
ইচ্ছে করে আকাশের নীল মেখে
প্রজাপতি, ঘাসফড়িং হয়ে
বেড়াই পথে পথে,
ইচ্ছে করেই রঙিন স্বপ্ন গুলো
দূর আকাশে ছড়িয়ে দিতে।
কখনো বা ইচ্ছে জাগে,
পাখির মত ডানা মেলে
পথ হারাই আকাশে সীমাহীন প্রান্তে,
ইচ্ছে করে মেঘ হয়ে আকাশকে ছুঁয়ে দিতে।
স্বচ্ছ আকাশে জমে মেঘের জল কনা
ইচ্ছের পাপড়ি পায় না রোদ্দুর দেখা,
আধারের বুকে, পথ হারানোর ভয়ে
ইচ্ছের দুয়ারে লাগে তালা।
১৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর ইচ্ছে ও তার ছন্দময় প্রকাশ।
বেশ হৃদয়ছোঁয়া।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জীবিত মানুষের ইচ্ছা শেষ নেই তবুও ইচ্ছাই ভাসি কবি আপু সব সময় ভাল থাকবেন
হালিমা আক্তার
ইচ্ছে মানুষ কে বেঁচে থাকার রসনা যোগায়। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
ইচ্ছেদের শোনাই ঘুমপাড়ানি মাসিপিসি
বেঁচে থাকার উপরচালাকি,
নির্দোষ ইচ্ছেগুলো হেলুক-দুলুক দু পায়ে
এবাড়ি ওবাড়ির আঙ্গিনা জুড়ে
স্বপ্ন দেখার অবাধ অভ্যাসে!!
হালিমা আক্তার
ঘুমিয়ে যাওয়া ইচ্ছেরা হঠাৎ উঠে জাগি। ভুলে যায় এখন পূর্ণিমা নয়, অমাবস্যার রাত্রি। সুন্দর মন্তব্যের অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
সকল ইচ্ছেরা পূর্নতা পাক!!! শুভ কামনা অশেষ!!!
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
ইচ্ছে ছাড়া জীবন অচল। সুন্দর কবিতা।
হালিমা আক্তার
একদম সত্যি কথা। ইচ্ছে জীবনের গতি বাড়িয়ে দেয়। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
হালিম নজরুল
কবিদের কত কিছু ইচ্ছে করে!!!!
হালিমা আক্তার
ইচ্ছের ভেলায় ভেসে চলে, তাই তো তাঁরা কবি। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
সত্যি ইচ্ছে হচ্ছে ঘুড়ির মতো, শুধু উড়তেই চায়,
ভাবেনা যে নাটাই কোথায়?
খুব সুন্দর কবিতা।
শুভেচ্ছা রইল আপু
হালিমা আক্তার
ইচ্ছের ঘুড়ি টা উড়তে উড়তে কখন যে পথ ভুলে যায়। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ইচ্ছে গুলো ডানা মেলে উড়ে বেড়াক, মনের উঠোনে এমন ইচ্ছেরা বাসা বাঁধুক যত ই বিধিনিষেধের ট্রাফিক থাকুক। অবিরাম শুভেচ্ছা ও ভালোবাসা
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।