মুক্ত হলাম আমি কিন্তু কি করি হৃদয়ই মুক্তির পরিপন্থী!!! 😛
ছাইরাছ হেলাল
উষ্টা কথন দারুন হয়েছে ।
অভিজ্ঞতা কথা বলে ।
এখন উষ্টার কী হবে ? কেউ কি আর উষ্টা খাবে না ?
জবরুল আলম সুমন
উষ্টা খায়নি এমন কেউ কি আছে? থাকলে, তাকে জাদুঘরে রাখার ব্যবস্থা করা যেতে পারে… 🙂
জিসান শা ইকরাম
প্রেম মানে উস্টা খাওয়া ? হা হা হা হা হা
আজকে শুধু হাসির দিন আমার। সকাল থেকে হাসতেই আছি।
এই পোস্ট দেখে দিনের শেষ হাসি হাসতে থাকবো , বুঝতেছি ।
জবরুল আলম সুমন
এটা যার কাছে যেমন। কারো কাছে উষ্টা আবার কারো কাছে মিষ্টা (মিঠা) !!!
আদিব আদ্নান
উষ্টা , আগে বা পরে যখনই খাওয়া হোক না কেন উহা স্বাস্থ্যপ্রদ ।
তা আপনি কখন খেলেন ।
জবরুল আলম সুমন
খাসা বলেছেন। প্রতিটি খারাপেরও কিছু ভালো দিক আছে আবার প্রতিটি ভালোরও কিছু খারাপ দিক হয়তো আছে… 😛
যাযাবর
উষ্টা যখনই খান , খুবই মজাদার কিন্তু 🙂
জবরুল আলম সুমন
জেনে প্রীত হইলাম… 🙂
প্রজন্ম ৭১
খুব মজার লেখা , আমি তো কিছুই খেলাম না ।
জবরুল আলম সুমন
বলেন কি!! এটা কি আমরা নবম (অষ্টমটা আশ্চর্য নিয়ে যুদ্ধ চলছে) আশ্চর্য হিসেবে আমরা ধরে নিতে পারি? 😛
লজিক্যাল সুমধু
আপনার রম্য কবিতার প্রেমে পড়ে গেছি দাদা। উষ্টা খেতে চাইনা। আরো চাই।
জবরুল আলম সুমন
জেনে প্রীত হইলাম যে আমার রম্য লেখা আপনার ভালো লাগছে… 🙂 🙂 🙂
আমি চাইনা আপনি উষ্টা খান, সোজা হয়েই থাকুন, ঘাড় বাকা করলেই স্ত্রৈণ হওয়ার হাতছানি… 🙁
সাথেই থাকুন, আরোও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি… 🙂 অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা।
এই মেঘ এই রোদ্দুর
দারুন মজা হইছে …………..খুব সুন্দর সুপার লাইক
জবরুল আলম সুমন
আফাগো (আফা হইলে আফা নাই হইলে ভাইজান, ছোট খাটো ভুল ক্ষ্যামা দিয়েন) লাইক কই দিলেন? লাইকের বাটনটা ত খুইজ্জা পাইতেছিনা… 🙁
শিশির কনা
😛 😛 খুব মজাদার
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
দারুণ দারুণ
তা আপন অভিজ্ঞতা নাকি