আলো আসবেইঃ আশাবাদ

জিসান শা ইকরাম ১১ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ০১:৩৭:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

১১ নভেম্বর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। শ্লোগান, আলোচনা সভা, মরহুম ফজলুল হক মনির কবরে পুষ্প স্তবক প্রদান এবং আরো অনেক কিছুর মাধ্যমে দিবসটি পালন হবে।
কিছু প্রশ্ন করাই যায়ঃ
এই যে যুবলীগ, যুবদল, ছাত্রলীগ,ছাত্রদল এদের কাজটা কি? দুটি বৃহৎ দলের কয়েক লক্ষ যুবক ছাত্র যে কর্ম সম্পাদন করে, তাতে দেশ কতটুকু উপকৃত হয় ?
এদের দল যখন ক্ষমতায় থাকে, তখন এরা হয়ে ওঠে এক একজন বাঘ। ক্ষমতায় না থাকলে বিড়ালও না, একেবারে ইঁদুর বা চামচিকা।
এলাকা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, টেন্ডারবাজী, মাদক ব্যাবসা, বিভিন্ন মহল ইজারা নেয়া, অভ্যন্তরীণ কোন্দলে মারামারি আরো অনেক কিছু এদের উজ্জ্বল কর্মের স্বাক্ষ্য বহন করে।
অথচ
এরা এই দেশটিকে পালটে দিতে পারে। এত বড় একটি শক্তি কোন শুভ কাজে ধাবিত হলে, দেশ পালটে যেতে বাধ্য।

কি করতে পারে এরা ?
এই সংগঠন সমূহের গ্রাম পর্যায় পর্যন্ত কমিটি আছে। একটি গ্রামে খুব বেশী বাড়ি থাকেনা। গ্রাম গুলো আয়তনেও বেশ বড় নয়। এই কমিটি গুলো পারে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতেঃ :
*বাল্য বিবাহের কুফল
*নারী শিক্ষা
*প্রায় ভুলে যাওয়া ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস, মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা , রাজাকারদের-পাকসেনাদের বর্বরতা
*কোন পরিবার কোন অত্যাচারের শিকার হচ্ছে কিনা তা দেখা
*ইসলাম আর জামায়াত ইসলাম যে এক নয় তা বুঝানো
*আধুনিক কৃষি চাষ, গাছ লাগানো, সেনিটেশন
*শিশুদের বিদ্যালয় মুখি করার পরামর্শ এমন ধরনের আরো অনেক কাজ করতে পারে।
* প্রতি জেলা সদরে সংগঠনের নামে একটি ব্লাড ব্যংক প্রতিষ্ঠা করতে পারে।
* জেলা এবং উপজেলা সদরে ভুমি অফিস এবং জমি রেজিস্ট্রি অফিসে সাধারন মানুষের ভোগান্তি দূর করার জন্য একটি সেল খুলতে পারে সংগঠন।
*কম্পিউটার শিক্ষা, নেট ইউজ করা সংগঠনের প্রতি সদস্যের প্রতি বাধ্যতামূলক করা যেতে পারে।

শুধু ভোটের আগে প্রতি বাড়ি নয়, প্রতি মাসেই তো প্রতি বাড়ি যাওয়া যায়। কোন সংগঠন যদি এসব কাজ করে, জনতার হৃদয়ে তাদের স্থান পাকাপোক্ত হয়ে যাবে। জনতা ভাবতে বাধ্য- এরাই আমাদের আপন, অতি কাছের স্বজন ।

আর না করলে ? বর্তমানে প্রচলিত ব্যবস্থায় ব্যক্তির উন্নয়ন হবে তাও অন্যের হক ছিনিয়ে নিয়ে।

৪৭১জন ৪৭১জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ