চাঁদের মত ফেইসটা তোমার
রংটা গায়ের ফর্সা,
চাহনীটাও মার্ভেলাস
বিঁধে বুকে বর্শা।।
মনে আছে মুমু তোমার
ফার্স্ট ইয়ারের কথা,
চাল চলনে হত মনে
লজ্জাবতী লতা।।
“সেজানে” বসে মোদের
কাটত দূপুর বেলা,
তোমার সাথে বসত কিছু
ছেঁচড়া মার্কা পোলা।।
এক টেবিলে আমি আর
অন্যটাতে তুমি,
ক্রেডিট কিছু পাবো বলে
অর্ডার দিতাম দামি।।
কিন্তু তুমি করলে নাকো
আমায় কভূ কেয়ার,
বুঝলে নাতো তোমায় আমি
করি কত্ত পেয়ার।।
মাঝে মাঝে তুমি যখন
কোনা চোখে দেখতে,
ঐ চাহুনি উৎসাহ দিত
লাভ লেটারটা লিখতে।।
মুমু তোমায় লাইক করি
ইতি আমি অনিক,
উত্তর তোমার ছোট্ট ছিল
ছ্যাকামাইসিন টনিক।।
কষ্ট করলে কেষ্ট মেলে
বলল ঠাকুর কেষ্টা,
কোথায় তোমায় পেলাম বলো
এত্ত করেও চেষ্টা।।
তোমার তরে, সব ছেড়ে হায়
নিঃস আমি একা,
সারা জীবন বিলিয়ে যাব
পারলে আমায় ঠেকা।।
অনেকদিন থেকেই বিভিন্ন জায়গায় হরতাল আর মারামারি নিয়ে লিখতে লিখতে আমি ভিষন ক্লান্ত তাই আগামিকালের হরতালের আগে মনটা একটু চাঙ্গা করতে। রম্য কাব্য।
শুভকানা সকলের জন্য।
১৮টি মন্তব্য
আদিব আদ্নান
অসাধারণ বলতেই হচ্ছে ।
হরতাল ক্লান্ততায় বেশ জমিয়ে লিখছেন দেখছি ।
অবশ্যই আপনাকে ঠেকাতে মঞ্চায় ।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। হা হা ঠেকাইতে চাইলে চেষ্টা করুন। :D) :D)
তন্দ্রা
চমৎকার এক কথা মজাদার।
সীমান্ত উন্মাদ
আর আপনার জন্য শুভকামনা থাকলো যাতে ছ্যাঁকামাইসিন খুব শিঘরিই আপনার মন দুয়ারে হানা দেয়। \|/
খসড়া
:D)
সীমান্ত উন্মাদ
:D) 😀
আমার মন
ফিলিং রোমান্টিক ম্যান \|/
সীমান্ত উন্মাদ
তাই নিশ্চিন্তে থাকুন খুব শিগরি ছ্যাঁকা মাসিন টনিক আপনার জন্য আসিতেছে। \|/ :D)
শুন্য শুন্যালয়
ইরাইথ্রোমাইসিন এন্টিবায়োটিক এর নাম শুনেছি আজ শুনলাম ছ্যাঁকামাইসিন 😀
সীমান্ত উন্মাদ
ফ্লেক্সিলোড শুনছেন, হেঁচকি লোড শুনছে কি????
আরো কতকি যে জীবনে শুনবেন। খালি বয়স বাড়াইতে থাকেন :p
মা মাটি দেশ
\|/ \|/ (3 (3 (y) (y) নিঃশব্দ।
সীমান্ত উন্মাদ
না ভাই নিঃশব্দে থাকবেন নাইলে কিন্তু অন্যে হানা দিয়ে নিয়ে যাবে কলাম। :p :D) \|/
ছাইরাছ হেলাল
চাই , সব সময় যেন চাঙ্গা থাকেন ,
তাহলেই আমারা সুন্দর লেখা পাব ।
সীমান্ত উন্মাদ
ভাইরে চাঙ্গা আর থাকমু কেমনে কন
চারিদিকে বোমা ফাটে যখন তখন।
আপনার জন্য ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর। 😀
রকিব লিখন
অনেক চেষ্টার ফল না পেয়ে তেষ্টা যেমন আপনার বেড়েছে, তেমনি আমি বলবো এমন মেয়ের জন্য কষ্ট পেয়ে জীবন নষ্ট করার দরকার নাই।।
সীমান্ত উন্মাদ
আমাকে সিরিয়াস মানুষ ভাবার জন্য অনেক ধন্যবাদ ভাই। কারন আপনিই মনে হয় প্রথম ব্যাক্তি যিনি আমাকে সিরিয়াসলি নিলেন। আর আমার ভালোবাসার রং চড়ানো মানুষটা মরে গেছে অনেক আগেই। তাই রম্য নিয়েই বেঁচে আছি হেঁসে খেলে। অনেক অনেক শুভকামনা নিরন্তর আপনার জন্য।
বনলতা সেন
এ দেখছি নয়া দেবদাস ।
সীমান্ত উন্মাদ
নাগো আপু আমি দেবদাস নই।। হলে কারো জন্য মদ খেয়ে জীবন নষ্ট করার মত পাবলিক আমি না। । শুভকামনা নিরন্তর আপনার জন্য।
বিঃদ্রঃ আমি কিন্তু অনেক কঠিন মানুষ।