ইচ্ছের সাজ

ছাইরাছ হেলাল ৩ আগস্ট ২০১৫, সোমবার, ০৮:১৪:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ৫৯ মন্তব্য

সলজ্জ ইচ্ছে হয়েছিল সাজব একদিন একাকী আন্‌মনে,
প্লাবনপ্রেমে ক্ষণে ক্ষণে সারাক্ষণ জাগে সাধ এ হৃদয়ে,
কালিঝুলি মেখে নয়, ম্যাক্সফ্যাক্টরের ঝাঁপি উল্টিয়ে।
ভেবোনা সং সাজব রং মেখে কোন এক দুঁদে কিংবদন্তির কথা ভেবে;
নিষ্পত্র বিশীর্ণ বিষণ্ণতায় শব বসনে ভাসব
তীব্রতর স্রোত বিহীন বিভুঁয়ের সুন্দরতম জলনদে।
অবাক বিস্ময়যন্ত্রণার নিখুঁত নিকুচি করে “ইচ্ছে” একদিন সাজতে চেয়েছিল।

♦দুঁদে………দুরন্ত

৪০৬জন ৪০৬জন
0 Shares

৫৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ