ইমারত

সাদিয়া শারমীন ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ১২:৫৩:৫৭পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

উঁচু উঁচু ইমারতে

ভুলে গেছি আকাশটা।

মেঘেদের আনাগোনা,

বৃষ্টির লীলাখেলা,

রংধনুর সাত রং,

কিম্বা গোধূলী বেলা।

উঁচু উঁচু ইমারতে

ডানা মেলা পাখিটা,

ভুলে গেছি শৈশবের 

লাল-নীল ঘুড়িটা।

আরো ভুলে গেছি আমি

বাতাসের সুঘ্রাণ,

বিকেলের সোনা রোদ,

ডুবে যাওয়া সূর্যটা।

 

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ