উষ্টা খাওয়ার আগেঃ
চাইনা কিছুই তোমায় ছাড়া
তোমার আছে জানা,
তোমায় পেলে ধন্য জীবন
হবে ষোল আনা।

এমন কথা বলতে প্রেমে-
উষ্টা খাওয়ার আগে,
ভোগে জীবন ধন্য নয় তো
ধন্য জীবন ত্যাগে।

উষ্টা খাওয়ার পরেঃ
তোমায় পেয়ে পাইনি কিছুই
দেউলিয়া হতে বাকি,
সোনার জীবন আঙ্গার হলো
দুঃখ কোথায় রাখি।

এমন কথা প্রায় শোনা যায়
উষ্টা খাওয়ার পরে,
তোমায় পেয়ে নষ্ট জীবন
স্পষ্ট কষ্টে মরে।

জবরুল আলম সুমন
সিলেট।
২৪শে মে ২০১১ খৃষ্টাব্দ।

১৫৬৮জন ১৫৬৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ