আমরা সবাই রিক্সা না চালালেও , জীবনে একবারও রিক্সায় চড়েনি এমন লোক পাওয়া কষ্ট । এখন ইচ্ছা হলে আপনি নিজেই রিক্সা চালাতে পারবেন । যদি আপনার একটা এন্ডুয়েড মোবাইল থাকে ।
তাহলে রিক্সা চালক হতে চাইলে এটি এখনই ডাউনলোড করে নিন । আর মনের সুখে রিক্সা চালান ।
গেমটির প্লে ষ্টোর ডাউনলোড লিংক
https://play.google.com/store/apps/details?id=com.developerhouse.rickshaw
আপনি ইচ্ছা করলে কম্পিউটার থেকে বা জিমেইল লগইন না করেই প্লে স্টোরের এপস ইন্সটল ছাড়াই সরাসরি ডাউনলোড করতে পারেন ।
প্রথমে এই লিংকে যান http://apps.evozi.com/apk-downloader/ (কমেন্টে ডাইরেক্ট লিংক দেয়া আছে ) এর পর আপনার প্লে স্টোরের এ্যাপসটির লিংক সাবমিট করুন । জেনারেট করুন ডাইরেক্ট ডাউনলোড লিংক পেয়ে যাবেন ।
১২টি মন্তব্য
সঞ্জয় কুমার
http://apps.evozi.com/apk-downloader/
মোঃ মজিবর রহমান
হুম! দাদা বাস্তবেই চালাতে হবে।
সঞ্জয় কুমার
বলেন কি এত কিছু রেখে রিকসা !!
ভাল থাকবেন ।
মোঃ মজিবর রহমান
রিকশাওয়ালার টাকা উপায় কত কস্ট তা পরখ করে দেখতআম।
মামুন
জীবনে সত্যিকারের রিক্সা একবার চালিয়ে দেখবো, ওরা কতটা পরিশ্রম করে। অবশ্য তাতে করে এই লোকগুলোর সাথে আরো একটু নম্র ব্যবহার করতে শিখব হয়তো।
ধন্যবাদ আপনার পোষ্টটির জন্য।
সঞ্জয় কুমার
ধন্যবাদ মামুন ভাই । যারা গায়ের ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করে তাঁদের দুই টাকা বেশী দিতে আমাদের ইচ্ছা হয় না । । অথচ এসির নিচে বসে থাকা কর্মকর্তার ঘুসের টাকা দেয়ার সময় আমাদের টাকার অভাব পড়েনা । ।
আবিদ রোজীনা
ভাইরে সময় নেই এসব করার।
সঞ্জয় কুমার
সময় করে ,মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম,চালিয়েছি তবে মেশিনের নয় পায়ের পেট্রোলে
চোর ছবি দেখতে সিদ্ধিরগঞ্জ টু নারায়ণগঞ্জ হংস সিনেমা হল। আজ থেকে প্রায় ২৫/৩০ বছর আগে।সে দিন দু পায়ের ব্যাথায় ঘুমোতে পারিনি।
অতীত মনে করে দিলেন।ধন্যবাদ।
সঞ্জয় কুমার
আপনার দেখছি প্রায় সব অভিজ্ঞতা ই আছে । খুবই ভালো ভাইয়া । ভাল থাকবেন ।
জিসান শা ইকরাম
ছোট ছেলেকে দিতে হয় তাহলে 🙂
খসড়া
শেষ পর্যন্ত রক্সা 😛