
২০ জুলাই ২০১৮ তার পদার্পন এই সোনেলার উঠোনে। দীর্ঘ দিন তিনি এখানে বিচরন করেছেন একজন পাঠক হিসেবে। তার পরিবারের একজন যে আমার অত্যন্ত শ্নেহেরও তার সম্পর্কে বলেছিলো ‘ আপুর পড়ার নেশা খুব। নিয়মিত বই কেনেন নতুন পুরাতন। নীলক্ষেতের পুরাতন বই এর দোকান থেকে দুষ্প্রাপ্য বই সংগ্রহের জন্য একাধিকার যান সেখানে। এমনকি বাজারের কাগজের ঠোঙায়ও যদি কোনো কিছু লেখা থাকে, তিনি তা ফেলে দেয়ার আগে পড়ে নিবেন।’
প্রথমে কিছুটা অবিশ্বাস করলেও সোনেলায় সবার লেখা পড়ে লেখা অনুযায়ি বিস্তারিত এবং বিশাল বিশাল মন্তব্য দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে পড়ার জন্য তার অসীম ক্ষুধা এবং পড়ার তৃষ্ণা তীব্র।
এমন একজন নিবিষ্ট পাঠকের আগমনে অত্যন্ত খুশী হয়েছিলাম। কারণ তিনি সবার লেখা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। লেখা অনুযায়ী মন্তব্য করেন। এমনি উপস্থিত ভাবে ব্লগের রত্ন ছাইরাছ হেলালের কবিতায়ও কবিতার মাধ্যমে মন্তব্য করেন। সে সব মন্তব্য আলাদা আলাদা পোষ্ট হওয়ার যোগ্য।
তবে এতে আতংকিতও হয়েছিলাম সাথে সাথে। আমার লেখায় প্রচুর বানান ভুল হয়। যদি তিনি আমার বানান ভুলে ভরা লেখা পড়েন, তাহলে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। মন্তব্যে কিছু না বললেও আমার যে একটা বিশাল ভাব তা তো শেষ হয়ে যাবে তার কাছে। এরপর খুব শতর্ক হয়ে গেলাম। বানান যতটা সম্ভব শুদ্ধ করার চেষ্টা করলাম। লেখার প্রতি মনোযোগ দিলাম আগের তুলনায় বেশী।
আর একটা বিষয়ে উনি সোনেলার ফাঁকিবাজ মন্তব্যকারীদের সারে তেরোটা বাজিয়ে দিলেন। কত সুন্দর এবং আরামে সবার পোষ্টে সবাই মন্তব্য করতাম এভাবেঃ
* অনুভূতির চমৎকার বহিঃপ্রকাশ।
* খুব ভালো লিখেছেন।
* মুগ্ধ পাঠ।
* দিন দিন লেখায় হাত পেকে যাচ্ছে আপনার।
* এমন ভালো লেখা শীঘ্র পড়িনি।
* শব্দের বুননে এক নিশ্বাসে পোষ্ট পড়া শেষ করলাম।
ইতাদি আরো কিছু ফাঁকিবাজি মন্তব্য করতাম তিনি আসার পূর্বে। আমি একা নয়, প্রায় সবাই ই।
তিনি এসেই আমাদের সবাইকে ধরা খাইয়ে দিলেন। এত সহজ মন্তব্য বাদ দিয়ে আমাদের সবাইকে তার মত বিস্তারিত মন্তব্যের দিকে যেতে হলো। আমাদের এই কষ্টের জন্য তিনিই দায়ী। বিচার দিলাম এজন্য সোনেলার আদালতে।
তার বিভিন্ন মন্তব্যের জবাবে আমি সহ অনেকেই তাঁকে ব্লগে লেখার জন্য অনুরোধ করি। আমাদের অনুরোধে সারা দিয়ে তিনি সোনেলায় আসার ৭৫ দিন পরে ৪ অক্টোবর ২০১৮ তারিখে প্রথম পোস্ট দেন। নিজেকে দুই ধাপ উত্তরণ ঘটানঃ পাঠক, মন্তব্যকারী হতে পোষ্ট প্রদানকারী।
সোনেলা অন্ত প্রাণ তার। তাই ব্লগিং, ব্লগার, এবং সোনেলাকে নিয়ে তিনি বেশ কিছু লেখা লিখেছেন। এর মাঝে তিনটি উল্লেখযোগ্য।
আজ এই শুভ সময়ে তার কিছু গোপন কাজের কথা জানাচ্ছি সবাইকে।
ব্যক্তিগত কাজের চাপে তিনি দিনে তেমন একটা সময় পাননা ব্লগে আসার। মধ্যরাতের পরেই আসেন। তাঁকে কিছু বলে দিতে হয়নি, নিজে দায়িত্ব নিয়ে রাত জেগে যদি কোনো অস্বাভাবিক আইডি নজরে আসে, উনি তার স্ক্রিন শট দিয়ে দেন সোনেলার মেইলে। এই স্ক্রিন শটের সূত্র ধরে বহু স্প্যামার সনাক্ত করে তাদের রিমুভ করা হয়েছে সোনেলা হতে। যেহেতু নিবিড় ভাবে তিনি পর্যবেক্ষন করেন, তার কাছ থেকেই সোনেলা ব্লগ টীম জেনে যায় ব্লগের সিস্টেমের বিভিন্ন সমস্যার কথা এবং সে আনুযায়ী তার সমাধান করা হয়। এই যে দায়িত্ব উনি স্ব ইচ্ছেয় নিয়েছেন, তা উনি না নিলেও পারতেন। কেউ কি বলে দিয়েছেন যে ওনাকে এসব করতে হবে?
নিজে দায়িত্ব নিয়ে সোনেলার হয়ে শ্রম দেয়া তার অস্তিত্বে মিসে গিয়েছে। সাম্প্রতিক ব্লগার্স প্রফাইল পোষ্ট দেয়া নিয়ে সোনেলার ফেসবুক গ্রুপে ওনার বিভিন্ন পোষ্ট সর্বশেষ উদাহরন। উনি প্রমাণ করেছেন যে ইচ্ছেই যথেষ্ঠ, পোষ্ট এবং পদবী নয়।
তিনি যা লিখছেন তা আমরা প্রায় সবাই পড়েছি। কবিতা, গল্প, রম্য, সমসাময়িক বিষয়, প্রবন্ধ সব কিছুতেই তিনি আছেন। তার লেখার উদাহরণে অনেক লেখার লিংক এসে যাবে, তাই সেদিকে আর গেলাম না।
কবিতাকে উনি অ-কবিতা নাম দিয়েছেন। ইদানিং তিনি আর কবিতা লিখছেন না। হয়ত কবিতা না লেখার কারণ নারী ব্লগার তিনি। এটি আমার ধারনা অবশ্য। নারী লেখকদের ইন্টারনেটে প্রচুর বাঁধার সম্মুখীন হতে হয়। প্রেমের কবিতা লিখলে পুরুষ ভাবে নিশ্চয়ই নারী প্রেমে পড়েছেন। অর্থাৎ নারীরা যাই ই লিখুক – পুরুষ ভাববে এটি নারী লেখকের জীবন কাহিনী। এই সমস্যা পুরুষের নেই।
তার কবিতায় প্রেম আসলে হয়ত তার আত্মীয় স্বজন ভাবতে পারেন, তিনি প্রেমে পড়েছেন। তিনি যদি খুনি হিসেবে একটি গল্প বা কবিতা লেখেন তবে কি তাঁকে খুনি ভাবা হবে? তাঁকে সমস্ত সংকোচ দূরে ফেলে দিয়ে মনের ভাব প্রকাশ করার জন্য অনুরোধ করছি। কবিতা আমি তেমন না বুঝলেও আমি চাই তিনি অ-কবিতার মাঝে তার লেখা আবার প্রকাশ করুণ।
একজন পারফেক্ট ব্লগার হিসেবে দিন দিন তার উত্তরণ ঘটছে। তিনি কি সর্বোচচ ধাপে উন্নীত হয়েছেন? আমার মনে হয়না তিনি তার সামর্থ্যের সব টুকু প্রকাশ করতে পেরেছেন। তাঁকে উঠতে হবে আরো অনেক ধাপ। তাঁর সক্ষমতা আছে আছে সিঁড়ির ধাপগুলো একে একে অতিক্রম করার। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছি তাঁর পরিপূর্ণ বিকাশের জন্য।
সোনেলায় আজ তাঁর তিন বছর পূর্ন হলো।
তিন বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্লগার সাবিনা ইয়াসমিন।
ছবিঃ
ফিচার ছবি নেট থেকে নেয়া,
ফুলের ছবি আমার বাগানের।
৪৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বেশ করেই তিনি উপস্থাপিত হয়েছে, সোনেলার এক সন্ধিক্ষণে সোনেলাকে আগলাতে অকুতোভয়ে সামনে থেকেছেন
সোনেলা কৃতজ্ঞ তাঁর কাছে। আসলে তিনি চাইলে লিখতে পারেন, লেখেন ও , যদিও রাইটার্স ব্লকের মত রোগে আক্রান্ত হন
হামেশাই। শুনেছি এখন নাকি এর ‘তিকিৎসা’ বেড়িয়েছে!! লেখা-গোসসা তাড়ানোর মহৌষধ হিশেবে নেবেন কী না ভেবে দেখতে পারেন।
ঈদের শুভেচ্ছা তাঁকে, ধন্যবাদ আপনাকে- ও তাঁর কথা আমাদের এমন করে মনে করানোর জন্য।
জিসান শা ইকরাম
তাকে সম্পুর্ন ভাবে প্রকাশ করার সাধ্য আমার নেই। সোনেলার আত্মার সাথে মিশে গিয়েছেন তিনি।
উজ্জ্বল নক্ষত্রের উপমাও কম হয়ে যায় তার জন্য।
নিজকে ধাপে ধাপে উন্নীত করবেন নিজকে আকাশ সীমায়,
এই প্রত্যাশা আমাদের তার প্রতি।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
তিকিৎসার ব্যবস্থাপত্র দিন মহারাজ। দেখি আপনার তিকিৎসায় রোগ সাড়ে কিনা।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি রোজকার মতন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
সত্যি আপু অনন্যা, উনার কাছে আমিও ঋণী, উনি হটাৎ করে মেসেঞ্জারে নক করেই বলতেন, “ভাইজান আপনি ভালো লিখেন” এই সেই বলেই বলতেন উমুক বিষয়ে আপনি ছাড়া কেউ লিখতে পারবেনা, প্লিজ দ্রুত লিখে ফেলুন, আর যায় কোথায় বোনে তেল মারছে না লিখে পারি?
লিখেই পোস্ট করতাম ব্লগে, এমনই আমার প্রিয় বোনটি, উনার জন্য সবসময় শুভকামনা থাকবে।
জিসান শা ইকরাম
তিনি একজন ভালো সংগঠকও,
সবাইকে একত্রিত করতে পারা ওনার একটি বড় গুন।
শুভ কামনা আপনার এবং তাঁর জন্য।
ইঞ্জা
শতভাগ ভাইজান।
সাবিনা ইয়াসমিন
@ইঞ্জা ভাইজান ❝ভাইজান আপনি ভালো লিখেন” এই সেই বলেই বলতেন উমুক বিষয়ে আপনি ছাড়া কেউ লিখতে পারবেনা, প্লিজ দ্রুত লিখে ফেলুন,❞
এটা আমার বিশ্বাস থেকেই বলতাম, আগামীতেও বলবো। কিছু কিছু বিষয়ে আপনিই সবচেয়ে ভালো লিখতে পারেন। এটা কিন্তু সত্যি বলেও প্রমানিত হয়েছে(আপনার বহু পোস্ট ব্লগ কতৃপক্ষ স্টিকি করছে) অগুনতি বার। আপনার লেখনি অনেকের চাইতে ব্যতিক্রম, আর আপনিও।
সোনেলায় আপনার মতো সহ ব্লগার পেয়েছি, বড় ভাইয়ের স্নেহ ভালোবাসায় সব সময় আগলে রেখেছেন। এইজন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন শ্রদ্ধেয় ভাইজান 🌹🌹
ইঞ্জা
আমার উপর আপনাদের ভরসা আছে বলেই লিখতে উৎসাহ পাই আপু, ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস আছে দেখেই আমার কলমও গতি পাই।
ভাইয়ের ভালোবাসা জানবেন আপু, ধন্যবাদ।
শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
মমতাময়ী চমৎকার মিষ্টি ভালো মনের ও মানের মানুষ তিনি। কি সুন্দর করে লেখেন সব লেখা! তাঁর অ-কবিতার আড়ালে লুকিয়ে থাকে দুর্দান্ত সব কবিতা। সহজ সাবলীল ভাষায় লেখা তার অ-কবিতার প্রেমে পড়তে বাধ্য সমস্ত পাঠক। আমিও এর বাইরে নয়। সোনেলা অন্ত প্রাণ মানুষটি সোনেলার সকল ব্লগারদের অনুপ্রেরণা। সোনেলায় আপুর পথচলা দীর্ঘ থেকে আরও দীর্ঘায়িত হোক। অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা রইলো আপু ♥️♥️
আপনুকে নিয়ে চমৎকার শুভেচ্ছা পোস্ট লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভালো থাকুন সবসময়
জিসান শা ইকরাম
আমিন…………
ধন্যবাদ আপনাকে এত সুন্দর গোছানো মন্তব্যের জন্য।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
@সুরাইয়া পারভীন- আপনাদের আন্তরিক অনুপ্রেরণা আমাকে দিয়ে লেখায়। নইলে অকবিতাও কবিতার মতো গ্রহনীয় হতে পারে আমার জানা হতো না 🙂
অনেক অনেক ভালোবাসা রইলো।
সোনেলার সাথে থাকুন, সোনেলাতেই থাকুন এটাই আপনার কাছে প্রত্যাশা করি।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
আমি কোন বিশেষণে যাবো না। উনি সুস্থ থাক। এবং শুধু সোনেলায় লিখে যাবেন তা নয়। মন্তব্যেও চমকিত করবেন বারংবার এমন আশাই করি।
অভিনন্দন এবং শুভ কামনা।
জিসান শা ইকরাম
ওনার সুস্থতা কামনা করি সব সময়।
কেবল লেখাই নয়, মন্তব্যের মাঝে সবাইকেই উৎসাহ দেন তিনি।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ @আরজু মুক্তা।
দোয়া করবেন আপনার চাওয়া/আশা যেন পুরণ করতে পারি।
ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আপুর তুলনা শুধুই আপু। আপুর জন্য অফুরন্ত ও অবিরাম শুভ কামনা। বর্ষপূর্তির জন্য শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ দাদা ভাই মনে করিয়ে দেবার জন্য। ঈদ মোবারক সবাইকে
জিসান শা ইকরাম
তাঁর তুলনা কেবল তাঁর সাথেই হতে পারে।
ঈদের শুভেচ্ছা তোমাকে ছোটদি।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
@সুপর্ণা ফাল্গুনী- আপনাকেও শুভেচ্ছা জানাই। সোনেলায় না এলে আপনার মতো শুভাকাঙ্ক্ষী হয়তো কখনোই পেতাম না। অনেক অনেক ধন্যবাদ সব সময় এভাবে পাশে থাকার জন্যে, এমন নিরবচ্ছিন্ন ভালোবাসায় রাখার জন্য।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রিতু জাহান
অভিনন্দন।
শুভকামনা
জিসান শা ইকরাম
ধন্যবাদ রিতু জাহান,
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
@রিতু জাহান- ধন্যবাদ নীলকুরিঞ্জি। ( বানান টা এখনো ঠিকভাবে লিখতে পারি না :()
সোনেলায় যেদিন সর্বপ্রথম পোস্ট দিয়েছিলাম সেদিনও এভাবেই আন্তরিক স্বাগত বার্তায় বরণ করেছিলে। আজও বঞ্চিত করোনি।
ভালো থেকো, পাশে থেকো।
শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
মাত্র তিন বছরের বাচ্চার এতো সব কান্ড। মাগো মা, এই বাচ্চার দীর্ঘ জীবন, দীর্ঘায়ূ কামনা করি। এভাবেই সারে তেরটা বাজিয়ে চলুন অনবরত। শুধু হাত ব্যথা না হলেই হয়।
শুভ কামনা বাচ্চার জন্য!!!
আর হাত ব্যথা নিয়ে এমন চমেতকার লিখনির জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣🤣। কি মজা ! কি মজা!
জিসান শা ইকরাম
ছোটদি, সারে তেরটা বাজিয়েছে বলে খুব আনন্দ লাগছে তোমাদের!
সুপর্ণা ফাল্গুনী
কি আর করবো দাদা ভাই? রুকু আপু যেভাবে বাচ্চা বানিয়ে দিলো তিন বাচ্চার মাকে
সাবিনা ইয়াসমিন
@সুপর্ণা- এ্হ! মজা দেখে হাততালি দেয়া হচ্ছে! আমি বাচ্চা হলেও তিন বছরের, আর আপনারা একেকটা জুনিয়র বাচ্চা সেটা খেয়াল আছে?
রোকসানা খন্দকার রুকু
দি ভাই এই সেই বাচ্চা নয়,,,
সোনেলা ব্লগের শুরু থেকে অদ্যবদী ৯/১০ বছরে যতগুলো ব্লগার এসেছেন কিংবা গেছেন তাদের তুলনায় তিনি বাচ্চা। আমি সেটাই মিন করেছি। সাবিনা আসার পরেই যে পরিবর্তন ব্লগে সেটা দাদা বলেছেন।
তিনবছর আগে একজন এসে আমুল পরিবর্তন করে ফেলেছেন মন্তব্য, লিখনি, আন্তরিকতা সব কিছুই যা পুরোনো বুড়া বাচ্চারা পারেন নি।
ভালো থাকুন দি ভাই,,,
জিসান শা ইকরাম
হাতে তো ব্যাথা আছেই। রিস্টের হাড়ের মধ্যে দুই ইঞ্জেকশন দিয়ে জেল পুশ করেছে ডাক্তার।
একই দিন হাতের কব্জির উপরের টিউমার অপারেশন।
বাচ্চা! সাদা পরীর পরে এখন আবার বাচ্চা! আরো কতো নামে ডাকবেন তাঁকে?
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
@রোকসানা খন্দকার রুকু- আমি বাচ্চা! তাও তিন বছরের!! তাহলে আপনি কি?
রোকসানা খন্দকার রুকু
হা হা হা সবাই বাচ্চা হতে পারে না ম্যাম!!
নিতাই বাবু
সাবিনা ইয়াসমিন দিদির দীর্ঘায়ু কামনা করছি।
জিসান শা ইকরাম
তিনি দীর্ঘ জীবন পান, এটি আমাদের চাওয়া।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
@নিতাই বাবু- ধন্যবাদ দাদা। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
আমার মতো নবীনদের উনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দোয়া করি আল্লাহ উনাকে ভালো রাখুন। উনার সহচার্যে আমরা যেন সোনেলার উঠান আরো আলোকিত করতে পারি। শুভ কামনা উভয়ের জন্য।
জিসান শা ইকরাম
এমন শুভেচ্ছা পূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
@হালিমা আক্তার- আপনার সাথে সহমত হতে পারলাম না ম্যাডাম। এটা ঠিক সোনেলায় আপনি অল্পকিছু দিন আগে এসেছেন, তাই বলে আপনি কিছুতেই এখানে নবীন নন। আপনার লেখা, অন্যদের পোস্টে আপনার সুগঠিত মন্তব্য প্রমান করে একজন লেখক হিসেবে আপনার লেখার হাত কতটা পরিপক্ক। সোনেলায় প্রচুর ব্লগার আছে যারা এখানে এসে লিখতে/পড়তে শিখেছে। যেমন আমি। কিন্তু আপনি এসেছেন নিজের সয়ংসম্পুর্ণ বৈশিষ্ট্য নিয়ে। বরং আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আশা রাখি আপনাকে সব সময় পাশে পাবো।
অনেক অনেক ধন্যবাদ। সোনেলার সাথে থাকুন।
শুভ কামনা রাশি রাশি 🌹🌹
তৌহিদুল ইসলাম
সাবিনা আপু সহব্লগার হিসেবে অনন্য। ব্লগের প্রতি তার দায়িত্ববোধ মুগ্ধ করার মত। তিনি সবাইকে প্রেরণা যুগিয়ে আসছেন অদ্যাবধি। ব্লগে তাঁর তিনবছর পূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর করে শুভেচ্ছা পোস্ট লেখার জন্য ভাই।
জিসান শা ইকরাম
আপনাকেও আন্তরিক ধন্যবাদ এমন ভাবে তাঁকে শুভেচ্ছা জাজানোর জন্য।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
@তৌহিদ ভাই, সহ ব্লগার হিসেবে আপনি/আপনারা আছেন বলেই হয়তো তিন বছরের দীর্ঘ পথ পাড়ি দেয়া সম্ভব হয়েছে। সোনেলা ব্লগে আপনার অবদান কারো থেকেই কম নয়। ব্লগে আপনি আমার সিনিয়র ব্লগার। এখানে আসা অব্দি দেখেছি, ভিন্ন-ভিন্নতর পোস্ট দিয়ে এবং প্রতিটি লেখককে অনুপ্রেরণা দিয়েছেন অক্লান্ত ভাবে। আমিও আপনার অনুপ্রেরণা পেয়েছি সব সময়।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সদয় মনোভাবের জন্য।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
আপনিও ভালো থাকুন সবসময় আপু।
তৌহিদুল ইসলাম
ইয়ে মানে বলছিলাম কি একটু মিস্টিমুস্টি হইলে ভালোই হইতো। ক’দিন আগে আমার নিজেরও তিন বছর পার হয়ে গেছে সাবিনা আপুকে নিয়ে লেখা এই পোস্টের মাধ্যমে সবাইরে মনে করায় দিতাম আর কি!! ☺
জিসান শা ইকরাম
কে কবে ব্লগে প্রথম এসেছিলেন এটি আসলে মনে রাখা কঠিন। হঠাৎই সাবিনা ইয়াসমিনের ব্লগ প্রফাইলে ক্লিক করে দেখি তিন বছর হয়ে গিয়েছে। এরপর এই পোষ্ট।
আবার কখনো যদি কোন সময়ে আপনার ব্লগ প্রফাইলে ক্লিক করি, আর যদি তা ব্লগের আসার দিনের সাথে মিলে যায়, তখন এমন শুভেচ্ছা পোষ্ট দেবো।
দালান জাহান
উনার লেখার হাতও পাকা। উনার চিন্তাগুলো ও ঋদ্ধ। আমি তাকে অন্তর থেকে সম্মান করি। অভিনন্দন
সাবিনা ইয়াসমিন
আপনার মতো একজন গুণী লেখকের কাছ থেকে এমন মতামত পাওয়া একটা বিশাল প্রাপ্তি।
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দালান ভাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
দেখতে দেখতে তিন বছর হয়ে গেলো! অথচ মনে হচ্ছে এইতো সেদিন এলাম! এখানে আমি পড়তে এসেছিলাম। জানতে/ দেখতে এসেছিলাম।
কতটা কৌতুহল নিয়ে এসেছিলাম শুধু আমি জানি। এক সাথে হাজার স্মৃতি মনে পড়ে যাচ্ছে..
সোনেলা নামের কৌতুহল!
ব্লগের প্রতি কৌতুহল!
একসাথে অনেক লেখককে একই স্থানে দেখতে পাওয়ার কৌতুহল!
তারা কীভাবে লেখে?
তাদের লেখায় ভালোলাগা/মন্দ লাগা গুলোকে প্রকাশ করার পর তারা কেমন করে?
অপরিচিত কাউকে কি তারা আপন ভাবে?
কতশত প্রশ্ন ছিলো মনের ভেতর!
তারপর যখন সোনেলায় নিজের নামে একটা ব্লগবাড়ি পেলাম, সেদিনের অনুভূতির সাথে আজকের অনুভূতির খুব সামান্যই পার্থক্য। এখনো আমি ব্লগারদের ব্লগবাড়ি গুলো ঘুরেফিরে দেখি/ তাদেরকে পড়ি। তিন বছর হয়ে গেলো অথচ আমার কৌতুহল মিটলো না!
সোনেলার সোনালী উঠোন সব সময়ই আমার কাছে নতুন, প্রথম দিনের প্রথম অনুভবের মতোই।
সোনেলা আমার দুহাত পরিপূর্ণ করেছে। সোনেলার অফুরন্ত ভালোবাসা, আন্তরিকতা, সমৃদ্ধি, কোন কিছু থেকে আমাকে কখনো অপূর্ণ করেনি/ রাখেনি।
সোনেলা- এখানে এসে আমি সব পেয়েছি!
@ জিসান শা ইকরাম – ক্ষমা চাচ্ছি পোস্টে রিপ্লাই দিতে দেরি করার জন্য। এই শুভেচ্ছা পোস্ট পড়ে আমার অনেক কিছু বলার ইচ্ছে ছিলো, বলতে চাচ্ছিলামও, কিন্তু শব্দ সংকট আমার পিছু ছাড়েনি।
তিন বছর হয়ে গেলো, আমার মনেই ছিলো না। যার হাত ধরে এখানে আসা তার হাতেই শুভেচ্ছা পেলাম! এটা যে কত বড় প্রাপ্তি সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব না।
আমি লিখতে জানতাম না, ব্লগিং এর মাথামুণ্ডু কিছুই আমার আয়ত্তে ছিলো না। আপনি আমার ভিতর বিশ্বাস যুগিয়েছিলেন, আমি পারবো! শুরু থেকে সব কিছু হাতেকলমে শিখিয়েছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর সঠিক ভাষা আমার জানা নেই।
শুধু বলবো, এখানে সোনেলার জন্মের পর থেকে অনেক-অনেক ব্লগার তৈরী করেছেন। অ আ লিখতে না জানা এই আমাকেও আপনি ব্লগারের রুপ দিয়েছেন। আজকের সোনেলায় ব্লগার সাবিনা ইয়াসমিন আপনার সৃষ্টি। তাই আমার যা কিছু প্রাপ্তি সব আপনাকে উৎসর্গ করলাম। সশ্রদ্ধ অভিবাদন আপনাকে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তায়ালা আপনার সহায় হোন। শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
পোস্টটি পড়েছি অনেক আগে, সত্যি বলতে ভেবেছি একটু সময় করে গুছিয়ে মন্তব্য করি। প্রথমেই ধন্যবাদ এত সুন্দর করে শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য। এবার আসি সাবিনা আপু,,,
আমার সোনেলায় আসার প্রথম কারন রুকু আপুর কাছ থেকে আপনার গল্প শোনা, তাই এত গল্প শুনে একেবারে বাধ্য হয়ে মেসেঞ্জারে তার দেয়া আপনার প্রথম একটা লেখা দেখেই প্রেমে পড়েছিলাম সেটা হল, ছ্যাকা,তারপর আপনার অ কবিতা, ফাগুন জাদু সহ বাকি কিছু লেখা পড়ে সোনেলায় একাউন্ট করি। তারপর তো চলছে এভাবেই।।। একটা বিষয়ে বেশি ভালো লেগেছে যে আপনার আর আমার একই তারিখে সোনেলায় আগমন। আমার কাছে সাবিনা ইয়াসমিন মানে অনেক আনমনে, আবেগী আর চাপা স্বভাবের যার ভিতরটা সহজে কেউ উপলব্ধি করতে পারে না। ইনি এমন একজন মানুষ যেকিনা নিস্বার্থভাবে মানুষকে আপন ভাবে আর মানুষকে বেশি বিশ্বাস করে আবার একারনে অনেক সময় বেশী কষ্ট পায়, অভিমানে কুকরে যায় কিন্তু তবুও কাউকে বলতে পারে না। আমি।কিন্তু এই মানুষটাকে সামনাসামনি দেখি নি, শুধুমাত্র তার লেখা পড়ে আমার ভিতর এরকম একজন সাবিনা আপুর অবয়ব আঁকা।। আমার জাজমেন্ট ভুলও হতে পারে।।। আমার নিজের অনেককিছু আমি তার মাঝে খুঁজে পাই, যদিও আমিও চাপাস্বভাবের ভালোবাসা কম প্রকাশ করি তবুও আজ বলতে দ্বিধা নেই যে কিছু অদেখা মানুষকে না দেখে ভালোবাসা যায় আমার কাছে সাবিনা আপু তেমন একজন। তাই আজ স্বিকার করে নিলাম।অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। জিসান ভাইয়াকেও শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
@রেজওয়ানা — আপনি আমার এতগুলো লেখা পড়ে ফেলেছেন! আপনার সোনেলায় আগমনের রহস্য এতদিনে ফাঁস হলো 🙂
রোকসানা খন্দকার রুকুকে ধন্যবাদ দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি,, কিন্তু কি আর করা, না দিয়েও উপায় নেই। আপনাকে যিনি এখানে এনেছেন তাকে ধন্যবাদ দেয়াই লাগবে।
আরও ভালো লাগছে এটা জেনে যে আপনার আগমনের তারিখ আর আমারটাও একই দিনে! নিজেরটা ভুলে গেলেও আপনার টা ভুলে যাওয়া যাবে না।
আসলে আমি কি জবাব দিবো ভেবে পাচ্ছি না। এমন মায়াময় ভালোবাসার প্রতিউত্তর দেয়া যায় না। আপনার জন্যেও অনেক দোয়া ও ভালোবাসা রইলো। ভালো থাকুন। শুভ কামনা ❤️❤️