তেপ্পান্ন :
তিরির প্রতি
এই তো ম্যাচিউরড মেয়ের মতো কথা। ওসব বিয়ে-টিয়ে কে করে? আর আমার ফুলটুসী বিয়ে যদি করতে চায়, তাহলে ওর শাশুড়ীকে আমি বিয়ে করবো।
কেন জানিস? আমার টুসীটাকে একা পেয়ে যেনো কেউ কষ্ট দিতে না পারে।
– তোর অহম
চুয়ান্ন :
অহমের প্রতি
শোন এসব কথা ছাড়। ওই যে বলেছিলাম মেয়েটির কথা, ওর নাম পিউ। কি সুন্দর না নামটা? আর এতো শান্ত, একেকটি কথা বলে বোঝাই যায় মন থেকে খুব নরম। আমি এবার একটা ভুল আর করিনি, সরাসরি প্রথমেই জিজ্ঞাসা করে ফেলেছি। পিউ কিছু মনে করোনা তুমি কি এনগেজড? মেয়েটি এমন কথা ভাবেইনি। উত্তর দেয়নি, তবে আমি জানি বলবেই হ্যা নয়তো না।
– তোর তিরি
পঞ্চান্ন :
তিরির প্রতি
পৃথিবীতে উত্তর তো দুটোই। একটা হলো হ্যা, আরেকটি না। পিউ মেয়েটির জন্য এতো খারাপ লাগছে। বেচারি কার হাতে পড়েছে সে বুঝতে পারছেনা। গত পনেরো বছর থেকে আমি তো জেনেছি।
ঈশ্বর ওকে রক্ষা করুক এমন বিপদজনক জায়গা থেকে।
= ভাগ্যহত অহম
ছাপ্পান্ন :
অহমের প্রতি
খুব বেশী বলছিস কিন্তু। তোর ফুলটুসী যদি এসব শোনে, তুই ওর মাকে এসব বলছিস কি অবস্থা হবে বুঝছিস?
আচ্ছা বল যতো পারিস। পিউর মা-বাবার সাথে দেখা করেছি আমি আর প্রিয়। এতো কোমল আর স্বচ্ছ হৃদয়ের মানুষ এখনও আছে, ভাবতেই অবাক লাগে। পিউকে বললাম কথা বলতে চায় কিনা। এতো লজ্জ্বা পেলো, নাম্বারটা দিলাম ফোন করিস। তবে ওর বাবা-মা সহ পিউকে ইনভাইট করেছি আসছে বৃহস্পতিবার। ওইদিন ফোন দিস। আলাপ করিয়ে দেবো। এছাড়া ওই মেয়ে কথা না বলার সম্ভাবনাই বেশী।তোর ফুলটুসী আজকাল বেশ নাচে, তবে পিউকে দেখলে আরোও বেশী।
**ভাগ্যহত না রে গাধা, ওটা হতভাগা হবে…
– তোর তিরি
ক্রমশ প্রকাশ্য
হ্যামিল্টন,কানাডা
১৫ জানুয়ারী, ২০১৫ ইং।
সোনেলায় পঞ্চাশটি পোষ্ট দিয়ে ফেললাম? অবাক লাগে। এত লেখা আমার নিজের সংগ্রহেও নেই 🙂
এমন একটি লেখার ব্যংক তৈরী করে দেয়ার জন্য সোনেলাকে ধন্যবাদ -{@
আর পাঠকগন যারা নিয়মিত আমাকে উৎসাহ দিয়েছেন লেখার জন্য তাঁদের জন্য শ্রদ্ধা আর ভালোবাসা (3
২৩টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
অনেক রাত,ঘুমাতে হবে,দেখা হবে ভোরে,সবাই ভালো থাকুন -{@
সীমান্ত উন্মাদ
আপু তোমার লিখা সব সময় বেশ ভালো লাগে আমার। শুভকামনা জনিবে নিরন্তর।
নীলাঞ্জনা নীলা
আপনাকে ধন্যবাদ………… সীমান্ত উন্মাদ
শুন্য শুন্যালয়
বাহ দারুন একটা কথা বললেন তো, এতো লেখা আমার নিজের সংগ্রহেও নেই। সোনেলার সব লেখা আমার সংগ্রহ এটা ভাবতে বেশ ভালো লাগছে। আপনাকে অভিনন্দন আপু, এই অর্ধশত লেখা সোনেলাকে আলোকজ্জিত করে রেখেছে তার নিজের আলোয়, এক একটাই যেন যথেস্ট।
উত্তর হ্যাঁ বা না এর বাইরে আরেকটা আছে নিরুত্তর। 🙂 হতভাগা অহমের এইবার একটা গতি হোক। তবে হবেনা সেটাও বুঝতে পারছি, এটা ফ্ল্যাশব্যাক চলছে। জানিনা নিরুদ্দেশ অহম কবে ফিরে আসবে। লেখা কেমন লেগেছে বলছি না, জানেনই।
নীলাঞ্জনা নীলা
সোনেলা এক বিশাল লেখার ব্যাংক 🙂 ইচ্ছে করলেই বিনা মুল্যে এই ব্যাংক থেকে লেখা তুলতে পারি।আসলেই ফ্লাসব্যাক চলছে।ধন্যবাদ ………শুন্য শুন্যালয়
খেয়ালী মেয়ে
বাহ!! অহম তিরির উত্তর এবং প্রত্যুত্তর দেখে হিংসে হচ্ছে…
অভিনন্দন হাফ সেঞ্চুরির জন্য -{@
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ……… খেয়ালী মেয়ে -{@ আপনি খুব ভালো চিঠি লিখতে পারেন।
শাহানা আফরিন স্বর্ণা
অভিনন্দন!!!
অহম আর তিরির এর সাথে আজ ই হল পরিচয়। চমৎকার নাম দুটি!
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ……… স্বর্ণা -{@
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন বলেই আমরা আপনার অমূল্য লেখাগুলো পড়ার সুযোগ
পেয়েছি। আমরাও অহম তিরির অংশ হয়েছি নিজেদের অজান্তে।
নীলাঞ্জনা নীলা
আপনাদের অহম তিরির অংশ করাতে পেরেছি বলে ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে……… ছাইরাছ হেলাল -{@
জিসান শা ইকরাম
নীলা তিরি অহম প্রিয় ফুলটুসি সোনেলার অংশ হয়ে গিয়েছে।
অপেক্ষায় থাকি নতুন একটি পর্বের জন্য
শুধু কথা দিয়ে এতগুলো পর্ব রচনা, সহজ কাজ নয়।
তোর কখন পঞ্চাশ পোষ্ট হয়ে গেলো বুঝতেই পারিনি
এখানে লিখে যা যতদিন বেঁচে আছি,সোনেলা যতদিন আছে।
শুভেচ্ছা এবং অভিনন্দন -{@
নীলাঞ্জনা নীলা
এখানেই তো লিখছি,লিখতেই থাকবো 🙂
লীলাবতী
বেশ কিছুদিন অনুপস্থিক থেকে আপনার হাফ সেঞ্চুরী পোষ্ট পেলাম।দ্রুত সেঞ্চুরী চাই দিদি (3
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ………… লীলাবতী -{@ লেখা চলছে চলবে 🙂
খসড়া
বাহ দারুন তো। ভাল লাগল।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ……… খসড়া -{@
প্রহেলিকা
আমি কিন্তু এই পর্বের নীয়মিত ভক্ত হয়ে উঠেছি, আপনি সব সময়ই ভাল লেখেন।
অর্ধশত পোষ্টের শুভেচ্ছা, আরো এগিয়ে যেতে হবে। অভিনন্দন জানুন।
নীলাঞ্জনা নীলা
লেখা চলছে চলবে।ধন্যবাদ……… প্রহেলিকা -{@
বনলতা সেন
শুভেচ্ছা পঞ্চাশতম লেখার জন্য।
ছোট ছোট চিঠির মত লেখা এত সুন্দর হতে পারে আপনার লেখা না পড়লে অজানা থেকে যেত।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ বনলতা সেন।আপনার উৎসাহে এতদুর চলে এসেছি -{@
মেহেরী তাজ
হাফ সেঞ্চুরী পোষ্টের জন্য শুভেচ্ছা।অহম তিরি আমাদের আত্মার আত্মীয় 🙂
নীলাঞ্জনা নীলা
আত্মার আত্মীয় 🙂 ভালো বলেছেন তো মেহেরী তাজ।ধন্যবাদ আপনাকে -{@