…….উড়ছিলো …….

শাহ আজিজ ১২ জুলাই ২০১৩, শুক্রবার, ১২:২৬:৩৯পূর্বাহ্ন বিবিধ ৪ মন্তব্য

মহান নেতার বজ্র কণ্ঠ

>যখন ওরা শুনছিল

>মায়ার বাঁধন ছিন্ন করে
>ওরা তখন রণাঙ্গনে হাঁটছিল
>পাক সেনারা তাদের দেখে কাঁপছিল
>নয় মাসের ই মুক্তি লড়াই

>তখন দেশে চলছিলো
>লাল সবুজের পতাকাটার জন্য তারা একছিলো
>যার ফলে ভাই পলাশীর ঐ অস্তমিত সূর্যখানা
>আবার তারা নিয়ে এলো ।

>ত্রিশ লক্ষ হীরের টুকরো এরি মাঝে
>লাল সবুজের পতাকাতে ঢেকে গেলো
>ধর্ষিতা মা , বোনের শাড়ীর আঁচল
>চোখের জল মুছে দিলো ।
>পাক হানাদের কবল থেকে
>সোনার দেশটা মুক্ত হোল
>লাল সবুজের পতাকাটা স্বাধীন দেশে
>তখন আবার উড়ছিলো ।

>শাহ আজিজুর রহমান………….
>১৬….৭….২০০৯……১০ এম

৫৩৫জন ৫৩৫জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ