মহান নেতার বজ্র কণ্ঠ
>যখন ওরা শুনছিল
>মায়ার বাঁধন ছিন্ন করে
>ওরা তখন রণাঙ্গনে হাঁটছিল
>পাক সেনারা তাদের দেখে কাঁপছিল
>নয় মাসের ই মুক্তি লড়াই
>তখন দেশে চলছিলো
>লাল সবুজের পতাকাটার জন্য তারা একছিলো
>যার ফলে ভাই পলাশীর ঐ অস্তমিত সূর্যখানা
>আবার তারা নিয়ে এলো ।
>ত্রিশ লক্ষ হীরের টুকরো এরি মাঝে
>লাল সবুজের পতাকাতে ঢেকে গেলো
>ধর্ষিতা মা , বোনের শাড়ীর আঁচল
>চোখের জল মুছে দিলো ।
>পাক হানাদের কবল থেকে
>সোনার দেশটা মুক্ত হোল
>লাল সবুজের পতাকাটা স্বাধীন দেশে
>তখন আবার উড়ছিলো ।
>শাহ আজিজুর রহমান………….
>১৬….৭….২০০৯……১০ এম
৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা ।
আদিব আদ্নান
সেই সব সূর্য্য সন্তানদের প্রতি শ্রদ্ধা ।
বনলতা সেন
পতাকাটি উঁচুতেই রাখতে চাই ।
মিসু
লাল সবুজের এই পতাকা উড়বেই অনন্তকাল । ভালো লিখেছেন ভাই। (y)