
আষাঢ় মাস আমার ভালো লাগে। এই রোদ, এই ঝিরঝির বৃষ্টি। খানিক মেঘলা। কখনো একদিকে রোদ, আর একদিকে বৃষ্টি। ইদানিং আবার বিজলীর ঝলকও যোগ হয়েছে। অদ্ভুত স্বভাব এই মাসের। আবার হঠাৎ করে ভারি বৃষ্টি হলে ঠাণ্ডা লাগে। ঠাণ্ডা গরমের লাক ভেলকি লাক খেলা চলে। ছাতা হাতে না থাকলে মরণ। একবার ঘামে ভেজা। পরক্ষণেই বৃষ্টিতে ভেজা। অনেক সময় রুটিন মানতে ভালো লাগে না। তবে, রোদ বৃষ্টির এই ভিন্নতা ভালো লাগে। এই সময়ের জ্বরটাও ব্যতিক্রম। নাক বন্ধ হয়ে আসে। চোখ জ্বালা পোড়া করে। মাথা ব্যথা হয়। জ্বর কখনো ১০৪ ডিগ্রী ; তো কখনো নেমে ৯৫ ডিগ্রি। নাপাতে কাজ হয় না। নাপা এক্সট্রা লাগে। অভিনব। জ্বরের ঘোরে আবোল তাবোল বকলে, আমি নাকি আজকাল তোমার কথাই বলি। কি জানি ? অন্যান্য ব্যথার থেকে ঐটাও কম নয়। তোমার অনুপস্থিতি। জ্বর পোড়ায় শরীর। আর তুমি মন।
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
‘জ্বর পোড়ায় শরীর। আর তুমি মন।’ অনুগল্পের শেষাংশ টা মুগ্ধ করে দিলো। ভালো থাকুন নিরাপদে থাকুন এই রোদ-বৃষ্টির কানামাছি খেলা থেকে।
আরজু মুক্তা
এমন মুগ্ধতার রপশ থাকুক সবসময়
আরজু মুক্তা
রেশ
ইসিয়াক
এত জ্বালাতন সত্যি কি আর ভালো লাগে!
তবুও আষাঢ় আসুক। ভিজুক মন । জীবনে লাগুক দোলা।
শুভকামনা রইলো আপু।
আরজু মুক্তা
আষাঢ় আসুক। ভিজুক মন।
শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
এমন জ্বর আমারও চাই, বারবার। আহা কি রোমান্টিক অনুগল্প। বাকি সবও চাই। কানামাছি মনে চলতে থাকুক চুপচুপে খেলা। লেখিকার হাতে আল্লাহ রহম করুক।
আরজু মুক্তা
যে দোয়া দিলেন। আমিন।
রোমান্টিক আষাঢ়ে গল্প…..।
শুভ কামনা সবসময়
বোরহানুল ইসলাম লিটন
’সুখের মাঝে বিরহের প্রীতি
বরষায় গায় অন্তরে গীতি’
প্রকৃতির চিত্রণে বেশ হৃদয়ছোঁয়া নিবেদন।
মুগ্ধতায় শুভ কামনা রাখলাম নিরন্তর।
আরজু মুক্তা
সুখ দুখ বিরহ কষ্ট সব একের পর এক আসে। এসব নিয়েই জীবন।
শুভ কামনা ভাই
হালিমা আক্তার
রোদ-বৃষ্টির খেলায় এমন জ্বর না হয় আসুক বারবার। শুভ কামনা।
আরজু মুক্তা
হা হা। জ্বর হলে আমারে আবার বকিয়েন না।
শুভ কামনা আপা
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর লাগল মুক্তা আপু অনেক শুভেচ্ছা রইল
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আহা আহা, জ্বর থেকে যদি এমন কিছু হয় তাহলে জ্বর-ই হোক।
সুন্দর হইছে অনুগল্প।
পড়তে পড়তে ভাবতে ছিলাম কোথায় কতদূর নিয়ে যায় লেখিকা!!
আরজু মুক্তা
লেখিকা যাবে বহুদূর সাথে নিয়ে কলম।
চমৎকার কমেন্ট। এখন জ্বর হলে আমায় আবার বকিয়েন না।
শুভ কামনা।
নার্গিস রশিদ
এক সময় বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগতো । আপনার লেখাটিতে সে অভিজ্ঞতা টি মনে করিয়ে দিল । সুন্দর প্রকাশ ভঙ্গি । ভালো থাকবেন
আরজু মুক্তা
বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। আবার কান্নাও লুকানো যায়।
ভালো লাগলো জেনে খুশি হলাম।
শুভ কামনা সবসময়
রেজওয়ানা কবির
জ্বর পোড়ায় শরীর আর তুমি মন!!!! ভালোইতো।।।।
আরজু মুক্তা
কি আর করা। চলো, ভিজি বৃষ্টিতে।
শুভ কামনা সবসময়