চাঁদের মত ফেইসটা তোমার
রংটা গায়ের ফর্সা,
চাহনীটাও মার্ভেলাস
বিঁধে বুকে বর্শা।।

 

মনে আছে মুমু তোমার
ফার্স্ট ইয়ারের কথা,
চাল চলনে হত মনে
লজ্জাবতী লতা।।

 

“সেজানে” বসে মোদের
কাটত দূপুর বেলা,
তোমার সাথে বসত কিছু
ছেঁচড়া মার্কা পোলা।।

 

এক টেবিলে আমি আর
অন্যটাতে তুমি,
ক্রেডিট কিছু পাবো বলে
অর্ডার দিতাম দামি।।

 

কিন্তু তুমি করলে নাকো
আমায় কভূ কেয়ার,
বুঝলে নাতো তোমায় আমি
করি কত্ত পেয়ার।।

 

মাঝে মাঝে তুমি যখন
কোনা চোখে দেখতে,
ঐ চাহুনি উৎসাহ দিত
লাভ লেটারটা লিখতে।।

 

মুমু তোমায় লাইক করি
ইতি আমি অনিক,
উত্তর তোমার ছোট্ট ছিল
ছ্যাকামাইসিন টনিক।।

 

কষ্ট করলে কেষ্ট মেলে
বলল ঠাকুর কেষ্টা,
কোথায় তোমায় পেলাম বলো
এত্ত করেও চেষ্টা।।

 

তোমার তরে, সব ছেড়ে হায়
নিঃস আমি একা,
সারা জীবন বিলিয়ে যাব
পারলে আমায় ঠেকা।।

 

অনেকদিন থেকেই বিভিন্ন জায়গায় হরতাল আর মারামারি নিয়ে লিখতে লিখতে আমি ভিষন ক্লান্ত তাই আগামিকালের হরতালের আগে মনটা একটু চাঙ্গা করতে। রম্য কাব্য।

শুভকানা সকলের জন্য।

 

৫১৯জন ৫১৯জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ