উঁচু উঁচু ইমারতে
ভুলে গেছি আকাশটা।
মেঘেদের আনাগোনা,
বৃষ্টির লীলাখেলা,
রংধনুর সাত রং,
কিম্বা গোধূলী বেলা।
উঁচু উঁচু ইমারতে
ডানা মেলা পাখিটা,
ভুলে গেছি শৈশবের
লাল-নীল ঘুড়িটা।
আরো ভুলে গেছি আমি
বাতাসের সুঘ্রাণ,
বিকেলের সোনা রোদ,
ডুবে যাওয়া সূর্যটা।
১৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
উঁচু উঁচু ইমারত আর তারের খাম্বা গুলো আকাশের অনেকটাই দখল করে রেখেছে। খোলা আকাশ দেখার সুখ-সুখ অনুভব থেকে বঞ্চিত হচ্ছি দিনকে দিন। ছোট লেখায় অনেক ভালো লাগা রইলো। পরেরবার থেকে আরেকটু বড় করে লিখবেন প্লিজ।
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
সাদিয়া শারমীন
আপনার মন্তব্যে আপ্লুত। বড় লেখার চেষ্টা করবো।
ফয়জুল মহী
একরাশ মুগ্ধতা একরাশ ভালো লাগার ভালোবাসা ।
সুপর্ণা ফাল্গুনী
উঁচু উঁচু ইমারতে সবকিছু অদৃশ্য হয়ে যাচ্ছে এ এক কঠিন বাস্তবতা। চমৎকার উপস্থাপন। ভালো থাকবেন। শুভ সকাল
সাদিয়া শারমীন
আপনিও ভালো থাকবেন।
তৌহিদ
ইচ্ছেরা বন্দী ইটপাথরের দেয়াল ঘেরা শহরে। এ এক যান্ত্রিক জীবন। একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া সহজ নয় কিন্তু।
ভালো থাকুন আপু।
সাদিয়া শারমীন
আপনিও ভালো থাকুন
নিতাই বাবু
হুম! ইট-পাথরের শহরের থাকতে থাকতে শৈশবের ঘুড়ি উড়ানো একেবারের ভুলে গেছি। আপনার কবিতায় শৈশব খুঁজে পেলাম।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
সাদিয়া শারমীন
আপনিও ভালো থাকুন দাদা।
সৌবর্ণ বাঁধন
এই শহর তো অনেক আগেই ভুলে গিয়েছে সব।
সাদিয়া শারমীন
আসলেই যে তাই। এই শহর সবকিছু ভুলে গেছে।
আরজু মুক্তা
আমরা তো এখন যান্ত্রিক।
সাদিয়া শারমীন
আসলেই আপু। সবাই যান্ত্রিক।
সুপায়ন বড়ুয়া
“ভুলে গেছি শৈশবের
লাল-নীল ঘুড়িটা।”
ছোট্ট লেখা পড়তে মজা
খুলতে ভারী কষ্ট।
মন্তব্য টা করবো আমি
ইমারতে স্পষ্ট।
ভাল লাগলো। শুভ কামনা।
সাদিয়া শারমীন
আপনার মন্তব্যে বরাবরই আমি অনুপ্রাণিত হই। ধন্যবাদ ।ভালো থাকবেন।
শিরিন হক
গভীরে অনুভুতির বহিঃপ্রকাশ। চমৎকার।
আলমগীর সরকার লিটন
অল্পকথায় বেশ মজার কবি আপু——-
রোকসানা খন্দকার রুকু।
অসাধারণ লেখনী।।।