কাঁপা কাঁপা হাতে ছেলেটা মেয়েটাকে মেসেজ দিল, প্রায় দীর্ঘ দুই মাস পরে …
” ঈদ মোবারক ” লিখে

বেশ কিছুক্ষণ পরে দেখে মেয়েটার মেসেজ এসেছে …
” ঈদ মোবারক। ”
– কেমন কাটলো ঈদ ?
– ভালোই।

দীর্ঘ একটা সময় ছেলেটা কেবল চেয়েই থাকে মেসেজটার দিকে। মেয়েটা যে রিপ্লাই দিয়েছে এটাই বেশি।
” কেমন আছো ? ”
– ভালোই।
– তুমি কিছু জানতে চাইবে না ?
– কেন আবার মেসেজ দিয়েছ আমাকে ? আমি না তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছিলাম ? ”
– ভুল হয়ে গেছে। আসলে তোমাকে হার্ট করার কোন উদ্দেশ্য ছিল না আমার। 🙁
– তাইলে মেসেজ দিছ কেন ?
– তোমাকে অনেক মিস করছিলাম।
– আমি তোমাকে একবিন্দুও মিস করি নি। ”
– তোমার কাছে কি আমি জানতে চেয়েছি ?
– না এমনিই বললাম আরকি !
– চোরের মন পুলিশ পুলিশ !
– হোয়াট রাবিশ ! পেয়েছ কি তুমি আমাকে ?
– আমার প্রিয়তমা … ! 🙂

মেসেজটা দেখে শিউরে উঠলো মেয়েটা। চোখের কোণে পানি জমে গেছে তার। গর্দভটা যদি জানতো কতটা ভালোবাসে সে তাকে … !
– উফফ ! তোমারে আমি মাইর দিব বুঝছো ?
– কেন ? আমি কি করলাম ?
– কিছুই কর নাই। ফাজিল পোলা।
– না না আমি ফাজিল পাশ করলে তো মাওলানা হয়ে যাইতাম ! :p
– :@

ইমোটা দেখে একটা লম্বা শ্বাস নেয় ছেলেটা। মনে মনে ভাবে বয়স তো এখন মাত্র উনিশ। এখন না হলে আর কখন …
” আই লাভ ইউ। অনেক অনেক বেশি ভালোবাসি তোমায় ! (3 ”
– 😮
– ??
– নাথিং … ঢাকায় এসে নেই। তোমারে আমি মাইর দিব। ফাজিল পোলা বড্ড বেশি বেড়েছে। :@
– আমি সিরিয়াস !

মেসেজ দেখে অদ্ভূত আনন্দে ভরে যায় মেয়েটার মন …
” কচুর সিরিয়াস ! তুমি আমাকে চিন না। আমি অনেক খারাপ মেয়ে। আমি অনেক খরচ করি। সব অনুষ্ঠানে আমি অনেক সাজগোজ করি, তোমরা যেটাকে আটাময়দা মাখা বলো। এরপরে আমি প্রচুর খাই। আমার অনেক ছেলে ফ্রেন্ড আছে। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। অনেক আদর পেয়ে বড় হইছি। তুমি আমাকে সহ্য করতে পারবা না। ”
– তুমি যেমনই হও, আমি তোমাকে ভালোবাসি। আর সহ্য করতে কিভাবে হয় আমার জানা আছে। তোমার থেকে দূরে থেকে যা সহ্য করেছি এরপরে মনে হয় না দুনিয়াতে অসহ্যের মত এমন কিছু আছে যা আমি সহ্য করতে পারবো না। 🙂
– তুমি এমন কেন ? :'(
– কেমন ? 😮
– এত ভালোবাস কেন আমায় ? আমি এটার যোগ্য ছিলাম না কখনোই।
– তুমি যোগ্য কি না সেটার বিচার তুমি কখনোই করতে পারবে না। 🙂
– কেন ?
– কোন মানুষই নিজের যোগ্যতার বিচার নিজে করতে পারে না।
– তাই বুঝি ?
– হ্যা তাই। 🙂
– হয়েছে থামো ! এত সুন্দর করে কথা কেন বল ? আমি রেগে যাচ্ছি। ”
– রাগো। রাগলে তোমার চেহারা লাল হয়ে যায়। মারাত্মক সুন্দর দেখায় তখন তোমাকে। 😀
– আই হেইট ইউ !
– আই লাভ ইউ ! (3 -{@
– ফাজিল পোলা, ঘুমাইতে যাও। রাত বিরাতে এই ইমো দেওয়া লাগবে না।
– তাইলে কি দিনে দিব ? :p
– উফফ। ঘুমাইতে যাও।
– আচ্ছা।
– গুড নাইট।
– গুড নাইট অ্যান্ড ইদ মোবারক। 😀
– 🙂

দীর্ঘক্ষণ মেসেজিং শেষে ছেলে আর মেয়েটা খেয়াল করলো, সকাল থেকে তাদের মনে যে খচখচ করে আসছিল, এত কিছুর পরেও যে কিছু একটার অভাব অনুভব করছিল সেটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে যেন কোথায় !

এভাবেই প্রত্যেক মানুষের সব দুঃখ-কষ্ট বিলীন হয়ে যাক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে, ঈদ উপলক্ষ্যে এটাই আমার কামনা। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

১০৭৭জন ১০৭৯জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ