এমনি বন্ধু, ফেবু বন্ধু, কলিজার টুকরা বন্ধু, দেখলে গা জ্বালা করে তবুও বন্ধু, শত্রু, মিচকা বদ, শুভাকাঙ্ক্ষী, বদদোয়া দানকারী, অভিশাপ দানকারী (আর কোন ক্যাটাগরি থাকলে এ্যাড করে নিয়েন)
★সব্বাইকে ঈদ মোবারক★
ঈদি প্যাঁচাল-
বাপ-মা সিংগাপুরে, সুতরাং এই ঈদ আমার এতিম ঈদ।
অবশ্য সেই অভাব কিছুটা পূরন করেছে আমার অলস জামাই।
চাঁদরাতে একটু বেড়াতেও নিয়ে গেল না। 🙁
নিজে কিছু করেও না, আবার আমার কাজে ব্যাগড়া বাঁধায়।
ম্যালা ব্যাস্ত আছি – জ্বালায় আছি। একা একা রান্না করছি 🙁
কারোর ইনবক্সের উত্তর / ফেবুতে সেভাবে এক্টিভ থাকতে পারবো না।
তবে ঈদের পরবর্তী আকর্ষণ হিসেবে থাকবে একটি বাস্তব সম্মত রোমান্টিক গল্প।
সেই পোস্ট দেয়া পর্যন্ত অপেক্ষা করুন। 🙂
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এত্ত দিন পর এটিকেও কি ছবক হিসাবে ধরে নিতে হবে ?
রোমান্টিক না হলেও অপেক্ষা করতেই হচ্ছে ।
আপনি যে বড্ড ভাল লেখেন ।
ওয়ালিনা চৌধুরী অভি
ভালো বলিয়া লজ্জা দিবেন না । লুমান্টিক লেখা আসিবেই 🙂
আগুন রঙের শিমুল
😀 😀
ঈদ মোবারক
ওয়ালিনা চৌধুরী অভি
ঈদ মোবারক
মিথুন
এই আপু কি কি রেঁধেছেন? এবার না পারলেও পরের ঈদে আপনার বাসায় হানা দেব 🙂
জলদি রোমান্টিক গল্পটা দিয়ে দিন, আমি একদম অপেক্ষা করতে পারিনা।
ঈদ সেলামিটা কবে পাচ্ছি?
ওয়ালিনা চৌধুরী অভি
অনেক কিছু মিথুন। স্বপ্নকে সহ দাওয়াত আপনাকে। দিয়ে দেবো যে কোন দিন। পরের ঈদে এবারেরটা সহ সেলামি পাবেন 🙂
শুন্য শুন্যালয়
ঈদ মানেই জ্বালা। 🙁
আপাতত পরবর্তী আকর্ষণের জন্য অপেক্ষা করতেই হচ্ছে।
আমি আবার রোমান্টিক গল্প লাইক করি :p
ওয়ালিনা চৌধুরী অভি
আপনি আবার লাইক করবেন না ? আপনি নিজেই তো একজন রোমান্টিক মানুষ 🙂
যাযাবর
ফেইসবুকে আমরা সবাই বন্ধু। হাসি পায়। রোমান্টিক গল্পের অপেক্ষায় থাকলাম।
ওয়ালিনা চৌধুরী অভি
আচ্ছা যাযাবর ভাইয়া ।
ব্লগার সজীব
রোমান্টিক গল্প কবে পাবো? ঈদ তো শেষ আপু 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
দিয়েছি আজ, পড়ুন ।