আকাশ দেখতে মানা।
আকাশে একটি লাল বাতির সিগনাল টানিয়ে দিলেই কি সবাই চোখ বুজে আকাশ দেখা বন্ধ করে দিবে? আমার ইচ্ছে আমি এখন আকাশ দেখবো। তোমার লাল বাতি যত ইচ্ছে জ্বালায়। আমার ইচ্ছেকে তুমি আটকাবে কিভাবে?
কেউ কি কখনো পেড়েছে মনে দেয়াল দিতে? উঁচু সীমানা প্রাচীর তার উপর কাঁটাতারের বেড়া, উচ্চ ভোল্টের বিদ্যুতের বিদ্যুতায়িত তার। যত ধরনের সিকিউরিটি কার্যকর করা সম্ভব, পারবে কি কেউ ইচ্ছেকে দেয়াল দিয়ে আটকে রাখতে?
আমার ইচ্ছে একান্তই আমার, একে একমাত্র আমিই নিয়ন্ত্রণ করতে পাড়ি। অন্য কেউ এর সামান্য নিয়ন্ত্রণ করতে পারেনা, আমি যদি না চাই।
ইচ্ছে পাখিরা ডানা ঝাপটায়ঃ
কেউ প্রকাশ করে কেউ করেনা। আমাদের কত ইচ্ছে হত্যা করি আমরা, তার হিসেব কে রাখে? ইচ্ছেরা প্রকাশিত হতে শুরু করে সঠিক স্থান এবং সঠিক সময়ে। ব্যক্তির কাছে এই ইচ্ছে প্রকাশের প্রধান শর্ত হচ্ছে আস্থা এবং গোপনীয়তা। কার উপর আস্থা স্থাপন করবেন, কে আপনার গোপন ইচ্ছে গুলো তার মাঝে গোপন করতে পারবেন, তা আপনি বুঝে যাবেন, যদি আপনার বোঝার মত মন থাকে।
উপযুক্ত পরিবেশের অভাবে আমাদের অনেক সুকুমার ইচ্ছে গুলো মরে যায়। বাধ্য হই আমরা তাকে হত্যা করতে। আপনার আগ্রহ কবিতায়, গানে, নৃত্যে, গল্পে, ছবি তোলায়, ভ্রমণে, জোছনা রাতে ছাদে উঠে জোছনায় ভেজা, বারান্দায় দাঁড়িয়ে গুন গুন করে রবীন্দ্র সঙ্গীত গাওয়া, বৃষ্টিতে -পাগলা হাওয়ার বাদল দিনে………… এসব ইচ্ছের অনেকগুলোকেই হত্যা করতে হবে আপনার সঙ্গী / সঙ্গিনী যদি এসব পছন্দ না করেন, উৎসাহ না দেন, বাঁধা হয়ে দাঁড়ান।
নিষিদ্ধ ইচ্ছেঃ
ইচ্ছেদের মধ্যে এটি খুব শক্তিশালি। এর উদ্ভব মানব সৃষ্টির সাথে জন্ম। আদম হাওয়াকে বলে দেয়া হয়েছিলো- গন্ধম ফল খাওয়া যাবেনা। নিষিদ্ধ ইচ্ছের কারণে আল্লাহ্র আদেশ পর্যন্ত উপেক্ষা করেছেন আমাদের প্রথম মানব মানবি। ফলাফল- পৃথিবীতে নির্বাসন। নিষিদ্ধ ইচ্ছেরা আমাদের মাঝে এসেছে আদম হাওয়ার উত্তরাধিকার হিসেবেই।
আমার মনে একটি নিষিদ্ধ ইচ্ছের জন্ম হয়েছে। কেউ তা জানছে না। অন্য কারো যেহেতু আমার ইচ্ছেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, এটিকে আমি বাস্তব রূপ দিতেই পাড়ি। এই ইচ্ছে প্রকাশিত না হওয়া পর্যন্ত চরম অশান্তির মাঝে থাকতে হয়। অন্য সব কিছু দেখা বা চিন্তা করারও সময় থাকবেনা। চিন্তার এ নম্বর স্থান দখল করে নেবে এটি। এটি প্রকাশের উপযুক্ত সুযোগ কিন্তু মন জেনে যায়, এবং প্রকাশও করে ফেলি আমি আমরা।
সব নিষিদ্ধ ইচ্ছের প্রকাশ বা বাস্তবায়ন উচিৎ না। এতে বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। এমন কিছু নিষিদ্ধ ইচ্ছের যদি বাস্তবায়ন করা উচিৎ হত- তবে আমার স্ত্রী থাকতো অনেক, প্রেমিকা শত শত, খুন হয়ে যেত আমার হাতে হাজার হাজার।
তবে বাস্তবায়ন হোক বা না হোক, ইচ্ছের যেহেতু জন্ম হয়েছে, তা আমাদের মনের চাহিদার প্রেক্ষিতেই হয়েছে। অন্য কেউ না জানুক আমি নিজে তো জানি, আমার মাঝে এই ইচ্ছেটা হয়েছে। ইচ্ছেকে হত্যা করি বা না করি, তার অস্তিত্ব ছিল বা আছে। কার একটি লেখায় পড়েছিলাম কোথাও ” বাস্তবে না হলেও আমি একজন ধর্ষক/বহুগামী/বহু-গামিনি। ইচ্ছেরা জন সম্মুখে প্রকাশিত হলেই বুঝা যেত কে কতটা সাধু/সন্ন্যাসিনী ” ।
ইচ্ছে ধারণ করায় আমরা স্বাধীন। কারো কোন হস্তক্ষেপে এই স্বাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়না।
আমার একটি স্লোগান ছিল ” স্বপ্নকে বাস্তব রূপ দিন ” , এই শ্লোগান এখনো আছে , কু-স্বপ্নকে দূরে রাখুন।
পোষ্ট লেখার সময় হঠাৎ মনে প্রশ্ন আসলো ‘এই মূহুর্তে আমার ইচ্ছে কি ?’
এখন সবার প্রতিই প্রশ্নঃ এই মুহূর্তে আপনার ইচ্ছে কি?
# ফটোটি শুন্য শুন্যালয়ের তোলা। অনেক পূর্বেই তার কাছ হতে অনুমতি নিয়ে রেখেছিলাম, ফটোটি আমি নেবো। তখন অবশ্য এই লেখায় এই ফটো দেবো, তা ভাবিনি।
৫৭টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
শুরুটা এতো সুন্দর কেন!!!!
আমার ইচ্ছে? জীবনের ভুলগুলো শুধরে নিতে পারতাম যদি! :D)
নীতেশ বড়ুয়া
অবশ্য এই ইচ্ছে পূরণের জন্যে যে ইচ্ছেটি পূরণ হতে হবে তা হচ্ছে ‘আমার এত্তো এত্তো টাকা পয়সা থাকা লাগবে যাতে আমি একটি বিজ্ঞানাগার খুলে তাতে টাইম মেশিন বানিয়ে আমার ভুলগুলো শুধরে নেওয়ার ইচ্ছে পূরণ করে নিতে পারি :p
জিসান শা ইকরাম
সুন্দর ইচ্ছে গুলো পুর্ন হয়ে যাক।
আমীন -{@
নীতেশ বড়ুয়া
সুম্মা আমীন 😀 -{@
জিসান শা ইকরাম
😀 -{@
নীতেশ বড়ুয়া
\|/
জিসান শা ইকরাম
সুন্দর কোথায়? সন্তষ্ট হতে পারলাম না লেখায়।
ইচ্ছে পূরণ হোক 🙂
নীতেশ বড়ুয়া
পোস্ট দিসি তো :p
জিসান শা ইকরাম
তাই?দেখতাছি 🙂
নীতেশ বড়ুয়া
গতকাল দিসি না :@ বুড়ো হচ্ছেন নাকি জিসান ভাইয়া যে মনে থাকছে না!! 😮
জিসান শা ইকরাম
বুড়া হচ্ছি মানে কি, বুড়া হইছি কবেএ এ এ এ 🙂
নীতেশ বড়ুয়া
কে বলসে?
জিসান শা ইকরাম
আমি বলছি।
২৫ ডিসেম্বরে ৫৪ তে পদার্পন করিব 🙂
অরুনি মায়া
আমি কেবল ই শেষ করেছিলাম আমার ইচ্ছের ডানা লেখাটি। ভেবেছিলাম কাল দিব 🙁 ।
তবে ইচ্ছের কবর রচনা টা মন্দ লাগেনি 🙂 ।
ঠিক ই তো বলেছেন সব ইচ্ছের বাস্তবায়ন সম্ভব নয়।
তাই প্রতিদিন প্রতি মুহূর্তে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক হত্যা করে যাই অনেক অনেক ইচ্ছে কে।
ওই যে আমি বলি জীবনে বিশুদ্ধতার প্রয়জন। শুধু সেই কারণেই ইচ্ছেরা শেষ নি:শ্বাস ত্যাগ করতে বাধ্য হয়,,,,,,,
জিসান শা ইকরাম
লেখা শেষ হলে দিয়ে দিবেন আপনার সুবধা মত সময়ে
একই বিষয়ে একাধিক লেখা আছে সোনেলায়
ইচ্ছের ডানা প্রকাশের ইচ্ছে বাস্তবায়ন করুন।
”জীবনে বিশুদ্ধতার প্রয়োজন” আপনার এই চিন্তাকে সন্মান জানাই।
লীলাবতী
আকাশ দেখতে মানা! ইশ বললেই হলো? আমি আকাশ দেখবোই,কে আমাকে রুখবে?
জিসান শা ইকরাম
কেউ রুখবে না, আপনার বিবেক আপনাকে নিয়ন্ত্রণ করুক।
সীমান্ত উন্মাদ
শুরুটা দুর্দান্ত হয়েছে মামা।
জীবনের সবার সমস্ত শুদ্ধ ইচ্ছে যেন পূর্ণতা পায়। এই কামনা থাকলো।
যাতে আবার আমার সেই গানের মত না হয়ে যায়ঃ
সপ্ন ঘুড়ির গুন কেটে যায়
ইচ্ছে মরে মনে,
আমি সাদা কালো হাঁস
একলা ঘরের কোনে।
লিখায় অনেক অনেক ভাললাগা জানিয়ে গেলাম মামা, শুভকামনা নিরন্তর।
জিসান শা ইকরাম
শেষটা একটু এলো মেলো হয়ে গিয়েছে। গানটা কিন্তু ভালো হৈসে 🙂
নীলাঞ্জনা নীলা
চিরকালীন ইচ্ছে ঘুরে বেড়ানো সব পিছুটান থেকে সরে।
আর এখন যে ইচ্ছে সেটা বলা কি ঠিক হবে? একজনের মাথার চুল ছেঁড়া। ইস কবে এই ইচ্ছে পূর্ণ হবে? ;?
এখন আপনি আপনার ইচ্ছেটা বলে ফেলুন তো ভাইয়া :p
জিসান শা ইকরাম
তুমি তো ঘুরে বেড়াচ্ছ ই।
নানী তোমারে চুল ছেড়া দেখিয়ে দেবে।
ভাইয়া? এখানে ভাইয়াটা কে আবার?
তোমার কমেন্ট দেখে এই মুহুর্তে ইচ্ছে করছে বলি – তুই ভাগ এখন,সামনে পরলে খবর আছে 🙂
নীলাঞ্জনা নীলা
ভাইয়া এটা কি বললেন? ভাগবো কেন? কতো ভদ্র একটি মেয়ে আমি। অনেক লক্ষ্মী, আদুরে, মিষ্টি আর খুব শান্ত। 🙂
জিসান শা ইকরাম
আসলেই ভুল হয়ে গেছে ভাগতে বলে।
আপনি আসলেই একজন ভদ্র,শান্ত মেয়ে নীলাপু 🙂
নীলাঞ্জনা নীলা
আপনি আমাকে আপু ডাকছেন কেন? :@
ঘাড় মটকে দেবো বলে দিলাম কিন্তু :@
জিসান শা ইকরাম
আপনি আমাকে ভাইয়া ডাকলেন তাই আপু ডেকেছি।
পেত্নী বলার কারনটা নিশ্চয়ই আর বলতে হবে না আমাকে 😀
ছাইরাছ হেলাল
হায় হায়, আমার পরবর্তী লেখার শিরোনাম মার খেয়ে গেল, ব্যপার না।
বেশ বেশ, আমরা ইচ্ছার প্রকরণ সহ বিবরণ পেলাম, দমন বা পালন জানলাম। আরও ভাল। ইচ্ছের উৎপত্তি উৎস খুব সহজ বিষয় নয়, ইচ্ছেরা কিন্তু রোবোটিক সুইচের ফলাফল নয়। সুইচ টিপে চালু বা বন্ধ করা যায়। এর অর্থ এই নয় যে টাইম-বেটাইমে ইচ্ছেকে সব কিছু!! করতে দেয়ার অনুমতি দেয়া যাবে, ইচ্ছেদের ও ইচ্ছে থাকতে পারে তাও মনে রাখতে হবে। অতি দমন বা পালন কোনটাই সুখের না।
বাঁশ ও আখ দেখতে এক রকম হলেও বাঁশে রস নেই, আখে আছে প্রাণহরণ রস, (ডায়াদের কথা আলাদা)
জিসান শা ইকরাম
আমার ‘ আড়াল ‘ শিরোনাম যে আপনি নিয়ে নিলেন তার কি হবে?
ব্যাপারনা।
আপনার মন্তব্যটি আমার পোষ্টের চাইতে শক্তিশালী হয়েছে।
শুন্য শুন্যালয়
যে প্রশ্ন মনে এলো তার উত্তর তো দিলেন না।
হ্যাঁ সব ইচ্ছে পূরন যেমন সম্ভব নয়, সব ইচ্ছের পূর্নতা দেয়াও ঠিক নয়। ইচ্ছেতে রেড সিগন্যাল থাকা উচিৎ।
তবে আজ খুব ইচ্ছে করছে সুপার মুনটা লেক হিউমের পাড়ে গিয়ে দেখি। খুব কঠিন নয় ইচ্ছেটা, তবু পূর্ন হবেনা জানি।
আদোতে কেউ সাধু সন্ন্যাসি কিনা জানিনা, ভেতর ইচ্ছে নিয়ে এতো ভাবতে গেলে সুস্থ থাকবেন না। প্রকাশে লাগাম দিতে হবে।
সুন্দর ইচ্ছেগুলো পূর্ন হোক প্রজাপতির ডানায়।
আপনার ইচ্ছে?
জিসান শা ইকরাম
ইচ্ছে প্রকাশ হচ্ছে কি হচ্ছে না,তার চেয়ে গুরুত্বপুর্ন ইচ্ছের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
ইচ্ছের যদি জীবন থাকতো, ইচ্ছেরা যদি আমাদের সন্তান হতো– তবে শত শত জীবন সন্তান খুন করতাম আমরা।
যখন পোষ্ট লিখছিলাম, তখন একজন প্রিয় মানুষকে দেখার ইচ্ছে হচ্ছিল।
আর এই মুহুর্তে ইচ্ছে করছে আমার সেই বট গাছের নীচে জোছনার এই রাতে সোনেলার সবাইকে নিয়ে আড্ডা দিতে।
মেহেরী তাজ
আমার ইচ্ছে কথা আপনাকে কেনো বলবো? ;?
আপনার টা তে তো প্রশ্নবোধক টেনে বসে আছেন।
সব ইচ্ছে পুরনের দিকে ঝুকে যাওয়া ঠিক না। কিছু ইচ্ছে তে লাগাম দিতে হয়।
জিসান শা ইকরাম
লেখার সময় আমার ইচ্ছে হচ্ছিল প্রিয় একজনকে দেখার।
হুম ইচ্ছেতে লাল বাতির সিগনাল জরুরি।
মেহেরী তাজ
আপনার ইচ্ছে পুরন হয়েছে???
জিসান শা ইকরাম
হ্যাঁ হয়েছে,
আমি এমন ইচ্ছে ধারণ করি যা বাস্তবায়ন সম্ভব।
অলিভার
আমার ইচ্ছে, কবে যে আপনাদের মত করে লিখতে পারব! আফসোস হয় আপনাদের এইরকম চমৎকার সব লেখা পড়ে। এমন সব চমৎকার চিন্তাভাবনার ধার দিয়েও কখনো আমি যেতে পারি না 🙁
তবে আর যাই হোক, আকাশ দেখার ইচ্ছে কেউ কখনোই আটকে রাখতে পারবে না। উঁচু প্রাচীর তুলে হয়তো বাধা তৈরি করতে পারে। কিন্তু সকল বাধা অতিক্রম করে মানুষ আকাশ দেখবেই, আমি দেখবোই…
শুভ কামনা জানবেন ভাইয়া -{@
জিসান শা ইকরাম
অলিভার যে বর্তমান পোষ্ট টা দিল, জিসান কোনদিন এর কাছাকাছিও কোন পোষ্ট দিতে পারবেনা
এ বিষয়ে জিসান নিশ্চিত 🙂
লাগাম আসলেই টানতে হয়।
শুভ কামনা।
অরণ্য
আমার যা ইচ্ছে আমি তাই করব।
আমার ইচ্ছের কাছেও আমি পরাধীন হব কখনও কখনও।
আমার যা ইচ্ছে আমি তাই করব।
কিন্তু না; তা হবে না।
তোমরাই বলেছ আমাকে সভ্য হতে।
থেকে থেকে আমার ইচ্ছের লাগামে টান
প্রয়োজনে কিছু ইচ্ছের পুরোটা কুরবান
সেই নাকি তোমাদের সভ্যতা!
আমি বোধহয় সভ্য হয়ে উঠি আগে!
তারপরে আমার ইচ্ছেরা।
__________
ঈদ মুবারক জিসান ভাই।
জিসান শা ইকরাম
বাহ!
কবিতা লিখতে পারিনা আমি
আপনার কবিতা আমার পোষ্টের তুলনায় অনেক ভালো হয়েছে।
শুভ কামনা অরণ্য ভাই
ঈদ মুবারক -{@
অরণ্য
জিসান ভাই, না এটা ঠিক বলেন নি। তবে এ দোষ আমাদের জাতিগত কিছু পেলেই আমরা মডিফাই করার কাজে নেমে পড়ি। এ দোষটা অবশ্য কখনও কখনও গুণও হয়ে ওঠে বটে। তবে আপনাকে মন্তব্য করতে গিয়ে আমার নিজেরই একটা অংশ ভাল লেগে গেছে…
“থেকে থেকে আমার ইচ্ছের লাগামে টান
প্রয়োজনে কিছু ইচ্ছের পুরোটা কুরবান
সেই নাকি তোমাদের সভ্যতা!” 🙂
জিসান শা ইকরাম
মডিফাই করাটা ভালো গুনই অরণ্য ভাই।
একটি লেখা পাঠকরা কিভাবে নেয়, তা বুঝা যায় মডিফাই করলে।
জীবনের বেশ কিছু ইচ্ছের কুরবান হয়ে যায়
কিছুই করার নেই আসলে।
“থেকে থেকে আমার ইচ্ছের লাগামে টান
প্রয়োজনে কিছু ইচ্ছের পুরোটা কুরবান
সেই নাকি তোমাদের সভ্যতা!” (y) (y) -{@
অরণ্য
গতকাল সন্ধ্যেবেলায় আপনার লেখা এবং এ মন্তব্য নিয়ে আলাপ করছিলাম এক কবি বন্ধুর সাথে। ওরও দেখলাম মনে ধরেছে ব্যাপারটা।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
আমার লেখা নিয়ে কবি বন্ধুর সাথে আলাপ?
বাপরে, ভয় পাইলাম অরণ্য ভাই
শুভ কামনা।
ব্লগার সজীব
ইচ্ছে নিয়েও লেখা যায়?কি নিয়ে লেখা যায়না এমন একটি পোষ্ট দিলে পারতেন।আমার ইচ্ছে হচ্ছে,শুন্য আপু,নীলাদি, পরী আপু,তাজ ওস্তাদ,লীলাদি,কৃন্তনিকা আপু, মায়া আপুর সাথে সোনেলায় রোজ আড্ডা দিতে,এনাদের সবার মুখে পিচ্চি ডাক শুনতে 🙂
জিসান শা ইকরাম
আপনার ইচ্ছে পুর্ন করা সম্ভব।
পরী আসার পর একদিন আড্ডায় মিলুন সবাই।
শুভ কামনা।
মেহেরী তাজ
শিষ্য আমার ইচ্ছার কথা তুমি জানলা কেমনে?? ;?
আমি কি তোমাকে পিচ্চি ডাকি??? 😮 ;?
জিসান শা ইকরাম
আসলেই তো, ওস্তাদে তো সজীবকে পিচ্চি ডাকে না 😀
সিকদার
মানবের ইচ্ছে বাধাহীন বল্গাহীন বলেই লালবাতি দরকার । মানুষ প্রায় সব কিছু পারে, কিন্তু নিজের সব ইচ্ছেকে লাগাম পড়াতে পারে না । তাই গরীব ভালবাসে ধনীর কণ্যাকে , রাজকন্যা ভালবাসে রাখালকে , ছেড়া কাথায় শুয়ে দেখে কোটি টাকার স্বপ্ন । ইছছের এই বেপরোয়া ভাবের জন্য ধর্ম , সমাজ, রাস্ট্র নানা রকম আইন করে লাল বাতি জ্বালিয়ে রেখেছে । তারপরও কি কেউ মানে ? রাস্তার ট্রাফিক আইন ভাংগার মত আমাদের ইচ্ছে গাড়িও বারবার লালবাতির ভেংগে এগিয়ে যায় নিয়ম ভাংগার সুখে।
জিসান শা ইকরাম
ইচ্ছের লাগাম টেনে ধরা সহজ কাজ নয়।
সবাই পারেনা এটি।
প্রচন্ড শক্তিমান হতে হয়।
ভালো মন্তব্যে প্লাস দিলাম 🙂
লীলাবতী
ইচ্ছের ব্যবচ্ছেদ নাকি এই লেখা?সব ইচ্ছের পুর্নতা দেয়া উচিৎ না,যদিও ইচ্ছেগুলো থেকে যায় মনের হিমাগারে।এখন আমার ইচ্ছে করছে তাজের সাথে পুকুর পাড়ে বসে আড্ডা দেই 🙂 আপনার কি ইচ্ছে জানতে পারি?
জিসান শা ইকরাম
আমার এখন ইচ্ছে হচ্ছে ল্যাপি অফ করে ঘুম দেই।
মেহেরী তাজ
আপু আমি এখন বাড়ি। আর অশ্চর্যজনক হলেও সত্যি আপনি যখন এই মন্তব্য টা লিখছেন তখন আমি পুকুর পাড়ে বসে একা একা চাঁদ দেখছিলাম আর আপনাদের কথা ভাবছিলাম। 🙂
জিসান শা ইকরাম
বাপরে, দুজনের এত মনের মিল? 🙂
রিমি রুম্মান
শুন্য আপু শুন্যের মাঝে চমৎকার ছবি তুলেছেন দেখি। কিছু ইচ্ছেরা বেপরোয়া … উড়ে চলে আপন আকাশে… সুন্দর লেখা।
জিসান শা ইকরাম
অনেক দিন পরে দেখলাম প্রিয় লেখককে।
শুন্য ভালো ফটোগ্রাফার।
মারজানা ফেরদৌস রুবা
‘মানুষ’ এমন একটি প্রাণী তাঁর কাছে আবেগ অনেককিছু চায়, কিন্তু বিবেক বাধা দেয়।
ইচ্ছেরা ডানা ঝাপটায়। অনেক কিছু করতে চায়।
বিশুদ্ধ ইচ্ছেগুলো পূর্ণতা পাক আর নিষিদ্ধ ইচ্ছেগুলো বিবেকের বেড়াজালে বিলীন হয়ে যাক।
জিসান শা ইকরাম
ভালো বলেছেন ‘ বিশুদ্ধ ইচ্ছেগুলো পূর্ণতা পাক আর নিষিদ্ধ ইচ্ছেগুলো বিবেকের বেড়াজালে বিলীন হয়ে যাক।’
শুভ কামনা।
স্বপ্ন
ইচ্ছের লাগাম টানতে হয় ভাইয়া।আজ আমার ইচ্ছে নিয়ে একটি পোষ্ট দেব ভেবেছিলাম।দেখলাম ইচ্ছে নিয়ে দুটো পোষ্ট।একটি আপনার অন্যটি মায়া আপুর।কি করবো ভাবছি।
জিসান শা ইকরাম
ইচ্ছের লাগাম টেনে ধরা এত সহজ নয়।খুব কম মানুষ এটি পারে।এক শিরোনামে একাধিক পোষ্ট হলে সমস্যা নেই।পোষ্ট দিয়েছেন দেখলাম।